19-09-2025, 05:56 PM
(This post was last modified: 20-09-2025, 03:17 PM by sarkardibyendu. Edited 4 times in total. Edited 4 times in total.)
অতৃপ্ত যৌবনের গল্প
আগের পর্বের পর থেকে
শেষ রাতের চাঁদ ঢলে পড়েছে, বাতাসে একটা ঠান্ডা ভাব...নদীর পাড়ে বাতাস আরো জোরালো ভাবে বইছে, লেখা গায়ের চাদরটা একটু ভালো করে জড়িয়ে নিলো। পর পর দুই রাত ঘুমহীন কাটিয়েছে ও, আজ রাতে বার বার চোখ লেগে আসছিলো.... কিন্তু বার বার দু: স্বপ্নের মত জেগে উঠেছে ও। মনের মাঝে হাজার চিন্তার পাহাড় নিয়ে ঘুম আনা অসম্ভব ব্যাপার। শরীর ভেঙে আসছে এখন.... ঠান্ডা বাতাসের ছোঁয়ায় শরীরের শেষ শক্তি ক্লান্তির সমুদ্রে ডুবে যাচ্ছে। কোন মতে ও নিজেকে জাগিয়ে রেখেছে....।
ভোলা মাঝি নৌকাটা টেনে পাড়ের আরো কাছে নিয়ে আসে। লেখার সুবিধার জন্য। সুধা ঠিক করেছে ভোলা মাঝিকে, ভোলার সাথে সুধার অনেকদিনের পরিচয়...মানে একই গ্রামের বাসিন্দা হওয়ায় সুধাকে চেনে ভোলা। এর আগে ওকে দেখে কখনো খারাপ বলে মনে হয় নি সুধার। এদিকে কাউকে না কাউকে তো লাগবেই লেখাকে পার করতে। সেটা বেশী টাকা দিয়ে হলেও করতে হবে। থানা পুলিসের ব্যাপার জড়িত থাকায় প্রথমে না না করলেও শেষে কি মনে করে রাজী হয়ে গেছে ভোলা । প্রায় ৬৫ বছরের ভোলার শরীর এখনো বেশ শক্ত সমর্থ... মাথার চুল কাশবন হলেও হাতে পায়ের পেশী এখনো শক্ত পোক্ত। কেনো জানি লেখার লোকটাকে একেবারেই ভালো লাগে নি। প্রথমে নানা বাহানা করে রাজী হচ্ছিলো না, কিন্তু লেখাকে দেখার পর হঠাৎ করে কেমন রাজী হয়ে গেলো লোকটা। তবে এখন আর কিছু করার নেই। এখান থেকে নিরাপদে সরে যেতে হবে।
ভোলা বড় নৌকাটাকে একা টেনে পাড়ের যতটা ভিতরে আনা যায় এনে ও বলে, " ওঠেন মা ঠাকরুন... ডরাবেন না, আমি শক্ত হাতে ধইরা আছি। "
সুধাময় পাশের থেকে লেখার কনুইয়ের কাছটা ধরে বলে, " সাবধানে ওঠো "
এমনিতেও লেখার ভয় তেমন নেই, তবে নিদ্রাহীনতার কারণে মাথাটা টলমল করছে, তাই সুধাময় ধরাতে ওর উঠতে সুবিধা হল। বড় নৌকার মাঝখানে একটা ছই বানানো। সেখানে ভোলার দরকারী সব জিনিসপত্র রাখা আছে, নীচে একটা চাটাই পাতা। লেখা উঠে চাটাইয়ে বসে, সুধাময় ভিতরে না ঢুকে বাইরে পাটাতনে বসে.... ঢলে পড়া চাঁদের জ্যোৎস্না নদীর ঢেউ এর মাথায় পড়ে ঝিকমিক করে উঠছে, দূরে ওপারের গাছাপালা সব আবছা ধুসর কালো কালো কিম্ভুত সব কারুকাজের মত মনে হচ্ছে।
ভোলা নৌকা ঠেলে গভীর জলে এনে লাফিয়ে উঠে পড়ে। ওর লাফানোর অভিঘাতে একটু দুলে ওঠে কাঠের নৌকা। সুধাময় টাল সামলে লেখাকে বলে, " প্রায় ২ ঘন্টার নদীপথ.... তুমি একটু শুয়ে নাও। "
লেখা প্রত্যুত্তর না দিয়ে কাত হয়ে চাটাইয়ে শুয়ে পড়ে। ঘুম আসবে না তবে চোখ বুজে থাকলে ক্লান্তিটা কাটতে পারে।
ভাইকে নিজের সব কিছু লিখে দিয়ে সুধাময় প্রথম যেখানে আশ্রয় নেয় সেটা একটা আশ্রম। তার অধিকর্তা স্বামী চিত্তানন্দ মহারাজ। তেমন কিছু বড় আশ্রম না, সাকুল্যে ১২ জন থাকতো সেখানে। চারজন ছাড়া বাকি সবাই মহিলা শিষ্যা। প্রায় দুই শতাব্দী প্রাচীন শ্রী গৌর গোপালের মন্দিরকে কেন্দ্র করেই এই আশ্রম গড়ে উঠেছিলো। এককালে বিশাল রমরমা থাকলেও এখন খুবই জীর্ণ দশা। দুবেলা খাওয়ার টাকাটাও অনেক কষ্টে ওঠে। তবে আশ্রমের সবাই খুবই আন্তরিক, সুধাময় যতদিন সেখানে ছিলো তাদের ব্যাবহারে আপ্লুত হয়ে গেছিলো। স্বয়ং মহারাজ সুধাময়কে নিজ সন্তানের মত স্নেহ করতেন। ওর বাবা মনোহরের গানের বিশাল ভক্ত ছিলেন মহারাজ। তিনি যখন জানতে পারলেন যে সুধাময় মনোহরের ছেলে তখন ওর দুই চোখ দিয়ে আপনা আপনি জল চলে আসলো।
ওনার অনুরোধেই বাবার শেখানো একটা বৈষ্ণব পদাবলির কিছুটা শোনায় সুধাময়, পদাবলী শেষ হতেই দু হাত বাড়িয়ে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে মহারাজ, " বাবার যোগ্য পুত্র তুমি.... কেনো গাও না বাবা? তোমার গানে আসমুদ্র হিমাচল কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে উঠবে যে। "
মহারাজকে করজোড়ে প্রনাম করে সুধাময় বলে, " থাক না বাবা.... আমার গান শুধু ঈশ্বরের জন্যই বরাদ্দ হোক, তিনি শুনলেই কৃতার্থ আমি। "
" সাধু.... সাধু.... তোমার এই চিন্তা আমায় মুগ্ধ করেছে, যখনি কোন প্রয়োজন হবে আমায় মনে করবে, সামান্য সাহায্য হলেও আমি তোমায় ফেরাবো না। " মহারাজ চোখে জল নিয়ে বলেন।
প্রায় দুই মাস সেখানে থেকে চলে আসে সুধাময়। আজ প্রায় ৭/৮ বছর পর আবার যাচ্ছে সেখানে, নিজের জন্য না.....লেখাকে অন্তরালে রাখতে।
ঢেউ এর গায়ে ভোলার দাঁড়ের বাড়িতে ছলাৎ ছলাৎ ক্ল্রে শব্দ উঠছে। এখন নৌকা উজানে চলছে, তাই গতি ধীর, ৬৫ বছরের ভোলার হাতের পেশী ফুলে ফুলে উঠছে দাঁড় বাইতে বাইতে। ভোলার খালি গায়ে ঘাম চকচক করছে, নীচে শুধু একটা লুঙ্গি পরা।
সুধাময় ধুতি আর সাদা ফতুয়া পরেছে। তাও একটু ঠান্ডা লাগছে। ছই এর দিকে তাকিয়ে দেখে লেখা চাটাইয়ে মাথা রেখে শুয়ে আছে। বড় দুক্ষী মেয়েটা। এই বয়সে এতো ঝড় সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়েছে। আজ সকালে যখন সুধাময়কে প্রথম দেখাতে দাদা বলে ডাকে, সাথে সাথে ওর প্রানটা ব্যাকুল হয়ে ওঠে। এমন মায়ার স্বরে দাদা তো ওকে কেউ ডাকে নি। তখনি মমে মনে লেখাকে নিজের বোনের জায়গায় বসিয়ে নেয় ও।
মাঝ নদী পাড় করে নৌকা পাড়ের থেকে একটু দূর দিয়ে চলছে, সদ্য বর্ষা পার হলেও নদীতে জলের ভার এখনো বেশী। স্রোতও আছে বেশ। প্রায় ১ ঘন্টা হতে চললো নৌকা বাইছে ভোলা। এখানে নদীর পার বরাবর ধু ধু চর, মাঝে মাঝে কিছু আগাছার ঝোপ ছাড়া আর কিছু নেই। একটু আগে কিছু জেলে নৌকা এদিক ওদিক দেখা যাচ্ছিলো এখন সেটাও আর দেখা যাচ্ছে না.... রাত শেষ হতে বোধহয় আর বাকি নেই বেশী।
" কিগো মাঝি....... সকাল হওয়ার আগে পৌছাতে পারবো তো? " সুধাময় প্রশ্ন করে ভোলার উদ্দেশ্যে।
" আপনি চোখ বুইয়া থাহেন..... কদমতলির ঘাট আসার আগে ডাইক্কা দিমু। " ভোলা খড়খড়ে গলায় বলে ওঠে।
সুধাময়ের চোখ ঘুমে বুজে আসছে। ও চোখ বুজে ঢুলে ঢুলে পড়ছে সামনে।
" ধাপ! " একটা আওয়াজের সাথে সাথেই ঝপাৎ করে একটা শব্দ, সুধাময়ের দেহটা দাঁড়ের এক আঘাতে নদীর জলে গিয়ে পড়ে। এখানে স্রোতের টান খুব বেশী। মুহুর্তে নৌকার থেকে নদীর জলে হারিয়ে যায় সুধাময়ের দেহটা।
হাল ধরে নৌকাটা মনুষ্যবর্জিত চরের দিকে ঘুরিয়ে একেবারে পাড়ে নেয় ভোলা। নোঙর ফেলে কাছি বাঁধে, তারপর দাঁড় তুলে রেখে উঠে দাঁড়ায়, চোখমুখ লোভে চকচক করছে ওর " শালা বহুদিন পর এমন ডাগর যন্ত্র পাইছি......এ মাগী বারোভাতারে, শ্বশুর, স্বামী, বাইরের লোক সবাই খাইছে..... কত কুমারী মাইয়ারে খেয়ে দেয়ে এই বালির চরে পুতে দিয়েছে ভোলা.... আর এ তো পলাতক আসামী.... কেউ খোঁজ নিতেও আসবে না। "
সন্ধ্যাবেলা সুধার বাড়িতে একে দেখেই ভোলার সন্দেহ হয়েছিলো। কুসুমপুরের ঘটনা ও শুনেছে কানাঘুষো, সেই মেয়ে যে এইগাঁয়ের পথেই এসেছে সেটাও শুনেছে.... তবে মেয়েটাকে আগে চিনতো না ও। সুধার কথায় প্রথমে রাজী হয় নি, পরে লেখাকে দেখে ওর পুরোনো নেশাটা চেপে ওঠে..... কতদিন হয়ে গেলো এমন কচি ডাগর মেয়েকে শরীরের নীচে ফেলে নি ও, আজ একটা সুযোগ এসেছে..... এরে খেয়ে পুঁতে দিলেও সুধা পুলিসের কাছে যাবে না.... তাহলে খুনীকে আশ্রয় দেওয়ার জন্য এদেরকেও জেলে যেতে হবে, এই সুযোগ নিজের যন্ত্রে শান দেওয়ার...... ধানাই পানাই করে রাজী হয়ে যায় ও।
নৌকার ছইয়ের ভিতরে শুয়ে চোখ লেগে এসেছিলো লেখার, হঠাৎ ঝপাৎ শব্দে ওর নিদ্রাভঙ্গ হয়, ভার মাথা কোনোমতে তুলে বাইরে তাকায় ও। পাটাতনে সুধাময়কে দেখা যাচ্ছে না, ভোলা নৌকা পাড়ের দিকে নিচ্ছে। তাহলে কি পৌছে গেছে ওরা? সুধাময় আগেই লাফ দিয়ে নেমে গেছে? কিছু না বুঝে উঠে বসে ও। গায়ে চাদরটা জড়িয়ে বসে সুধাময়ের ডাকের অপেক্ষায়। কিন্তু সুধাময়কে কোথাও দেখা যাচ্ছে না। পরিবর্তে নৌকা নোঙর করে ভোলা উপরে উঠে আসে। লেখার মনে কু গায়। তাই তো..... চারিদিকে সুধাময় নেই কেনো? আর সেই শব্দটাই বা কিসের ছিলো? ও বাইরে বের হয়.... চারিদিকে কোথাও সুধাময় নেই। ভোলা ওর সামনে দাঁড়িয়ে আছে নীরব চোখে চেয়ে। ওর দৃষ্টি ভালো লাগে না লেখার। কেমন লোভী আর জ্বলজ্বলে চাহনী।
" দাদা কোথায়? " সরাসরি লেখা ভোলাকে প্রশ্ন করে।
" ওই মানুষডা বড্ড খারাপ.... আপনারে বেইচ্চে দেবার তালে ছ্যালো...." ভোলা চিবিয়ে চিবিয়ে বলে।
বিশ্বাস হয় না লেখার, " মিথ্যা বোলো না.... ও কোথায় বল? " লেখা চিৎকার করে ওঠে।
" হালায় আমার কামের মাঝে থাকলে আমি কাম করুন কেম্বায়? মাইরা নদীর জলে ফেইল্লা দিসি..... আপনার ডরানোর পয়োজন নাই, আমি আপনারে সেফ জাগায় রাখব......শালা কোন হারামির পোলায়ও খুঁইজ্যা পাবে না "
ভয়ে নিশ্বাস বন্ধ হয়ে আসে লেখার, নিজের থেকেও বেশী সুধাময়ের জন্য চিন্তা হচ্ছে ওর। ওকে বাঁচাতে গিয়ে বেঘোরে প্রাণটা দিতে হলো সুধাময়কে..... ভোলা যে এতো নৃশংশ হবে সেটা ওদের জানা ছিলো না। বুক ফেটে কান্না বেরিয়ে আসে সুধার..... ও গায়ের জোর একত্র ক্ল্রে চিৎকার করে ওঠে.... ওর চিৎকার নির্জন ধু ধু চরে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে যায়।
" চেঁচাস না রে মাগী..... এহানে তরে বাঁচাতে কুনো খানকির পোলা আইবে না..... হের থেইহা আমার কাইছে আয়..... কাপড়ডা খুইল্লা শুইয়া পড়....তর গদরডা একটু ডইল্লা দি...... হে হে হে হে.... " বিশ্রী হাসিতে কেঁপে ওঠে ভোলা।
" তুই এতো নির্দয়.... একটা মানুষকে মেরে ফেললি? ওকে না মেরে আমার কাছে চাইতি আমি তোর কথামত সব দিতাম...... এখন এগোলে ভালো হবে না.... " লেখা ফোঁস করে ওঠে।
ভোলা ওর কথার তোয়াক্কা না করে এগিয়ে আসে, থাবা মেরে লেখার এক হাত ধরে মুচড়িয়ে দেয়, যন্ত্রনার কঁকিয়ে ওঠে লেখা।
" হালার পুত...... আমারে ডরাস? তোর মতন মাগী আমি কত জ্যান্ত পুঁতে ফ্যালছি এই চরে সে খবর রাহিস? "
ভোলার কথায় বুক কেঁপে ওঠে লেখার তাহলে কি এটাই ওর শেষ রাত? কাল সকাল হওয়ার আগেই এই চড়ার বালির নীচে ওর নিথর দেহ চাপা পড়ে যাবে? ও প্রানপণে ভোলার হাত ছাড়াতে চেষ্টা করে, কিন্তু আসুরিক শক্তি লোকটার গায়ে, একচুলও আলগা করতে পারে না ভোলার হাতের বাঁধন, যেন অজগরের মত বেঁধে রেখেছে ওর হাত। সেই অবস্থায় এক টানে লেখাকে নৌকা থেকে পাড়ে নামায় ভোলা। ওর সামনে নধর মেয়েমানুষের শরীর, ৬৫ গে এসেও নিয়মিত লিঙ্গ উত্থিত হয় ওর। বাড়িতে তিন নম্বর বৌকে প্রতি দিন না পিষলে ঘুম আসে না ওর..... মাত্র চল্লিশের ওর বৌ ওর মত বুড়োর কাছে হার মেনে যায়, ছাড়া পাওয়ার জন্য ছটফট করে।
ভোলার হ্যাচকা টানে নরম বালিতে হুমড়ি খেয়ে পড়ে লেখা। গায়ের চাদর খুলে যায়, ভিতরে সুতির ব্লাউজের সাথে ছাপা শাড়ী পরা ওর। ভোলা ওকে চিৎ করে দিয়ে ওর শরীরের দু পাশে পা দিয়ে বসে বড় বড় বাঘের থাবার মত পাঞ্জা বাড়িয়ে ওর কাপড় সরিয়ে দেয়, বাধা দেওয়া বেকার..... মানুষ তো না, নরপিশাচ ভোলা, ..... ওর কালো কর্কশ হাতের এক টানে ছিঁড়ে যায় ব্লাউজের সামনের অংশ..... লেখার যুবতী ভরাট স্তন বেরিয়ে আসে, সেগুলোর দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে নিজের লুঙ্গী তুলে কোমরে গুঁজে দেয় ও.... কালো বিশাল লিঙ্গ সাপের ফনার মত মাথা দোলাচ্ছে। লেখার পেট বুক সব একেবারে খোলা...... ভোলার দুই হাত বেশ করে লেখার দুই স্তনকে মুচড়ে দেয়.....
" আহহহ......বড্ড ভালো জিনিস রে তোর..... শালা টিপে আরাম আছে..... নিজের স্তনে ভোলার মোচড়ে যন্ত্রনায় কেঁদে ওঠে লেখা.....
এবার নিজের খাড়া লিঙ্গ একহাতে ধরে এগিয়ে এসে লেখার ঠোঁটের মাঝে জোর করে গুঁজে দিয়ে যায় ভোলা, একটা বোঁটকা গন্ধে গা গুলীয়ে ওঠে লেখার। ও 'অক ' করে উঠতেই সেই সুযোগে নিজের লিঙ্গ লেখার মুখে ঢুকিয়ে দেয় ভোলা..... পুরো মুখ ভর্তি হয়ে যায় লেখার.... একটা বিশ্রী তিতকুটে স্বাদে মুখ ভরে যায়..... ভোলা নিজের লিঙ্গ লেখার মুখে ঢুকিয়ে তৃপ্ততার আওয়াজ করে.....
লেখার মাথাটা দুই হাতে ধরে নিজের কোমর আগুপিছু করে ও লেখার মুখমৈথুন করতে থাকে। উত্তেজনায় লেখার মুখের প্রায় বাইরে লিঙ্গ এনে আবার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে ভোলা....
লেখা কিছুক্ষণ সহ্য করে ভোলাকে পর্যবেক্ষণ করে, এরপর ভোলা ওর মুখের বাইরে লিঙ্গ এনে আবার মুখে লিঙ্গের অগ্রভাগ প্রবেশ করানোর সাথে সাথে লেখা প্রাণপণে সর্ব শক্তি দিয়ে ভোলার লিঙ্গে কামড় বসায়। চারিদিক কাঁপিয়ে চিৎকার করে ওঠে ভোলা। লেখার দাঁত ওর লিঙ্গের খাঁজ কাটা অংশে প্রায় অর্ধেক বসে গেছে..... ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে সেখান থেকে, লেখার মুখ দাঁত রক্তে লাল হয়ে উঠেছে..... ছিটকে লেখার ওপর থেকে সরে গিয়ে বালিতে পড়ে নিজের লিঙ্গ চেপে ধরে কাগরাতে থাকে ভোলা। এই মেয়ে যে এতো ডেঞ্জারাস সেটা ও ঘুণাক্ষরেও বুঝিতে পারেনি। উঠে বসে শাড়িটা গায়ে জড়িয়ে নেয় লেখা, শাড়ীর আঁচল দিয়ে মুখের রক্ত মুছে নেয়....বালিতে রক্তের দাগ।
এদিকে ভোলার লুঙী খুলে গেছে।। নগ্ন হয়ে ও ছটফট করছে বালির উপর। লেখা নিজের শাড়ির আঁচল ছিঁড়ে আগিয়ে যায় ভোলার দিকে.... ওর হাত সরিয়ে দেখে রক্ত তখনো বেরোচ্ছে.... ও কাপড়টা দিয়ে চেপে ধরে ক্ষতস্থান.... কিছুক্ষন পর রক্ত বেরোনো অনেক বন্ধ হয়, ওই কাপড়টা রক্তে ভিজে গেছে.... ও আর এক টুকরো কাপড় দিয়ে ভোলার লিঙ্গ বেঁধে দিয়ে ওলে সেভাবেই ফেলে রেখে চর বরাবর দৌড়াতে থাকে...... সুধাময়ের যদি জ্ঞান থাকে তাহলে ও ঠিক পাড়ের দিকে ভেসে উঠবে, না হলে কোথায় তলিয়ে যাবে কে জানে...... মাইলের পর মেইল ধু ধু চড়া..... মাঝে মাঝে জলকাদাও আছে..... সেগুলো উপেক্ষা করে সুধাময়কে ডাকতে ডাকতে এগোয় লেখা।
নিজের থেকেও বেশী সুধাময়ের জন্য কষ্টে বুক ফেটে যাচ্ছে লেখার। এই প্রথম কেউ প্রথম দেখাতেই ওকে এতো আপন করে নিয়েছে। ওর জন্য বিপদ ঘাড়ে করে রাতের অন্ধকারে ওকে নিরাপদ জায়গায় পৌছাতে বেরিয়েছিলো। এই উপকারের প্রতিদান ও কিভাবে দেবে?
দাদা আ আ আ আ আ.......লেখার ডাক ছিড়িয়ে যায় ধু ধু চরের প্রান্তে প্রান্তে। আস্তে আস্তে অন্ধকার কেটে গিয়ে আলোর আভাস দেখা যাচ্ছে। চরের সাদা বালি পরিষ্কার দেখা যাচ্ছে। অনেকটা হেঁটে ক্লান্ত লেখা হাঁফাতে থাকে। ভোরের আলোয় নদীর জল সাদা.... সেখানে ঢেউ উঠছে ঘন ঘন..... চরার মাঝে এক জায়গায় কাদাজল.... চোখ আটকে যায় লেখার, মানুষের মত কি একটা কাদাজলে নড়ছে বলে মনে হচ্ছে..... ও দৌড়ে যায়, গোড়ালি ডোবা জলে কাদায় মাখামাখি হয়ে পড়ে আছে সুধাময়। লেখা তাড়াতাড়ী ওকে টেনে শুকনো বালিতে তোলে, নদীর পরিষ্কার জল এনে চোখ আর মুখের কাদা ধুয়ে দিতেই চোখ মেলে সুধাময়...... লেখাকে দেখে চোখ বড় করে, যেনো বিশ্বাস হচ্ছে না..... লেখার বুক থেকে একটা পাথর নেমে যায়, ও দুহাত জোড় করে ঠাকুরকে একবার প্রনাম করে...
উঠে বসে সুধাময়। ডান হাত নাড়াতে পারছে না ও। ভোলার দাঁড়ের বাড়ি লক্ষভ্রষ্ট হয়ে ওর কাঁধে পড়ে..... মাথায় লাগলে ওখানেই শেষ হয়ে যেতো ও..... কাঁধে লাগায় প্রথমে জলের স্রতের ধাক্কায় ডুবে যায় ও, কিন্তু সাঁতারে পটু সুধাময়, আহত কাঁধ নিয়েই আবার জলের উপরে মাথা তোলে...... ততক্ষণে নৌকা থেকে ও অনেকটা ভেসে চলে এসেছে.... সাঁতার কাটতে কষ্ট হলেও বাঁচার তাগিদে সাঁতরে কোনমতে পাড়ে এসে নিজেকে ফেলে দেয়.....
এখন চারিদিক বেশ পরিষ্কার হয়ে এসেছে। লেখার দিকে তাকাতেই ওর ব্লাউজ ছেঁড়া বুক কাপড়ে ঢাকা চোখে পড়ে। কার কাজ এটা সেটা বুঝতে বেগ পেতে হয় না। লেখার মুখ থেকে সব শুনে রাগে গা কেঁপে ওঠে সুধাময়ের।
" ওর ক্ষতস্থানে কেনো রক্ত বন্ধ করতে গেলি? ওর মত লোককে ওই সুযোগে ওখানেই মেরে ফেলা উচিৎ ছিলো..... সাপের চেয়েও ভয়ঙ্কর এরা..... এদের ছেড়ে দিলেই বিপদ.... "
" মানুষ না মেরেও খুনী আমি..... সত্যি সত্যি মেরে জেলে যাবো দাদা? " লেখা চোখ নামায়।
" আহহহ.....ও তোর সাথে নোংরা কাজ করতে গেছিলো.... সেক্ষেত্রে নিজ আত্মরক্ষার্তে তুই ওকে আরলে সেটা অপরাধের পর্যায়ে পড়ে না.... "
" থাক দাদা.... ছাড়ুন.... ওর শিক্ষা ও পেয়ে গেছে.... আর কোন মেয়ের সর্বনাশ করার ক্ষমতা আর নেই ওর। " সুধাময়কে বেঁচে ফিরে পাওয়াতে লেখার ভোলার প্রতি রাগ অনেক কমে গেছে।
" নারে বোন.......ওই একমাত্র জানে তোর লোকানোর জায়গা কোথায়, যদিও কদমতলার ঘাটে নেমে কোথায় যাবি সেটা জানে না ও..... তবুও সাবধানের মার নেই.... "
সুধাময় উঠে দাঁড়ায়। চারিদিক দেখে মুখে চিন্তার ভাঁজ পড়ে ওর। লেখার দিকে তাকিয়ে বলে " এখান থেকে কদমতলার ঘাট ১ ঘন্টার রাস্তা..... নৌকা ছাড়া একমাত্র গ্রামের ভিতর থেকে কোন গাড়ি করে যাওয়া যেতে পারে...তবে সেটা খুব রিস্কি হয়ে যাবে, তবুও এ ছাড়া আর রাস্তা নেই..... " ও লেখার দিকে তাকিয়ে সম্মতির জন্য অপেক্ষা করে।
লেখার কাছে আর কোন পথ নেই। এখান থেকে এই শরীরে হেঁটে যাওয়াও সম্ভব না, ও বলে, " কপালে যা আছে হবে দাদা...... আপনি চলুন গাড়িতেই যাই "
লেখা অন্যদিকে ঘুরে নিজের হুক ছেঁড়া ব্লাউজ কোনমতে গিঁঠ দিয়ে শাড়ীটা ভালো করে জড়িয়ে নেয়। চর ছেড়ে দুজনে পাড়ের দিকে হাঁটা ধরে। দূরে গাছপালার সাথে দু একটা বাড়িঘর দেখা যাচ্ছে। সুধাময় আগে আগে চলেছে, ভোরের আলোয় ওর উজ্জ্বল চেহারার দিকে তন্ময় হয়ে তাকায় লেখা.....একি মানুষ? না সাক্ষাৎ গৌরাঙ্গদেব?
* * * * * * * * *
রাত বারোটা বেজে দশ। থানায় নিজের চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বুজে ভাবছিলেন গদাধর। মাথাটা একটু ঘেঁটে আছে। এমনি এইসব এলাকায় খুব বেশী খুনের কেস আসে না, যা আসে সবগুলোই সুইসাইড আর না হলে ওপেন এন্ড শাট কেশ, যেখানে খুনী প্রকাশ্যে কে সেটা জানা যায়। প্রায় দেড় বছর এই কুসুমপুর থানার পোষ্টিং হয়েছে ওর। এর মধ্যে দুটো সুইসাইড আর একটা জমিজমা নিয়ে খুনের কেস সামলেছেন উনি। ভোট আসলে দু একটা পলিটিক্যাল মার্ডার হয় বটে তবে সেগুলো উপরমহলের নির্দেশ মত চলে। এই একটা কেশ যেখানে কিছু ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না কিছু। আপাত ভাবে লেখা খুনী সবাই মনে করলেও গদাধরের তুখোর ব্রেন এটা লেখার কাজ বলে মানতে নারাজ। অবশ্য এখানে লেখকে খুনী বলে চার্জর্শীট দিয়ে দিলে প্রতিবাদ করার কেউ নেই। প্রমাণও যথেষ্ট আছে..... তবে একটা বাচ্চা মেয়েকে এভাবে অকারণ দোষী সাজাতে মন চাইছে না গদাধরের। আর ওর মনে সব থেকে খটকা এখানে বিকাশ সামন্তর ইনভল্মেন্ট। লোকটা একেবারেই সুবিধার না তবে এ যাবৎ ওর বিরুদ্ধে খুন বা রেপ কোনো অভিযোগ নেই। সেই কারনে ওকে সরাসরি চার্জ করতেও পারছে না....
" স্যার.... চা.... " কন্সটেবল সুরজ একটা কাপে চা নিয়ে ওর টেবিলে রাখে।
গদাধর চায়ের কাপে একটা চুমুক মেরে সেটা সসব্দে টেবিলে রাখে। সুরজের আজ নাইট ডিউটি। ও গদাধরের সামনে একটা টুলে বসে।
" লাশ কো মর্গ মে ভেজ দিয়া? " গদাধর প্রশ্ন করে।
" হাঁ.... সাহাব....আশারুল নে হি ভেজ দিয়া থা.... ""
" ওকে..... আর কিছু বলবে? " গদাধর সুরজের দিকে তাকিয়ে বলে।
সুরজ একটু গলা নামিয়ে বলে, " স্যার....বো বিকাশ নে মিনিস্টার সুখেন মন্ডল কা খাস আদমি আছে.... " ওর চোখে ভয়ের ছাপ।
" তো? " গদাধর স্থির ভাবে তাকায়,
সুরজ আর কিছু বলতে পারে না, " নেহী স্যার.... য়ুহি বোল দিয়া.... আপ চায়ে পিজিয়ে.... ম্যায় বাহার যাতা হু..."
গ্রামের কারো মোবাইলেই লেখার ভাইরাল ভিডিওটা পায় নি গদাধর। সবাই আগেই ডিলিট করে দিয়েছে। আর সবার মোবাইলতো এভাবে চেক করা যায় না। যতটা পেরেছে করেছে। কিন্তু ওই কয়েকজনের মোবাই চেক ক্ল্রে কিছুই পাওয়া যায় নি। ভিডিওটা পেলে বোঝা যেত কে সেটা পাঠিয়েছে। অবশ্য নম্বরটা ভুয়ো হওয়াই স্বাভাবিক। তবুও কিছু একটা ক্লু পাওয়া গেলেও যেতো। এখন ওর কাছে সেভাবে কোন ক্লু নেই। সিগারেটে টান দিয়ে চোখ বোজে গদাধর...... একে একে সব কথা মনে করতে থাকে.....
হঠাৎ করে বিকাশের কথা মনে পড়ে যায়। " নরেন ওর মোবাইলে ভিডিওটা তুলেছিলো। "
স্প্রিং এর মত খাড়া হয়ে বসে গদাধর। গলা তুলে ডাকে " সুরজ.... ইফহার আও "
ছুটে আসে সুরজ। বোধহয় বাইরে বসে ঢুলছিলো। চোখ জবা ফুলের মত লাল। " জী সাব....বোলিয়ে "
" নরেনের যে মোবাইলটা আমরা বাজেয়াপ্ত করেছি সেটা নিয়ে এসো। " উত্তেজনায় ফুটছে গদাধর।
সুরজ ছুটে ভিতরে গিয়ে একটা প্লাস্টিকে জড়ানো ক্যামেরাওয়ালা ফিচার ফোন নিয়ে আসে। গদাধর হাতে গ্লাভস পরে ফোনটা বের করে সুইচ টেপে। টুংটাং শব্দ করে খুলে যায় ফোন। ও দ্রুতো গ্যালারীতে চলে যায়। সেখানে তন্ন তন্ন করে খুঁজেও লেখার ভিডিওটা পায় না। অথচ বিকাশের কথামত এই ফোনেই ভিডিওটা তুলেছে নরেন। তার মানে কেউ এটা ডিলিট করেছে এবং তার আগে সেটা নিজের ফোনে নিয়েছে.....কিন্তু কিভাবে নিলো? এই ফোনে সোসাল মিডিয়া বা ফাইল ট্রান্সফারের এপ নেই..... তাহলে????
মেনু খুঁজে ব্লু টুথ এ যায় গদাধর। পেয়ার ডিভাইস লিস্ট এ মাত্র একটা ডিভাইসের নাম জ্বলজ্বল করছে। মুখে হাসি খেলে যায় গদাধরের। হিস্ট্রি বলছে গতকাল সন্ধ্যাতেই এই ডিভাইসে কিছু শেয়ার করা হয়েছে।
একটা কাগজে ডিভাইস নেম লিখে মোবাইলটা আবার রেখে দিতে বলে সুরজকে। সুরজ সেলাম করে এগওতেই আবার ডাকে ওকে,
" দাঁড়াও.... আগামীকাল সকালে আমাকে বিকাশ আর তার দুই চেলার কাছে কি মোবাইল আছে তার ডিটেইলস যোগার করে দেবে.... তবে ওরা যেনো ঘুনাক্ষরেও টের না পায় আমি সেটা চাইছি। " গদাধর মুখে হাসি নিয়ে চেয়ারে হেলান দেয়।
সুরোজ " জী সাহাব " বলে বেরিয়ে যায়।
আয়েশ ক্ক্রে একটা সিগারেট ধরায় গদাধর। যাক একটা ক্লু পাওয়া গেলো। ভাগ্য খুব বিরুপ না হলে বাছাধন ধরা পড়েই যাবে।
(চলবে)
Deep's story


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)