01-10-2025, 12:20 PM
(This post was last modified: 01-10-2025, 12:48 PM by neelchaand. Edited 3 times in total. Edited 3 times in total.)
(01-10-2025, 11:27 AM)Papiya. S Wrote: বিক্রি করে দেবেন ?
যুগ যুগ ধরে, সে প্রাচীনকাল মধ্যযুগ বা আধুনিক সময় যাই হোক না কেন, যৌনদাসীদের ভবিতব্যই হলো হাতবদল হয়ে হয়ে একজন থেকে আরেকজনের ভোগ্য হয়ে ওঠা। পয়সার বিনিময়ে এই হাত বদলকে বিক্রি হয়ে যাওয়াই বলে।
অদিতি, তনুশ্রীরা যতোই অভিজাত, হাইক্লাস, উচ্চশিক্ষিতা, মার্জিত, প্রগতিশীল মেয়ে হোক, একবার এই যৌনদাসত্বের ফাঁদে পড়ে গেলে ওদের ক্ষেত্রেও ধান্দার বহুযুগের এই পয়সা বা পাওয়ারের শক্তির কাছে বাধ্য হয়ে, সমর্পিত হয়ে হাতবদল হয়ে হয়ে একজন থেকে আরেকজনের ভোগ্যা হয়ে ওঠার রীতির কোনো পরিবর্তন হবে না।