23-09-2025, 04:52 PM
পাঠক বন্ধুরা ,প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি , গতকাল লেখা দেয়ার কথা ছিলো দিতে পারিনি । নাইম কলির মাঝে কি হবে সেটা আমি জানি কিন্তু কিছুতেই লিখতে পারছি না । আমি আর একটু বিরতি নিতে চাইছি এই গল্পটা থেকে বেশি নাতিন চার দিনের বিরতি । আশা করি আমার এই অপারগতা কে আপনারা ক্ষমা করবেন ।
কেউ কথা রাখে না
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।