Thread Rating:
  • 15 Vote(s) - 2.8 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance কিছু সম্পর্ক
#77
কিছু সম্পর্কঃ ৭

 
ডাক্তার বলেছিলো তিনদিনের মাঝে বাড়ি চলে আসতে পারবে রানী , কিন্তু সেই তিনদিন সাত দিনে গিয়ে ঠেকেছিলো । বাড়িতে এসেও বেশ অবসন্ন ছিলো রানী , খাওয়া দাওয়ায় রুচি নেই । কিছুই প্রায় খেতে চায় না । এক মাত্র আয়শা এলে তবে কিছু খায় । আয়শা খুব আদর করে খাওয়ায় রানীকে । খাওয়া শেষেও রানীকে নিয়ে অনেকক্ষণ সময় কাটায় আয়শা । রানী আয়শার বুকে মাথা রেখে বসে থাকে ।
 
একজন ডায়েটিশিয়ানের কাছে নিয়ে যাওয়া হয়েছিলো রানীকে , মিনিমাম ৫৫ কেজি ওজন করতে বলা হয়েছে । কিন্তু ৪৯ এ এসে আটকে আছে রানী । মাংস খেলেই নাকি ওর বমি হয় ।  সেমিস্টার ফাইনালে ওর অসুস্থতার প্রভাব বেশ ভালোভাবেই পরেছে । ভার্সিটির প্রথম সেমিস্টারেই এই অবস্থা দেখে রানী আরো অবসন্নতায় ভুগতে শুরু করেছে ।
 
তবে ওর চারপাশের মানুষ গুলোর চেষ্টায় ধিরে ধিরে কিছুটা উন্নতি হতে শুরু করেছে । কিছুটা ওজন বৃদ্ধি হতে শুরু হয়েছে । জান্নাত রানীকে চোখে চোখে রাখে । তবে তেমন কষ্ট করতে হয় না । রানী নিজেই জয় কে এড়িয়ে চলে । এমন কি জয় নিজেও না পারতে রানীর সামনে পড়তে চায় না ।
 
রাজীব ও আজকাল যতটা সম্ভব বাইরে কম সময় কাটায় । ক্লাস শেষে যত দ্রুত সম্ভব বাসায় ফিরে আসে । যতটা সম্ভব রানীর সাথে সময় কাটায় । এমনিতেই বসে বসে কথা বলে , মাঝে মাঝে জান্নাত এসে যোগ দেয় । তিনজনে বসে লম্বা আড্ডা দেয় । এ দুজনের সাথে রানী যখন থাকে , তখন সময়টা ভালই কাটে , কিন্তু একা হলেই সমস্যা । মাঝে মাঝে নিজের শরীরে ক্ষত করতে মন চায় । নিজের শরীর ওর কাছে একটা প্রতিদ্বন্দ্বীতে পরিনত হয়েছে । একা শুয়ে শুয়ে শরীরের সাথে অন গড়া কথা বলে । বেশিরভাগ সময় সেই আলোচনা ঝগড়ায় পরিনত হয় । তখনি রানীর ইচ্ছে হয় শরীরে ক্ষত তৈরি করতে ।
 
একদিন ভার্সিটি থেকে ফেরার পথে জেনারেল স্টোর থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে হঠাত কি মনে করে একটা ব্লেড কিনে নিয়ে আসে । হেটে হেটে যখন বাড়ি ফিরছিলো , তখন বার বার ইচ্ছে হয়েছে ব্লেড টি ফেলে দিতে । কিন্তু ফেলে দেয় না রানী । নিজের বিছানার গদির নিচে রেখে দেয় । রাতের বেলা রানীর মনে অস্থিরতা দেখা দেয় । বার বার ও বিছানার নিচে রাখা ব্লেডের কথা ভাবতে থাকে । ধিরে ধিরে উঠে বসে রানী , বুকের ভেতর হৃদপিণ্ড ডাবল টাইম কাজ করতে থাকে । ধক ধক শব্দ রানী নিজেও শুনতে পায় । রানীর হাতের তালু ঘেমে আসে , কপালেও বিন্দু বিন্দু ঘাম দেখা দেয় । কিন্তু মনের ভেতর থেকে কে যেন সুধু বলতে থাকে , নে নে ব্লেড হাতে নে , যার জন্য তোর এই অবস্থা তাকে সাঁজা দে । তোর শরীর যদি সুন্দর না থাকে তাহলে মানুষ তোকে দেখবে , তোর শরীর নয় ।
 
রানী ব্লেড হাতে নেয় , মোবাইলের লাইট জ্বালায় , বাম হাতের দিকে তাকায় , কি সুন্দর দেখতে , কোমল ত্বক , খুব ফর্সা , নীল শিরা দেখা যাচ্ছে , চামড়ার উপরে প্রায় অদৃশ্য কিছু লোম । তুই খুব সুন্দর নারে?’ রানী অস্ফুস্ত স্বরে জিজ্ঞাস করে । কেউ একজন ওর কানে বলে হ্যা সুন্দর ,তাইতো জয় আমাকে দেখে নিজের ধৈর্য ভাঙতে বাধ্য হয়েছিলো হা হা হা
 
না তুই জয় কে সিডিউস করেছিসরানী কাঁদো কাঁদো স্বরে বলে
উত্তরে সেই কণ্ঠ তাচ্ছিল্যের স্বরে হাঁসে , বলে তুই তাই ভাবিস, না? আরে জয় যদি সত্যি সত্যি তোকে চাইতো , তাহলে কি নিলুর সাথে সেদিন ঐ ভাবে চলে যেতো ? তোর সামনে অন্য মেয়ের সাথে কথা বলতেও ভয় পেতো , জয় আসলে আমাকে চায় , আর আমার এসব কোন সমস্যা নেই , জয় হাজার মেয়ের সাথে ফস্টিনস্টি করুক , তাতে আমার কি , আমার ওর স্পর্শ পেলেই চলবে”  
 
আজকে আমি তোর অহংকার ভেঙ্গে দিচ্ছি দাড়াএই বলে রানীর ঠোঁটে একটা ক্রূর হাসি ফুটে ওঠে । ডান হাতে ব্লেড নিয়ে ধিরে ধিরে বাম হাতের দিকে এগিয়ে আসে । রানীর ডান  হাত কাঁপছে , তৃতীয় একটা  একটা কণ্ঠ ওকে বলতে থাকে , “রানী এ কাজ করিস না, তুই কি করছিস , নিজের ক্ষতি করছিসকিন্তু রানী তৃতীয় কণ্ঠের কথায় কর্ণপাত করে না । এদিকে দ্বিতীয় কণ্ঠও আর্তনাদ করতে থাকে , বার বার রানীর পায়ে পড়তে থাকে । রানী এক পৈশাচিক আনন্দ পায় । কনুই থেকে একটু উপরে পর পর কয়েকটা পোচ দেয় । প্রথমে ফোঁটা ফোঁটা রক্ত বের হয় , লম্বা কাটা জায়গায় , তারপর বড় বড় ফোঁটায় রক্ত ঝরতে থাকে । রানী আশ্চর্য হয়ে খেয়াল করে । ও কোন ব্যাথা পাচ্ছে না ।  
 
এর পর থেকে প্রায় রাতেই রানী এই কাজ করতে থাকে , হাত পা পেট শরীরের যে সব যায়গা সচরাচর ঢাকা থাকে সেসব জায়গায় ব্লেড দিয়ে কাটতে থাকে । রানীর দাগহীন শরীরে প্রায় দেখতে পাওয়া যায় না এমন অসংখ্য দাগে ভরে ওঠে ।
 
এর পর থেকে রানী বেছে বেছে লম্বা হাতার জামা কাপড় পরতে শুরু করে । কেউ তেমন কিছু খেয়াল করে না । কিন্তু দিনে দিনে রানীর ভয় বাড়তে থাকে , রাতে যখন এ কাজ করে তখন রানী খুব মজা পায় । কিন্তু দিনের বেলা প্রচণ্ড ভয় পায় । কতবার ব্লেড ফেলে দিয়েছে , কিন্তু আবার কিনে নিয়ে আসে ।
 
কারো কাছে বলতেও সাহস পায় না । বললে যদি পাগল ভাবে । এর মাঝে রানী একটা আয়োডিনের বোতল আর কিছু তুলা কিনে এনে ওর ঘরে লুকিয়ে রেখছে । রাতের বেলা শরীর কাটে দিনের বেলা আয়ডিন লাগায় ।
 
****
 
রাজীব ভেবে পায় না , আজকাল কি জান্নাতের সাথে এমনি এমনি দেখা হচ্ছে , নাকি ও ইচ্ছে করেই এমন সব জায়গায় থাকছে যেখানে জান্নাতের থাকার কথা । আজো দুবার দেখা হয়ে গেছে । প্রথমবার কথা হয়নি , হাসি বিনিময় হয়েছে , তবে দ্বিতীয়বার জান্নাত ওকে ডেকেছে ।
 
জান্নাত ডাকতেই রাজীব লজ্জায় লাল হয়ে গেছে । যেন চোর ধরা পরেছে এমন অবস্থা । জান্নাতের সামনে দাড়াতেই জান্নাত বলল কিরে তোর চেহারা এমন লাল কেনো?” বলে জান্নাত হাঁসে । হাসিতে মুক্ত ঝরে , এমন অনেক মানুষ আছে যাদের সুধু ঠোঁট হাঁসে না , ঠোঁটের সাথে চোখ ও হাঁসে । জান্নাত সেই দলের মানুষ । বড় বড়  টানা চোখ দুটোতে হাসির ঝলক দেখতে পায় রাজীব। বাদামি চোখের মনি দুটো  বুদ্ধি আর আত্মবিশ্বাসে চকচক করছে । রাজীব ভাবে এই আত্মবিশ্বাসের সিকিভাগ ও যদি ওর থাকতো তাহলে কত ভালো হতো । হয়তো জান্নাত কে মুখ ফুটে বলতে পারতো , যে ওর হাসি কত উপকারি জিনিস , ঔষধি ক্ষমতা আছে ওর হাসির ।  আজকাল জান্নাত চশমা পরে । খুব মানিয়েছে জান্নাত কে , চশমা ওর বড় বড় টানা চোখের সৌন্দর্য কমানোর চেয়ে বাড়িয়েছে বেশি ।  
 
চশমা পছন্দ হয়েছে? তোর লাগবে? খুলে দেবো?” রাজীব কে নিজের চোখের দিকে তাকিয়ে থাকতে দেখে জান্নাত সহাস্যে প্রশ্ন করে । এবং বেশ মজা পায় এই দেখে যে রাজীব ঘাবড়ে গেছে ওর প্রশ্ন শুনে । কি বলবে বুঝতে পারছে না । শব্দের জন্য হাতরে ফিরছে । বেশ কিউট লাগছে রাজীব কে বিব্রত অবস্থায় । নাকের ডগায় হালকা ঘাম জমে উঠেছে । জান্নাত বেশ  মজাও পাচ্ছে আবার মায়াও হচ্ছে ।
 
শেষে জান্নাত ই উচ্চস্বরে হেসে ওঠে , বলে “ তুই তো দেখি মজা করাও বুঝিস না, আরে চশমার কথা মজা করে বলেছি”
জান্নাতের রিনিঝিনি হাসির সাথে রাজীবও হাঁসে , কিছুটা স্বাভাবিক হয় রাজীব । এদিকে জান্নাত মনে মনে ভাবে  ‘আরে বুদ্ধু , তোর জায়গায় অন্য কোন ছেলে হলে এই সুযোগ ছারতো না , আমার চোখ নিয়ে কবিতা ফেঁদে ফেলতো , আর তুই গাধা উত্তর ই দিতে পারলি না, না জানে আমার কপালে কোন দুঃখ আছে, এই আধুনিক যুগের বিশ্বামিত্রের ধ্যান ভাঙ্গতে না জানি আমার কত সময় লাগবে , তবে সমস্যা হচ্ছে আমি  নিজে মেনকার মত সুন্দরীও না  , নাচতেও জানি না’   
 
“ তা মিস্টার রাজীব শিকদার আজকাল বিতর্ক ছেড়ে গোয়েন্দা হওয়ার সখ হয়েছে নাকি?” জান্নাত রাজীব কে আরো একটা সুযোগ দেয় , যেন রাজীব কিছু একটা রোম্যান্টিক বলার সুযোগ পায় । কিন্তু হতাশ হয়ে দেখে , এই সুযোগ ও রাজীবের মাথার উপর দিয়ে গেছে । ওর প্রশ্ন শুনে হাবলার মত তাকিয়ে আছে । জান্নাতের ইচ্ছে হয় দেয়ালে নিজের মাথা ঠুকে দেয় ।
 
“ কেন আমি আবার কি করলাম” রাজীব অবাক হয়ে জিজ্ঞাস করে ,
 
“ এই যে আমার পেছনে লেগেছিস?” জান্নাত ডেসপারেট হয়ে এটেম্পট করে ।
 
“ আমি কই তোর পেছনে লাগলাম?” রাজীবের ফর্সা মুখ কিছুটা লাল হয় , রাজীব বুঝতে পারে , জান্নাত ওদের এই বার বার দেখা হওয়া কে ওর ইচ্ছাকৃত ব্যাপার বলে ধরে নিয়েছে ।
 
“ ধরা খেয়ে যাবি কিন্তু , সাংবাদিকের পিছু নেওয়া কিন্তু চাট্টিখানি কথা না ,”
 
“ তাই ? আমি যদি একি দাবি করি? যে তুই আমার পিছু নিয়েছিস” রাজীব হাসতে হাসতে বলে
 
“ এটা কোন গুরুতর ব্যাপার না , একজন সাংবাদিক যে কারো পিছনে লাগতে পারে , কিন্তু সাংবাদিকের পিছনে লাগে সুধু মাত্র ক্রিমিনালরা , বুঝেছিস”
 
রাজীব হাঁসে , জান্নাতের সাথে কথা বলতে ওর সব সময় ই ভালো লাগে । তবে ইদানিং সুধু ভালো লাগাই নয় , রাজীবের কাছে মনে হয় জান্নাতের সাথে কিছু সময় কাটানোর জন্য ওর মন অধির হয়ে অপেক্ষা করে । “ তা আমি কি ক্রাইম করলাম?”
“ তোর ক্রাইম হলো ……” জান্নাত কথা শেষ করতে পারে না , একটা সিনিয়র মেয়ে ওকে হাত তুলে ডাক দেয় । আর জান্নাতের সাথে সাথে মনে পরে যায় , এর সাথে ওর একটা হলে যাওয়ার কথা , সেই হলের বসবাস অযোগ্য পরিস্থিতির  রিপোর্ট করতে  যাওয়ার কথা ।
“ এই আমি গেলাম রে পরে কথা হবে” এই বলে জান্নাত আর দাড়ায় না , প্রায় দৌরে চলে যায় । রাজীব জান্নাতের চলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে । মন কিছুটা আশাহত হয়েছে বললে ভুল হবে না । তবে এই অল্প সময় টুকু ও কম কিছু নয় । রাজীবের কাছে মনে হয় সারাদিনের জন্য চার্জ হয়ে গেছে ও ।
 
“ ওই ইয়াম্মি চিজ টা কে রে” জান্নাত  এসে সাম্ননে দাড়াতেই । সিনিয়র মেয়েটি জান্নাতকে জিজ্ঞাস করে ।
 
“ ইয়াম্মি না পানসে সেটাই তো এখনো বুঝতে পারলাম না” জান্নাত রাজীবের দিকে একবার তাকিয়ে হাসতে হাসতে বলে ।
 
“ মানে কি?” সিনিয়র মেয়ে চোখ কপালে তুলে জিজ্ঞাস করে , তার আবার বলে “ চেখে দেখিস নাই এখনো? এই জিনিস ফেলে  রাখতে আছে , তুই না পারলে আমাকে বল”
 
“ আরে না না তোমার কষ্ট করতে হবে না , আমি সময় মত চেখে নেবো” জান্নাত হাসতে হাসতে বলে ।
 
“ দেরি করিস না , এমন লাল্টু ছেলে কেউ না কেউ ফুসলিয়ে নিয়ে যাবে, আমি না হয় ছেড়ে দিলাম , অন্য কেউ কিন্তু ছাড়বে না, হা হা হা”     
 
“ কি যে বলো না , এ যাবে অন্য কারো সাথে , আমার সামনেই পারলে ঘোমটা দিয়ে ঘোরে” জান্নাত একটু মন মরা হয়ে বলে ।
 
“ গে নাকি, আজকাল তো এদের সংখ্যা গানিতিক হাড়ে বৃদ্ধি পাচ্ছে??”
 
“ কি জানি , হতেও পারে “ জান্নাত মজা করে বলে , আবার একবার রাজীবের দিকে তাকায় মুখে হাসি নিয়ে ।
 
“ একদিন চেপে ধরে নিজের টেরিটোরি মার্ক করে দে না, তাহলে নিশ্চিত থাকতে পারবি , আর এটাও বুঝে যাবি গে কিনা” সিনিয়র মেয়েটি জান্নাতের কানের কাছে মুখ নিয়ে এসে বলে । শুনে জান্নাত হা হা করে হেসে ওঠে , একবার রাজীবের দিকে তাকায় , রাজীব তখনো দাড়িয়ে আছে , ওর দিকেই তাকিয়ে আছে ।
 
“ না না ভাই ওটা ছেলেদের অধিকার , ওটায় হাত দিলে আবার পুরো বিশ্ব হতভম্ব হয়ে যাবে , নীল ড্রামের মত সোশ্যাল মিডিয়ায় আমার নাম জনপ্রিয় হয়ে যাবে , আর পুরুষ জাতী এখন যেমন নীল ড্রামের কারনে  বিয়ে করতে ভয় পাচ্ছে তখন আবার প্রেম করতেও ভয় পাবে , বড় ভীতু  প্রজাতি এরা”     
 
এদিকে রাজীব দূর থেকেই জান্নাতের হাসজ্জল মুখটা দেখছে । চলে যাবো বলেও যাওয়া হচ্ছে না । বেশ কয়েকবার জান্নাত ওর দিকে তাকিয়ে হেসে হেসে কি যেন বলেছে । রাজীব বুঝতে পারছে ওকে নিয়েই আলাপ হচ্ছে । কিন্তু রাজীবের এতে কিছু এসে যায় না । রাজীব তন্ময় হয়ে সুধু জান্নাত কেই দেখে যাচ্ছে । একটা মেয়ে যাকে ও প্রায় জন্ম থেকেই চেনে , ভেবে পায় না কি করে সেই মেয়েটার প্রতি এতো টান হঠাত করেই অনুভূত হয় ?
 
রাজীব ভেবে পায় না এই জান্নাতের মাঝে এমন কি আছে যা আগে ছিলো না । নতুন করে কি এমন যোগ হলো যা রাজীব কে চুম্ববক এর মত টানছে । রাজীব একটু অতীতে ডুব দেয় । তখন রাজীব অন্য রকম ছিলো । বেয়াড়া রাজীব অন্য কারো সাথে যেমন তেমন জান্নাতের সাথে সব সময় ই ভালো আচরণ করতো । কলেজ থেকে ফেরার সময় প্রায় ই জান্নাতের জন্য চকলেট নিয়ে আসতো , আর রানীকে লুকিয়ে তা জান্নাত কে দিতো । রাজীব ভাবে , জান্নাতের প্রতি টান সেই ছোট বেলা থেকেই ছিলো , কিন্তু মাঝে সেটা নানবিধ কারনে চাপা পরে গিয়েছিলো । আবার সেটা নতুন করে জেগে উঠেছে , এবং দ্বিতীয়বার আর বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে । 

*****

সবাইকে দুর্গা পূজার শুভেচ্ছা , দুর্গা মা আমাদের সবার মনের দুঃখ ক্লেশ মুছে দিয়ে আনন্দে ভরিয়ে দিন । 

সব প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 2 users Like gungchill's post
Like Reply


Messages In This Thread
কিছু সম্পর্ক - by gungchill - 29-07-2025, 04:17 PM
RE: কিছু সম্পর্ক - by gungchill - 30-09-2025, 09:16 PM



Users browsing this thread: 1 Guest(s)