Thread Rating:
  • 10 Vote(s) - 3.3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery সীমা ঘোষাল: দায়িত্বশীল মা ও ঘরের বউ
#2
প্রথম পর্ব
রাত তখন প্রায় দশটা। সারাদিনের ব্যস্ততা শেষে ঘোষাল বাড়ি নিস্তব্ধ হয়ে আছে। হঠাৎ সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ নেই, চারদিক আঁধারে ঢেকে গেছে। ঘরের সবাই—শ্বশুর, শাশুড়ি আর ছোট ঋজু—ঘুমিয়ে পড়েছে। শুধু সীমা জেগে আছে।

মোমবাতির মৃদু আলোয় টেবিলে বসে সে ঋজুর হোমওয়ার্কের খাতা উল্টেপাল্টে দেখছিল। নিস্তব্ধতার মাঝে ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল স্পষ্টভাবে।

এমন সময় বাইরে থেকে ভেসে এল একটা কণ্ঠস্বর—
“ঘরে কেউ আছেন?”

সীমা চমকে উঠল। তার ঘরটা বারান্দার পাশে, তাই আওয়াজটা বেশ স্পষ্ট শোনা গেল। মোমবাতি হাতে নিয়ে সে ধীরে ধীরে বারান্দার দিকে এগোল।

উকি দিয়ে বাইরে তাকাতেই দেখল গেইটের পাশে দাঁড়িয়ে আছে এক দাড়িওয়ালা লোক। কাঁধে ভিজে চাদর, সারা শরীর ভিজে একেবারে জবজবে। বৃষ্টির ফোঁটা তখনো ঝরছিল রাস্তায়। লোকটি আবার ডাকল—
“কেউ আছেন ভেতরে?”
লোকটার লেবাস দেখে মনে হয় সে অন্য মাজহাবের। দাড়ি ও পাজামা দেখে সীমা বুঝতে পারল। লোকটার বয়স হবে ৬০ এর মত। মেহজাবিন সব মাজহাবের লোকদের সাহায্য করে। কিন্তু এত রাতে অন্য মাজহাবের লোক ঘরে আশ্রয় দেয়া ঠিক হবে না। তার শ্বশুড়ি জানলে সমস্যা হবে। তার শ্বাশুড়ি মনে করে ঘরে অন্য মাজহাবের লোকের পা পরলে ঘর অপবিত্র হবে।

সীমা প্রথমে গুরুত্ব দিল না। রাতের বেলায় অচেনা কারো ডাকে এগোনো ঠিক কি না—এই দ্বিধা মনে এল। কিন্তু ফের ঘরে ঢোকার সময় তার চোখে পড়ল, লোকটির সাথে একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। বয়সে ঋজুর সমানই হবে হয়ত। ছেলেটি ঠাণ্ডায় কাঁপছে, কোলের কাছে মুঠি করে দাঁড়িয়ে আছে লোকটার পাশে।

সীমার মন নরম হয়ে এল। “এই বৃষ্টির রাতে, ছোট্ট ছেলেটা তো ঋজুর বয়সী… হয়তো পথের যাত্রী। বৃষ্টির কারণে আটকা পড়েছে।”

ভেতরে ফিরে এসে সে এক মুহূর্ত দ্বিধায় পড়ল। শ্বশুর-শাশুড়ি ঘুমোচ্ছে, যদি তাদের জাগায় তবে হয়তো আপত্তি করবে। কিন্তু ছোট্ট ছেলেটার ভিজে শরীর তার চোখে ভেসে উঠল।

অবশেষে সীমা মনস্থির করল—
“যতক্ষণ বৃষ্টি থামে, ততক্ষণ ওদের ঘরে আশ্রয় দেবো। তারপর চলে যাবে।”

মোমবাতি হাতে সে মেইন দরজার দিকে এগোল…
দ্বিতীয় পর্ব
সীমা মেইন গেইট খুলে দেয়। কিন্তু পুরো খুলে না। সে দেখে লোকটাকে ,হয়তো সে কোনো হুজু* হবে।
সীমা মোম বাতি টা একটু নিচে দিলে দেখে যে বাচ্চা টা শীতে কাঁপছে, জড়িয়ে আছে লোকটাকে।
লোক: বোন আমাগো একটু ভেতরে আশ্রয় দিবেন? আমরা বৃষ্টি থামলেই চলে যাব। আসলে আমি এক মা*সায় পড়াই। এক দাওয়াতে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে অনেক বৃষ্টি। আমার সাথে থাকা নাতি টাকে ভেতরে জায়গা দিন না হয়, আপা।
সীমা মনে করে যদি সে শুধু বাচ্চা টাকে ভেতরে জায়গা দেয়। জিনিস টা অনেক খারাপ দেখায়। তাই সীমা সিদ্ধান্ত নিল দুজনকেই জায়গা দিবেন কিন্তু বৃষ্টি থামলে চলে যেতে বলবেন।
সীমা- আসুন ভেতরে আসুন।
লোকটা তার নাতিকে বলে যাও ভাইয়া তুমি যাও। কিন্তু নাতিটা তাকে জড়িয়ে রাখে।
সীমা-আপনারা দুজনেই আসুন।
তারদের সাইডে দাড়াতে বলে। এবং সীমা নিজের রুম থেকে তার ছেলের গামছা নেয়। সাথে ঋজুর পুরাতন জামা নেয়। সীমা চিন্তা করল ওই বয়স্ক লোকটার জন্য কিছু নিয়ে যাই, কারণ সেও ভেজা।
সীমা কিছুই পায় না, শুধু একটা গামছা পায়, তাও এটা তার। একজন পরপুরুষ কে কি নিজের ব্যবহার করা গামছা দেয়া উচিত?
[+] 9 users Like Mr. X2002's post
Like Reply


Messages In This Thread
RE: সীমা ঘোষাল: দায়িত্বশীল মা ও ঘরের বউ - by Mr. X2002 - 03-10-2025, 08:05 PM



Users browsing this thread: 17 Guest(s)