Yesterday, 11:34 PM
৫ম পর্ব
ফাহাদকে ঘুম পাড়িয়ে সীমা ড্রইংরুমে ফিরে এলো। ঘরে শুধু একটি মোমবাতি জ্বলছে। মোমবাতির হলদে আলোতে লোকটার কালো মুখটা যেন অদ্ভুত ছায়ায় ভেসে উঠছে। হাতে মোমবাতিটা ধরে সে স্থির হয়ে বসে ছিল, যেন কোনো পুরনো সাধু বা নির্জন সন্ন্যাসী মতন।
সীমাকে দেখে লোকটার চোখে কেমন এক অদ্ভুত আলো খেলে গেল। সাদা ওড়নায় দেহ মোমবাতির আলোয় যেন সত্যিই স্বর্গের কোনো পরী।
সীমা: আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি।
লোকটা (গভীর স্বরে): হুম...
ঘরে ভাত ছিল কিন্তু ঠান্ডা, তরকারি ছিল না। সীমা খুব উদার মনের মেয়ে, তার বাবা তাকে শিখিয়েছে, ঘরে একটা রুটি থাকলে তা যেন মেহমানকে দেয়া হয়।
কিন্তু তার শ্বশুর বাড়ি পুরো ভিন্ন, এখান থেকে এক টাকা ভিক্ষুক কে দিলেও তার শ্বাশুড়ি তা কেড়ে নিয়ে আসত। এ ঘরে শুধু সীমার শ্বাশুড়ির কথাই চলে। সীমার শ্বশুর খুব ভালো মানুষ এবং তার সন্তান জয়দেবকেও তাই বানিয়েছে।
সীমা ড্রয়িং রুমে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করল - ঘরে ভাত আছে, আপনি বসুন গরম করে দিচ্ছি। আপনি কি ডিম ভাজা খান?
লোক- হ্যাঁ।
আসলে লোকটা এখানে এসেছে সে কিভাবে বলবে, না আমার জন্য তরকারি করে দিন। এরকম মহিলার কাছ থেকে যা পাচ্ছে তাই ত তা শুক্রিয়া করা উচিত।
সীমা ভাত গরম করে ও ডিম ভাজে। এই বৃষ্টির দিনে ডিম ভাজা খুব ভালো একটা তরকারি।
রান্না শেষে মোমবাতি হাতে নিয়ে খাবার নিয়ে এসেছে, এক হাতে মোম বাতি তাই বেশি খাবার আনতে পারছে না, তাই এক এক করে নিয়ে আসছে।
লোকটার বুকের ভেতর কেমন ঝড় উঠল। মক্তবে চল্লিশ বছর পড়ালেও এমন খাতির-যত্ন সে পায়নি কখনো। বিয়ের সুযোগ হয়নি—কালো শরীর, রুক্ষ চেহারা দেখে কেউ পাত্রী মেলাতে চায়নি। সারাজীবন একা থেকে গেছে। কিন্তু আজ সীমার এই ব্যবহার তার বুক ভরিয়ে দিল।
সীমা প্রথমে ভাত দেয় এক প্লেটে, এরপর ডিম ভাজাটা। সাথে একটা মরিচ পাশে।
লোকটা এরকম দেখে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। তাকে সবসময় মক্তব থেকে একটা ডিম দিত না, দিত শুধু অর্ধেক। আর লোকটা আজ এক অপরিচিত মহিলার বাসায় এসে পুরো ডিম খাবে।
লোকটা খাবারে হাত দিতে যাচ্ছিল, হঠাৎ সীমার কণ্ঠস্বর শোনা গেল—
সীমা (গম্ভীর গলায়): থামুন...
লোকটা থমকে গেল। কি হলো আবার, সে কি আমাকে অপমান করবে, খাবার সামনে নিয়ে?
৬ষ্ঠ পর্ব
সীমা- আগে হাত ধুয়ে নিন। খাবার খাওয়ার আগে হাত ধুতে হয়।
সীমা একটা বাটি রাখে ও তাকে হাত এর উপর রাখতে বলে। লোকটা তাই করে।
হাতের উপর পানি দিতে থাকে সীমা। সীমা বলতে থাকে- আপনি একজন ওস্তাদ, আপনি অবশ্যই বাচ্চাদের শেখাবেন যে খাবার আগে হাত ধোয়া উচিত। সেখানে আপনি…..
এসময় সীমা একটু ঝুকে পানি ঢালছিল, তার সাদা ওরনার নিচে সীমার দুধ গুলো কিছুটা বোঝা যাচ্ছিল।
হটাৎ ওরনাটা পরে যায়। সীমার স্তন যুগল এর খাঁচ পুরো বোঝা যায়। সীমা ওরনা ঠিক করে ফেলে তখন লোকটার দিকে তাকিয়ে দেখে সে এসব দেখছে। লোকটা সীমার চোখে তাকালে দুজনের চোখাচোখি হয়। দুজনই লজ্জা পায়।
সীমা মনে মনে ভাবে কি খারাপ লোক। আমি তাকে আশ্রয় দিলাম আর সে কি না আমাকে এভাবে দেখছে।
তখনই একটা কল আসে। মোবাইল টা ছিল সীমার বেডরুমে। সীমা কল এটেন্ড করতে রুমে যায়। সীমার পিছনের দিক টা ছিল আবেদনময়ী। লোকটা চেয়ে চেয়ে দেখে। তার আসলে ভাত খাওয়ার চেয়ে সীমার সৌন্দর্য ভোগ করার দিকে বেশি মনোযোগ ছিল।
সীমা বেডরুমে যায়, ফোন নিয়ে দেখে এটা তার স্বামীর নম্বর। সীমা তা দেখে খুশি হয়। একজন নম্র ও ভদ্র নারীর কাছে তার স্বামীর সাথে কথা বলাই যেন সবচেয়ে পছন্দের সময়। সীমাও তার ব্যতিক্রম নয় যে।
সীমাও রিসিভ করে-
সীমা- ত স্বামীদেব, এখন সময় হলো আপনার ফোন দেয়ার?
জয়দেব- হ্যা বউরানী। সময় যে হলো, আপনার যে দেরি হলো কল ধরতে, হয়ত ব্যস্ত ছিলেন। তবে রাখি।
- আরে না ব্যস্ত না, আমি ত ওই যে ল( সীমা আটকে যায়, আসলে জয়দেবের কাছে ঘটনা টা বলা ঠিক হবে না, সে দূরে থাকে। যখন জানবে অপরিচিত কাওকে ঘরে জায়গা দিয়েছে, তখন হয়ত ভালো ভাবে নিবে না। কিন্তু বৃষ্টি থামলেই পাঠিয়ে দিব।)
- কি হলো, কথা বলার সময় থেমে গেলে যে, বল।
- আরে কিছু না, তুমি বল আমার ভালোবাসা।
- হ্যাঁ আমার দেবি শুনো, একটা মার্ডার হয়েছে। আমাদের বাসাটা থেকে দূরে হবে না। সাবধান থাইকো।
- মার্ডার? কি বলছ?
- হ্যাঁ মার্ডার। একটা লোক শুনলাম আকবর আলী নামের এক লোকের বাসায়। কি যেন নাম মার্ডার কারীর। হ্যাঁ আনোয়ার আলী। মক্তবে পড়াতো নাকি। পরে আকবর আলী জানতে পায় লোকটা নাকি ছোট ছেলে মেয়েদের মায়েদের ফোন দিয়ে বিরক্ত করে। এ নিয়ে অপমান করা হয় তাকে। তাই প্রতিশোধের নেশায় আকবর আলীকে মেরে ফেলে এই জানোয়ারের বাচ্চা।
- কি বল এসব?
- হ্যাঁ গ, আর আকবর আলীর ছেলে নাকি মিসিং। মনে হয় সাথে নিয়ে গেছে। যাতে ধরা পরলে ছেলেটাকে জিম্মি করে ছাড়া পেতে পারে। পুলিশ তাদের খুঁজছে। ওর সাথে বন্দুক আছে।
সীমা বুঝতে পারে এই লোক টা কে? এই লোক টাই সেই লোক, যাকে সে আশ্রয় দিয়েছে। সীমা চুপ করে থাকে। তার পায়ের নিচের মাটি কাঁপছে। এর মানে কি? আমি আমার পরিবারের জীবন বিপদে ফেলালাম।
সীমা কিছু বলে না, কি বলবে? তার চিন্তা হচ্ছে এখন।
জয়দেব- আচ্ছা আমি রাখি। কাজ আছে bye. I love u sona.
জয়দেব ফোন রেখে দেয়। কোনো উত্তরের সময় দেয় না। সীমাও উত্তর দেয়ার অবস্থায় নেই।
হটাৎ ই পিছন দিক দিয়ে কথার শব্দ আসে।
ফাহাদকে ঘুম পাড়িয়ে সীমা ড্রইংরুমে ফিরে এলো। ঘরে শুধু একটি মোমবাতি জ্বলছে। মোমবাতির হলদে আলোতে লোকটার কালো মুখটা যেন অদ্ভুত ছায়ায় ভেসে উঠছে। হাতে মোমবাতিটা ধরে সে স্থির হয়ে বসে ছিল, যেন কোনো পুরনো সাধু বা নির্জন সন্ন্যাসী মতন।
সীমাকে দেখে লোকটার চোখে কেমন এক অদ্ভুত আলো খেলে গেল। সাদা ওড়নায় দেহ মোমবাতির আলোয় যেন সত্যিই স্বর্গের কোনো পরী।
সীমা: আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি।
লোকটা (গভীর স্বরে): হুম...
ঘরে ভাত ছিল কিন্তু ঠান্ডা, তরকারি ছিল না। সীমা খুব উদার মনের মেয়ে, তার বাবা তাকে শিখিয়েছে, ঘরে একটা রুটি থাকলে তা যেন মেহমানকে দেয়া হয়।
কিন্তু তার শ্বশুর বাড়ি পুরো ভিন্ন, এখান থেকে এক টাকা ভিক্ষুক কে দিলেও তার শ্বাশুড়ি তা কেড়ে নিয়ে আসত। এ ঘরে শুধু সীমার শ্বাশুড়ির কথাই চলে। সীমার শ্বশুর খুব ভালো মানুষ এবং তার সন্তান জয়দেবকেও তাই বানিয়েছে।
সীমা ড্রয়িং রুমে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করল - ঘরে ভাত আছে, আপনি বসুন গরম করে দিচ্ছি। আপনি কি ডিম ভাজা খান?
লোক- হ্যাঁ।
আসলে লোকটা এখানে এসেছে সে কিভাবে বলবে, না আমার জন্য তরকারি করে দিন। এরকম মহিলার কাছ থেকে যা পাচ্ছে তাই ত তা শুক্রিয়া করা উচিত।
সীমা ভাত গরম করে ও ডিম ভাজে। এই বৃষ্টির দিনে ডিম ভাজা খুব ভালো একটা তরকারি।
রান্না শেষে মোমবাতি হাতে নিয়ে খাবার নিয়ে এসেছে, এক হাতে মোম বাতি তাই বেশি খাবার আনতে পারছে না, তাই এক এক করে নিয়ে আসছে।
লোকটার বুকের ভেতর কেমন ঝড় উঠল। মক্তবে চল্লিশ বছর পড়ালেও এমন খাতির-যত্ন সে পায়নি কখনো। বিয়ের সুযোগ হয়নি—কালো শরীর, রুক্ষ চেহারা দেখে কেউ পাত্রী মেলাতে চায়নি। সারাজীবন একা থেকে গেছে। কিন্তু আজ সীমার এই ব্যবহার তার বুক ভরিয়ে দিল।
সীমা প্রথমে ভাত দেয় এক প্লেটে, এরপর ডিম ভাজাটা। সাথে একটা মরিচ পাশে।
লোকটা এরকম দেখে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। তাকে সবসময় মক্তব থেকে একটা ডিম দিত না, দিত শুধু অর্ধেক। আর লোকটা আজ এক অপরিচিত মহিলার বাসায় এসে পুরো ডিম খাবে।
লোকটা খাবারে হাত দিতে যাচ্ছিল, হঠাৎ সীমার কণ্ঠস্বর শোনা গেল—
সীমা (গম্ভীর গলায়): থামুন...
লোকটা থমকে গেল। কি হলো আবার, সে কি আমাকে অপমান করবে, খাবার সামনে নিয়ে?
৬ষ্ঠ পর্ব
সীমা- আগে হাত ধুয়ে নিন। খাবার খাওয়ার আগে হাত ধুতে হয়।
সীমা একটা বাটি রাখে ও তাকে হাত এর উপর রাখতে বলে। লোকটা তাই করে।
হাতের উপর পানি দিতে থাকে সীমা। সীমা বলতে থাকে- আপনি একজন ওস্তাদ, আপনি অবশ্যই বাচ্চাদের শেখাবেন যে খাবার আগে হাত ধোয়া উচিত। সেখানে আপনি…..
এসময় সীমা একটু ঝুকে পানি ঢালছিল, তার সাদা ওরনার নিচে সীমার দুধ গুলো কিছুটা বোঝা যাচ্ছিল।
হটাৎ ওরনাটা পরে যায়। সীমার স্তন যুগল এর খাঁচ পুরো বোঝা যায়। সীমা ওরনা ঠিক করে ফেলে তখন লোকটার দিকে তাকিয়ে দেখে সে এসব দেখছে। লোকটা সীমার চোখে তাকালে দুজনের চোখাচোখি হয়। দুজনই লজ্জা পায়।
সীমা মনে মনে ভাবে কি খারাপ লোক। আমি তাকে আশ্রয় দিলাম আর সে কি না আমাকে এভাবে দেখছে।
তখনই একটা কল আসে। মোবাইল টা ছিল সীমার বেডরুমে। সীমা কল এটেন্ড করতে রুমে যায়। সীমার পিছনের দিক টা ছিল আবেদনময়ী। লোকটা চেয়ে চেয়ে দেখে। তার আসলে ভাত খাওয়ার চেয়ে সীমার সৌন্দর্য ভোগ করার দিকে বেশি মনোযোগ ছিল।
সীমা বেডরুমে যায়, ফোন নিয়ে দেখে এটা তার স্বামীর নম্বর। সীমা তা দেখে খুশি হয়। একজন নম্র ও ভদ্র নারীর কাছে তার স্বামীর সাথে কথা বলাই যেন সবচেয়ে পছন্দের সময়। সীমাও তার ব্যতিক্রম নয় যে।
সীমাও রিসিভ করে-
সীমা- ত স্বামীদেব, এখন সময় হলো আপনার ফোন দেয়ার?
জয়দেব- হ্যা বউরানী। সময় যে হলো, আপনার যে দেরি হলো কল ধরতে, হয়ত ব্যস্ত ছিলেন। তবে রাখি।
- আরে না ব্যস্ত না, আমি ত ওই যে ল( সীমা আটকে যায়, আসলে জয়দেবের কাছে ঘটনা টা বলা ঠিক হবে না, সে দূরে থাকে। যখন জানবে অপরিচিত কাওকে ঘরে জায়গা দিয়েছে, তখন হয়ত ভালো ভাবে নিবে না। কিন্তু বৃষ্টি থামলেই পাঠিয়ে দিব।)
- কি হলো, কথা বলার সময় থেমে গেলে যে, বল।
- আরে কিছু না, তুমি বল আমার ভালোবাসা।
- হ্যাঁ আমার দেবি শুনো, একটা মার্ডার হয়েছে। আমাদের বাসাটা থেকে দূরে হবে না। সাবধান থাইকো।
- মার্ডার? কি বলছ?
- হ্যাঁ মার্ডার। একটা লোক শুনলাম আকবর আলী নামের এক লোকের বাসায়। কি যেন নাম মার্ডার কারীর। হ্যাঁ আনোয়ার আলী। মক্তবে পড়াতো নাকি। পরে আকবর আলী জানতে পায় লোকটা নাকি ছোট ছেলে মেয়েদের মায়েদের ফোন দিয়ে বিরক্ত করে। এ নিয়ে অপমান করা হয় তাকে। তাই প্রতিশোধের নেশায় আকবর আলীকে মেরে ফেলে এই জানোয়ারের বাচ্চা।
- কি বল এসব?
- হ্যাঁ গ, আর আকবর আলীর ছেলে নাকি মিসিং। মনে হয় সাথে নিয়ে গেছে। যাতে ধরা পরলে ছেলেটাকে জিম্মি করে ছাড়া পেতে পারে। পুলিশ তাদের খুঁজছে। ওর সাথে বন্দুক আছে।
সীমা বুঝতে পারে এই লোক টা কে? এই লোক টাই সেই লোক, যাকে সে আশ্রয় দিয়েছে। সীমা চুপ করে থাকে। তার পায়ের নিচের মাটি কাঁপছে। এর মানে কি? আমি আমার পরিবারের জীবন বিপদে ফেলালাম।
সীমা কিছু বলে না, কি বলবে? তার চিন্তা হচ্ছে এখন।
জয়দেব- আচ্ছা আমি রাখি। কাজ আছে bye. I love u sona.
জয়দেব ফোন রেখে দেয়। কোনো উত্তরের সময় দেয় না। সীমাও উত্তর দেয়ার অবস্থায় নেই।
হটাৎ ই পিছন দিক দিয়ে কথার শব্দ আসে।