22-09-2025, 08:52 PM
এই ধরনের গল্প তখনি সার্থক হয় যখন লেখক চরিত্র গুলোর মানসিক অবস্থার সম্পূর্ণ প্রতিফল অক্ষরের মাধ্যমে ফুটিয়ে তুলেতে সক্ষম হবেন , কি, কেন্ কিভাবে এসবের উত্তর সব জায়গায় গুরুত্বপূর্ণ , কিন্তু যে ধরনের গল্পের আলোচনা হচ্ছে , সেই ধরনের গল্পের জন্য আরো বেশি বেশি গুরুত্বপূর্ণ ।থাপড়া থাপড়ি , চুল টানা টানি দেখিয়ে দিলেই সুধু হবে না , কেন একজন অন্য আরেক জনের কাছে থাপ্পড় খেতে চাচ্ছে, নিজের চুল টানার অনুমতি দিচ্ছে ( অনুমতি না দিলে সেটা আবার অন্য কিছু হয়ে যাবে) , সেটা ভালো ভাবে ফুটিয়ে তুলতে হবে ।
আশা করবো লেখক আমাদের দুর্দান্ত কিছু উপহার দেবেন । অগ্রিম সুভ কামনা ।
আশা করবো লেখক আমাদের দুর্দান্ত কিছু উপহার দেবেন । অগ্রিম সুভ কামনা ।
কেউ কথা রাখে না
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।