29-09-2025, 01:07 PM
(This post was last modified: 29-09-2025, 01:21 PM by Samir the alfaboy. Edited 3 times in total. Edited 3 times in total.)
✦ বিশেষ পর্ব ১২.১ — রতিকা রহস্য ✦
(Upcoming)
![]() | ![]() |
---|---|
![]() | ![]() |
এই পর্বের জন্ম আকস্মিক নয়,
এ জন্ম পাঠকের আকাঙ্ক্ষায়।
অসংখ্য মন্তব্য, নিঃশব্দ বার্তা,
অপূরণ স্বপ্নের লুকোনো ধারতা।
সব পূরণ সম্ভব হয় না কাহিনির বাঁধনে,
তবু আজ এই অধ্যায়—
সেই অপূর্ণতার ক্ষুদ্র পূরণ,
সেই গোপন ইচ্ছার কোমল নিবেদন।
তাই এই অধ্যায়—Readers’ Special।
রতিকা—প্রথমে ছিল না সে নাম,
ছিল না কোনো পরিণত স্বপ্নের স্থান।
এক পাঠিকার আকুল অনুরোধে
নামটি এল গল্পের গর্ভে।
তার ইচ্ছাতেই রতিকা হল সংযত,
যেন সহজে নয় দেহসমর্পণ,
যেন পুরুষকে করতে হয় প্রচেষ্টা,
অর্জন করতে হয় পরিশ্রমের পূর্ণতা।
অমৃতার মতো সরল নয় সে,
রতিকা যেন রহস্যময় আগুনে।
কখনো প্রলোভনের ধীর শিখায়,
কখনো আবার অদৃশ্য মাদকে
অধীন হয় তার দেহ,
কিন্তু মন?—মন থাকে অদম্য,
মন থাকে অধরা।
এই দ্বন্দ্ব—ইচ্ছা আর নিয়ন্ত্রণের—
এই পর্বে জ্বলে উঠবে দীপ্তিতে।
যাদের ইচ্ছা ছিল সমবেত ভোগের ছায়া,
তারা দেখবেন এখানে তার আভাসকথা।
যারা খুঁজেছেন নারী-নারীর স্পর্শ,
তাদের স্বপ্নও পাবে নীরব রূপ।
যারা কামনা করেছিলেন অপমানের দৃশ্য,
থুতু, বঞ্চনা, জনসমক্ষে যন্ত্রণা—
তাদের আহ্বানও রবে অপূর্ণ নয়।
আর যারা চাইতেন দাসত্বের নেশা,
তাদের জন্যও আছে অমোঘ ছোঁয়া।
শুধু গ্রাফিক নয়, এ বর্ণনা কাব্য,
শব্দে শব্দে উপমা, অনুপ্রাসের আবেশ।
যেন নগ্নতাও হয়ে ওঠে শিল্প,
কামনাও হয়ে ওঠে কাব্যের মন্ত্র।
এখানে নারী পাঠিকা চাইলে
নিজেকে ভাবতে পারেন দেবী রতিকা—
শক্তিমান পুরুষকে করছেন অধিকার,
প্রভুত্বে ভাসাচ্ছেন ভোগের স্রোতে।
আর পুরুষ পাঠক চাইলে
নিজেকে ভাবতে পারেন সেই যোদ্ধা—
যে অবশেষে জয় করছে রহস্যময়ী রতিকা।
অতএব, এই অধ্যায় শুধু গল্প নয়,
এ যেন স্বপ্নের আয়না,
অপূরণ বাসনার এক ক্ষুদ্র পূরণ।
Readers’ Special 12.1—
আপনাদেরই জন্য, আপনাদের ইচ্ছারই ছায়ায়।
Total 21000+ words
12 Sub-Parts
You can connect with me: Tg Id- alfaman12345
Google Hangout Id- samrocky662