25-09-2025, 01:44 AM
(24-09-2025, 04:44 PM)sarkardibyendu Wrote:লেখা বড় সুন্দর। নৌকার মত চলেছে।অতৃপ্ত যৌবনের গল্প(নতুন পর্ব)
ভোর ভোর হারাধনের চায়ের দোকান খুলে যায়। সকালে কাজে যাওয়ার পথে লোকজন হারাধনের দোকানে এক কাপ চা খেয়ে কাজে যেতে পারলে খুশী হয়, লোকে বলে ওর দোকানে চা খেয়ে এতো ভালো লাগে যে ঘুম ক্লান্তি সব কেটে গিয়ে একটা তরতাজা ভাব চলে আসে। আজ এই সকাল ৬ টায় ও দোকানের সামনে ৪/৫ জন খরিদ্দার দাঁড়িয়ে আছে। আগেও সকালে ভীড় হতো, কিন্তু নতুন ছোঁড়াটা আসার পর চায়ের এতো সুন্দর চা বানাচ্ছে যে যারা আগে অন্য দোকানে খেতো তারাও এখন ওর দোকানে চা খায়। হারাধন নিজেও একদিন খেয়ে দেখেছে যদিও ওর চায়ের নেশা নেই, তবুও শখে পড়ে খেয়ে দেখে বেশ ভালো চা......সত্যি জবাব নেই ব্যাটার হাতের।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)