05-10-2025, 12:52 PM
(29-09-2025, 02:03 PM)sarkardibyendu Wrote:এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান
প্রশ্বাসে সাথে সাথে দুটি বুক ওঠানামা করছে...... ওর চোখে কোন কামের চিহ্ন নেই, সেখানে শুধুই আকুলতা। ওর ইচ্ছা রাজুকে আকর্ষিত করে সন্তানলাভ, এছাড়া এখানে আর কোন ব্যাভিচারের কোন চিহ্নও নেই।
রাজু মাটিতে পড়া শাড়ীর আঁচল তুলে আবার ওর গায়ে দিয়ে দেয়। লালীর দুই গালে হাত দিয়ে ওকে বলে, " এখন ঘুমা...... তুই অনেক সুন্দর লালী, তবে যেটা বলছিস সেটা ঠিক না। "
লালীকে সেভাবে রেখেই রাজু উঠে নিজের ঘরে চলে আসে। বালিস মাথায় দিয়ে অনেক ঘুমানোর চেষ্টা করে। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। পাশের ঘরে লালীর কান্নার শব্দ আর আসছে না। ও ঘুমিয়েছে কিনা কে জানে। শহরে ধনী মানুষদের কাছে অনেক বিকল্প থাকা সত্ত্বেও বহু মানুষ সন্তানহীন.....কিন্তু এখানে লালীর মত প্রান্তিক আদিবাসী মানুষদের কাছে এটাই একমাত্র বিকপ্ল বলে মনে হয়েছে। দোষটা তো ওর না...... রাজুকে ও অবৈধ সম্পর্ক স্থাপন করতে বলে নি, শুধু নিজের বাঁজ অপবাদ ঘোঁচাতে ওর সাহায্য চেয়েছে...।
(চলবে)
কমবয়সী রাজু বয়সের তুলনায় হঠাত অনেক প্রাপ্তমনস্কতা দেখাল। মাসতুতো দিদিকে ক্ষণিকের তাড়াওনায় শরীর দিতে পারল। লালীকে কেন নয়? প্রশ্ন আসেই।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)