25-09-2025, 03:00 AM
(24-09-2025, 12:41 PM)Manali Basu Wrote: আর প্রসন্নতার কথা বলছেন? একজন আমার গল্পকে plagiarized করে গল্পের চরিত্রের নাম গুলো খানিক twist করে বহাল তবিয়তে লিখে যাচ্ছে। ফোরামে অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর আমার গল্পের বেলায় ইন্টারফেথ অ্যাঙ্গেল দেখালেই গল্প নামিয়ে দেওয়া হয়।
আমি শুধু ফোরামের কাছ থেকে একটা কথাই জানতে চাই, আপনাদের ইন্টারফেথ গল্পে আপত্তি আছে কিন্তু কপি বা plagiarism করলে আপত্তি নেই, তাই তো??
তুমিও পারো!!! তোমার লেখার মধ্যে এমন কিছু রয়েছে বলেই করছে; নাহলে মৌলিক কিছু নিয়ে লেখার চেষ্টা করতো। এরকম করে তোমার লেখার মৌলিকত্বকেই মুখোশের আড়ালে প্রচার করছে। করতে দাও, ভালো করছে। অন্ততঃ অন্যের thread এ গিয়ে অযথা মন্তব্য না করে কিছু লেখালেখির চেষ্টা করছে; শতগুণে ভালো। তুমি তোমার মতো করে লিখে যাও। আরো একটা বলতে চাই, অল্পেতেই উত্তেজিত হইও না বা আঁতে নিও না। henry দাকেও দেখলাম। অল্প কিছুতেই তোমরা মনে নিয়ে নাও।