20-09-2025, 01:01 AM
(19-09-2025, 05:56 PM)sarkardibyendu Wrote:গল্পে গতি এসে গেছে। এমনই চলুক।অতৃপ্ত যৌবনের গল্পআগের পর্বের পর থেকে
শেষ রাতের চাঁদ ঢলে পড়েছে, বাতাসে একটা ঠান্ডা ভাব...নদীর পাড়ে বাতাস আরো জোরালো ভাবে বইছে, লেখা গায়ের চাদরটা একটু ভালো করে জড়িয়ে নিলো। পর পর দুই রাত ঘুমহীন কাটিয়েছে ও, আজ রাতে বার বার চোখ লেগে আসছিলো.... কিন্তু বার বার দু: স্বপ্নের মত জেগে উঠেছে ও। মনের মাঝে হাজার চিন্তার পাহাড় নিয়ে ঘুম আনা অসম্ভব ব্যাপার। শরীর ভেঙে আসছে এখন.... ঠান্ডা বাতাসের ছোঁয়ায় শরীরের শেষ শক্তি ক্লান্তির সমুদ্রে ডুবে যাচ্ছে। কোন মতে ও নিজেকে জাগিয়ে রেখেছে....।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)