28-09-2025, 04:09 PM
(27-09-2025, 10:29 PM)kamonagolpo Wrote: হৃদিমাঝে তখন এক অপূর্ব পুলক, সদ্য-বিবাহিত জীবনের মিষ্টি সুবাসে মন মোহিত। আমার সর্বাঙ্গে যেন এক অজানা রোমাঞ্চের ঢেউ খেলছিল, যার উৎস ছিল সদ্য পাওয়া লাবণ্যশিখার সান্নিধ্য।আবার আরেকটা গল্প? বলুন বলুন!
মহারাজ বহু সম্মানে ভূষিত করে আর মহার্ঘ উপঢৌকন দিয়ে আমাদের বিদায় জানালেন। বিদায়বেলায় হাসতে হাসতে মহারাজ আমাকে একটি ইঙ্গিতপূর্ণ হাসি দিয়ে বললেন, "তোমার শ্বশুরবাড়ির জামাই আদরটি নাকি অতি উৎকৃষ্ট হতে চলেছে!" সেই কথাটি আমার হৃদয়ে যেন এক মধুর রহস্যের আবছায়া রচনা করল, এক সুখকর কৌতূহলের উষ্ণতা নিয়েই আমি আমার নববধূর হাত ধরে রথে আরোহন করলাম গেলাম। পথের প্রতিটি বাঁকে যেন অনাগত সুখের প্রতিশ্রুতি আর লাবণ্যর শরীরের গন্ধ আমাকে আরও উত্তেজিত করে তুলছিল।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)