17-09-2025, 02:24 AM
(16-09-2025, 06:57 PM)sarkardibyendu Wrote: নতুন দিকে মোড় :
" না পিসি.... এভাবে আর দরকার নেই.....বাকি জীবন জেলের ভিতরেই কাটুক আমার। " লেখা দীর্ঘনিশ্বাস ছেড়ে বলে।
" পাগলের মত কথা বলিস না...... তোর জন্য আমি নুটুর খোঁজ নিয়ে ফিরেছি, তোদের দুজনকে বাকি জীবন কাটাতে হবে একসাথে..... "
দুচোখ ভেঙে জল নেমে আসে লেখার, " আমার আর সেই সুখ কপালে নেই পিসি....... আমি জানি না ও কোথায় আছে, কিন্তু ওকে আমার কাছে আসতে বারণ করো, না হলে আমার সাথে সাথে ওকেও বাকি জীবন অন্ধকারে কাটাতে হবে। "
সুধাময় এগিয়ে এসে লেখার মাথায় হাত দেয়, " শোন, আমাকে তুমি দাদা বলে ডেকেছ তাই আমার উপরে বিশ্বাস রাখো....... তোমাকে নিরাপদে রাখাটা আমার দায়িত্ব..... কেউ তোমার কিচ্ছু ক্ল্রতে পারবে না, "
সুধাময়ের আত্মবিশ্বাসী গলায় লেখা একটু হলেও সান্তনা পায়। ও কিছু না বলে সুধার গায়ের উপর কান্নায় ভেঙে পড়ে।
অপূর্ব হয়েছে এই পর্বটি। সুধা একেবারে সুধায় সুধায় ভরা।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)