27-09-2025, 09:53 PM
সব পাঠককে ধন্যবাদ এই গল্পটা পড়ার জন্য, যাদের ভালো লাগে নি বলে সমালোচনা করছেন তাদেরকেও ধন্যবাদ....... আমি একেবারে নতুন্নলিখছি তাই ভুলত্রুটি হতে হতে শিখবো...... তবে বলছি এখানে তো আমরা শখে লিখি নিজের কাজের ফাঁকে, টাকা ইনকামের জন্য তো লিখিন্না, তাই নিজের কাজের ফাঁকে সময় বের করে লিখতে হয়, এখন পুজোর জন্য নিজের কাজের চাপ খুব..... চাইলেও সময় দিতে পারছি না, তবু বলবো অনেকে ট্রোল করছেন, সেটা না করে উৎসাহ দিলে হয়তো পরের লেখার উৎসাহ আরো বাড়বে...... আর কেউ যদি বলেন আমি বাজে লিখি তাহলে আর লিখবো না।
Deep's story