25-09-2025, 02:39 PM
(25-09-2025, 12:35 PM)Manali Basu Wrote: আমার লেখা থেকে অনুপ্রাণিত হয়ে যদি কেউ কিছু লিখতো তাহলে আমার আপত্তির কোনো জায়গা থাকতো না, কারণ এটা আগেও আমার অনেক গুণমুগ্ধ পাঠক করার চেষ্টা করেছে। সমস্যা হল আমার কনসেপ্টটা কে distort করতে ইচ্ছাকৃতভাবে আমার গল্পের চরিত্রগুলোকে টুইস্ট করে লিখে গল্পের মানহানি ঘটানোটা একপ্রকার অপরাধ। সেই ক্ষেত্রে নিশ্চই একজন রাইটার তার সৃষ্টির উপর লেখস্বত্ব দাবি করতে পারে। কিন্তু এই ফোরামে সেটার লেশমাত্র নেই। আমি অনেকদিন আগে বলেছিলাম একজন bengali moderator প্রয়োজন। Sarit কে কমপ্লেইন করেছিলাম, Sarit সাধারণত আমাকে রিপ্লাই করে, কিন্তু এই বিষয়ে ম্যাসেজ সীন করেও মৌনব্রত ধারণ করেছে।
আমি তাই Henry বাবুর ফোরাম ছেড়ে যাওয়াকে সমর্থনই করি, কিন্তু তাঁর লেখা একেবারে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা কে সমর্থন করিনা।
যাই হোক, আমার যা বলার আমি বললাম। আমার তরফ থেকে আমার সকল পাঠকদেরকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইলো। আশা করবো পুজোতে আর অত বৃষ্টি না হোক, এবং সকলে পুজো খুব আনন্দে কাটাক।
আপনাকেও পূজার শুভেচ্ছা , দয়া করে ওই থ্রেডে যাবেন না , আপনার লেখায় প্রভাব পরবে । আর হ্যানরি স্যার যদি লেখা ছেড়ে দেয় আমি আমার নাম চেঞ্জ করে ফেলবো । দুই বছর সময় দিলাম ।