23-09-2025, 11:09 PM
(22-09-2025, 04:49 PM)gungchill Wrote: আপনার এই থ্রেডে আগেও আসা হয়েছিলো , তখন আপনি অন্যদের লেখার জন্য অনুরোধ করছিলেন ।শেষে নিজেই লিখছেন দেখে ভালো লাগলো , লেখা খুব কঠিন কিছু নয় ধৈর্য আর ইচ্ছা থাকলেই হয়ে যায়।শুভকামনা রইলো । clp);
আমি প্রথমে ভেবেছিলাম যে আমার দ্বারা আদেও কোন গল্পের একটা আপডেটও লেখা হয়তো সম্ভব হবে না কারণ আমি জীবনে এর আগে কোনোদিন কোথাও কোন গল্প লিখিনি। আরেকটা বড় impediment ছিল সময়ের অভাব। যাইহোক এই ফোরামের আমার কিছু বন্ধু ও শুভানুধ্যায়ীদের উৎসাহে আমি গল্পটি নিজেই লিখতে শুরু করি। জানি না গল্পটা কেমন লিখছি। লেখাটা আদেও পাতে দেওয়ার যোগ্য হয়েছে কি না তাও জানি না। তবে আমি সাধ্যমতো চেষ্টা করব যাতে আপনাদের একটা ইন্টারেস্টিং গল্প উপহার দিতে পারি।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)