30-09-2025, 08:05 PM
অর্পিতা কাহিনির প্রথম অধ্যায় সমাপ্ত হল। নানা টুকরো ঘটনা সাজিয়ে পরপর লেখা খুবই কঠিন কাজ এটা উপলব্ধি করলাম। আরো কঠিন লেখা এডিট করার সময় আবেগ ও উষ্ণতা কে নিয়ন্ত্রণে রাখা। সৌরভ জীবন যখন মরুভূমি পার হচ্ছিল তখন এসেছিল। মরুদ্যান এ কিছুদিনের বিশ্রাম ও আরাম। তারপর আবার মরুভূমিতে পথ চলা, তবে কোন দিকে মরুদ্যান তা এবার আমার কম্পাস বুঝে নিতে পারত আমাকে জানান ও দিত। তবে মধ্যবিত্ত স্ট্যাটাস এ বড় হয়ে ওঠা মানসিকতা বিত্তবান হয়ে বিত্তশালীদের স্বতঃস্ফূর্ত মানসিকতাকে সহজে ছঁুতে পারে না। দ্বিধা দ্বন্দ রয়ে যায়, পীড়া দেয়। ফলে যা এসব অনুশীলন করে আসা society তে আমরা ঢুকে পড়লে নিয়ন্ত্রণের রাশটা হাতে রাখা যায় না। বিড়ম্বনায় পড়তে হয় আবেগ দ্বারা চালিত হয়ে। যাইহক আমরা খুব তাড়াতাড়ি adopt করতে পারা জাতি। তাই দুর্বিপাকে পড়ার আগেই সামলে নিতে পারি।
অর্পিতার কাহিনির দ্বিতীয় অধ্যায় আসবে। সমাজের চোখে এই ধরনের সম্পর্ক নিষিদ্ধ কিন্তু মনস্তত্ব বড় বিচিত্র। কোন কোণে যে কি লুকিয়ে আছে, কিভাবে যে তা বেড়িয়ে পড়ে, তার হদিশ পাওয়া মুশকিল।
আবারো বলছি, লেখা পেশা নয় আমার, সেটা বুঝতেই পারছেন। সাজাতে গিয়ে অনেক অপ্রয়োজনীয় ঘটনা ভিড় করে, সব গুলিয়ে যায়। ঘটনা পরম্পরা ঠিক থাকে না। নিজগুণে ক্ষমা করবেন।
অর্পিতার কাহিনির দ্বিতীয় অধ্যায় আসবে। সমাজের চোখে এই ধরনের সম্পর্ক নিষিদ্ধ কিন্তু মনস্তত্ব বড় বিচিত্র। কোন কোণে যে কি লুকিয়ে আছে, কিভাবে যে তা বেড়িয়ে পড়ে, তার হদিশ পাওয়া মুশকিল।
আবারো বলছি, লেখা পেশা নয় আমার, সেটা বুঝতেই পারছেন। সাজাতে গিয়ে অনেক অপ্রয়োজনীয় ঘটনা ভিড় করে, সব গুলিয়ে যায়। ঘটনা পরম্পরা ঠিক থাকে না। নিজগুণে ক্ষমা করবেন।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)