27-09-2025, 03:01 AM
(23-09-2025, 06:00 PM)sarkardibyendu Wrote:লেখা ভাল। তবে দাসির ছেলে তরোয়াল পেল কোথা থেকে। মোহরই বা পেল কি করে?প্রাপ্তবয়ষ্ক রূপকথার উপন্যাস
চপলা আর ভীখুর কথা মন থেকে সরিয়ে হাঁটতে থাকে ও। এখন আর ঘন অরণ্য নেই। পাথুরে রাস্তার দুপাশে বড় বড় গাছ। হাঁটতে হাঁটতেই আকাশে সুর্য্য উদিত হয়। গত রাতে ঘুম না হওয়ায় শরীর সামান্য ক্লান্ত লাগছে তবুও নিজের হাঁটা বন্ধ করে না ও। পথে ছোট গ্রাম পড়লে সেখানেই কিছু খেয়ে নিয়ে আবার হাঁটা শুরু করে। এভাবেই একসময় আবার সন্ধ্যা হয়ে আসে। এবার আর কাছাকাছি কোন গ্রাম নেই। যেখানে রাত কাটাতে পারে ও। এখন আশেপাশে পাহাড় দেখা যাচ্ছে। এখানেই কোথাও রাতে আশ্রয় নিতে হবে। অনেক খুঁজে একটা গুহা আবিস্কার করে ও। রাতের জন্য সেখানেই থাকার মনস্থির করে। সাথে পেছনে ফেলে আসা গ্রাম থেকে কিছু দানা শষ্য ভাজা নিয়ে এসেছিলো।