'বহুবার ডায়রিটা পড়ার সময় এতদূর পর্যন্ত এসেই থেমে গেছে রন্টির মামনি। পরের পাতা গুলোয় চোখ বোলাতে আর ইচ্ছে হয়নি। কিংবা হয়তো বলা উচিত সাহস হয়নি। তারই কম বয়সী সংস্করণ যে এর পরেও কি কি খেলা খেলেছে তা স্মরণ করতে চায়না আর আজকের রন্টি জননী। ওই শেষের দিকের পৃষ্ঠা গুলো যেন বড্ড ভয়ঙ্কর! ওগুলোতে চোখ পড়লেও পাপ ঢুকে পড়বে বাড়িতে। সামান্য একটু দস্যিপনা করলেই যে মামনি রন্টির দিকে রাগী চোখে তাকায় কিংবা বকুনি দিয়ে চুপ করে ছেলেকে বসিয়ে দেয়, সে নিজেই কত ভয়ঙ্কর দস্যি হয়ে উঠেছিল তা সে নিজেও আর জানতে চায়না। ঐসব পাতায় যে বিষাক্ত লাইন লেখা হয়ে আছে তাতে চোখ বোলালে হাজার বার স্বামীর ওপর লাফালাফি করেও পাপ নামবে না মাথা থেকে। ওটা যেন অন্য কোনো বাজে মেয়ের আত্মকথা'
এই বুধবার আসছে শেষ পর্ব
![[Image: IMG-20250921-225054-854.jpg]](https://i.postimg.cc/gcw0ytNX/IMG-20250921-225054-854.jpg)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)