03-10-2025, 02:52 PM
(29-09-2025, 10:08 PM)PramilaAgarwal Wrote: ট্র্যাজিক। সব পরিবারেই এই ট্র্যাজেডি প্রচ্ছন্ন। কারণ আমরা পরস্পরের সঙ্গে কথা বলিনা। পরিবারের ভালবাসার মানুষের সঙ্গেও না। তাতেই ভুলবোঝাবুঝির উত্পত্তি। সানন্দা মনে হয় বিপ্লবের সঙ্গে কখনো কথা বলেনি। তাই তার বিশ্বাস এত ভঙ্গুর।
আসলে মেয়েরা ভালোবেসে যেমন নিজেকে উজাড় করে দেয়, তেমনি নিজের ভালোবাসার মানুষ সম্পর্কে সে খুবই সন্দিহানও থাকে, বিশেষত অপর নারী প্রসঙ্গে.... সেই ক্ষেত্রে তার নিজস্ব চিন্তাভাবনা লুপ্ত হয়ে যায়, সামান্য কারণেই স্ফুলিঙ্গ জ্বলে ওঠে যেটা অন্য ক্ষেত্রে হয় না........ এটা একেবারে প্রাথমিক প্রতিক্রিয়া, সানন্দা প্রথমেই রিমির কথা না চাইতেও বিশ্বাস করে তার নারীসুলভ প্রতিক্রিয়া থেকে, কিন্তু সেই জায়গা থেকে বের হওয়ার আগেই সব শেষ হয়ে যায়...... হয়তো সে প্রাথমিক ধাক্কা কাটিয়ে আবার বিপ্লবের সাথে কথা বলত যদি না বিপ্লবের শেষ পরিণতি ঘটতো...... বহু ক্ষেত্রেও আমরা না চাইতেও ভুল করে ফেলি, সেই ভুল শোধরানোর আগেই অনেক জীবন শেষ হয়ে যায়, কিন্তু সময় সব কিছুকে ঠিক করে দেয় সেটা আমরা বুঝি না........ রাগ, উত্তেজনা, শোক এগুলোর তাৎক্ষনিক প্রতিক্রিয়া মারাত্বক, যদি আমরা সেই মুহুর্তে মাথা ঠান্ডা করে পরিস্থিতি অনুধাবন করা বা তার কারণ খোঁজার চেষ্টা করি তাহলে অনেক জীবন বেঁচে যায়.... কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই হয় না, বিশেষত যেখানে ভালোবাসা আছে সেখানে এই তাৎক্ষনিক ধাক্কা সামলানো কঠিন।
Deep's story


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)