25-09-2025, 03:40 AM
(14-09-2025, 12:53 AM)Henry Wrote: আমি গল্প লেখা বহুদিন আগেই বন্ধ করে দিয়েছি। অন্য কোনো সাইটে আমি গল্প লিখি না। লেখার ইচ্ছেও নেই। যদি কেউ আমার নাম করে অন্য সাইটে লেখে, সে আমি নয়। আমি কোনো টেলিগ্রামেও লিখছি না। লিটইরোটিকাতেও লিখি না। লেখার জন্য টাকাও নিচ্ছি না। কাজেই ফ্রড কিছু হওয়া থেকে সতর্ক থাকুন।
দাদা, আপনি যদি লেখালেখি করতে গিয়ে সেই আগের মতো উৎসাহ, তাগিদ বা ভালোলাগাটা অনুভব করতে না পারেন তাহলে নিজের উপর অত্যাচার করে লেখার কোনো মানে নেই। আপনার এই সিদ্ধান্তকে আমি মনেপ্রাণে সমর্থন করি। আপনার কথা মনে থাকবে। আপনি সেই মুষ্টিমেয় কয়েকজন লেখক-লেখিকার একজন যার লেখা এতো ভালো লেগেছিলো; এখানে আপনার মতো লেখক খুব কম এসেছে। খুব খারাপ লাগছে যে আপনি লেখালেখি বন্ধ করে দিয়েছেন। যার শুরু হয়, তার শেষও হয়ে থাকে। কিন্তু আপনার লেখালেখির শেষটাও যদি সুন্দরভাবে হতো, তাহলে অনেক ভালো লাগতো। যাক, আপনার জন্য শুভেচ্ছা রইলো।
কিন্তু আপনি যদি কয়েকজন নির্বোধের কথায় বিরক্ত হয়ে লেখা বন্ধ করে দিয়ে থাকেন তাহলে খুবই খারাপ লাগবে এই ভেবে যে এই করে আপনি তাদেরই জিতিয়ে দিলেন; এবং প্রকারান্তরে আরো অনেকের লেখায় গিয়ে ব্যাগড়া দেওয়ার জন্য উৎসাহ যুগিয়ে গেলেন। আর যারা আপনার লেখার গুনমুগ্ধ, যারা আপনাকে সমর্থন যুগিয়ে আসছে তাদের অদেখা করলেন। যেখানে আপনাকে সেই নির্বোধদের সরাসরি অদেখা করা উচিৎ ছিলো। যাক, এটা আপনার সিদ্ধান্ত।
ভালো থাকবেন, দাদা।
কিন্তু আপনি যদি কয়েকজন নির্বোধের কথায় বিরক্ত হয়ে লেখা বন্ধ করে দিয়ে থাকেন তাহলে খুবই খারাপ লাগবে এই ভেবে যে এই করে আপনি তাদেরই জিতিয়ে দিলেন; এবং প্রকারান্তরে আরো অনেকের লেখায় গিয়ে ব্যাগড়া দেওয়ার জন্য উৎসাহ যুগিয়ে গেলেন। আর যারা আপনার লেখার গুনমুগ্ধ, যারা আপনাকে সমর্থন যুগিয়ে আসছে তাদের অদেখা করলেন। যেখানে আপনাকে সেই নির্বোধদের সরাসরি অদেখা করা উচিৎ ছিলো। যাক, এটা আপনার সিদ্ধান্ত।
ভালো থাকবেন, দাদা।