29-09-2025, 09:55 PM
(29-09-2025, 02:03 PM)sarkardibyendu Wrote:পাঠক-পাঠিকার ঘনঘন তাগাদায় কি একটু তাড়াহুড়ো করে ফেললেন লেখক মশাই?এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান
একদিন যেটাকে অনাকিমার ক্ষণিকের পাগলামি ভেবে মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করেছিলো সরোজ তার পর যত দিন গড়িয়েছে অনামিকার আচরণে ততই অস্বাভাবিকতা এসেছে। সেদিন সরোজের সাথে উদ্দাম যৌনতার পর সরোজ ভেবেছিলো সব ঠিক হয়ে গেছে। কিন্তু এটা জানতো না যে ভাঙনের সবে শুরু। বরাবর আত্মকেন্দ্রীক অনামিকা কখনোই যেচে সরোজকে ভালোবাসতে আসে নি। দীর্ঘ বিবাহিত জীবনে সরোজ অনামিকাকে আঁকড়ে ধরে রেখেছে, যেন ছাড়লেই সে তুমুল স্রোতে হারিয়ে যাবে। সরোজের ডাকে যে সাড়া দেয় নি সেটা না, তবে সেই সাড়ায় কোন প্রাণ থাকতো না......
বড় সরল রৈখিক হইয়ে গেল এবারের পর্ব।
প্রথম, সঙ্গমের পর পুরুষ সাধারণতঃ কথা বলে না। সে ঘুমোতে চায়। নারী চায় কথা বলতে। সরোজ ও অনামিকার ক্ষেত্রে উলটো দেখালেন।
তারপর সরোজ নিশ্চিত চল্লিশোর্ধ। স্ত্রীর নির্লিপ্ততা স্বাভাবিক হয়ে যাওয়ার কথা বহু আগে।বিয়ের সাত বছরের দিকেই বেশির ভাগ দম্পতির তা হয়। তাই নিয়ে সরোজকে মাত্রাতিরিক্ত উদ্বিগ্ন / অপ্রকৃতস্থ লাগল। সরোজের চিন্তাও অপরিপক্ব মনে হোল। ২০ বছরের ছোকরার মত।নির্লিপ্ততা মানেই অন্যে আসক্তি - এ ভাবনাই বাড়াবাড়ি।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)