24-09-2025, 12:41 PM
(24-09-2025, 11:05 AM)Samir the alfaboy Wrote:মনালী বসুর মায়াবী মনন মুগ্ধ মেঘের মতো মিশে গেছে। শব্দের সুষমা, স্নিগ্ধ স্বর, সরল স্রোত-সব মিলিয়ে সৃষ্টি হয়েছে সুধাময় সৌন্দর্য। প্রসঙ্গের প্রাঞ্জল প্রক্ষেপণে পাঠক প্রাণভরে প্রসন্নতা অনুভব করে।
আর প্রসন্নতার কথা বলছেন? একজন আমার গল্পকে plagiarized করে গল্পের চরিত্রের নাম গুলো খানিক twist করে বহাল তবিয়তে লিখে যাচ্ছে। ফোরামে অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর আমার গল্পের বেলায় ইন্টারফেথ অ্যাঙ্গেল দেখালেই গল্প নামিয়ে দেওয়া হয়।
আমি শুধু ফোরামের কাছ থেকে একটা কথাই জানতে চাই, আপনাদের ইন্টারফেথ গল্পে আপত্তি আছে কিন্তু কপি বা plagiarism করলে আপত্তি নেই, তাই তো??