Thread Rating:
  • 15 Vote(s) - 2.8 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance কিছু সম্পর্ক
#64
 কিছু সম্পর্কঃ ৬(চ)

 
জয় বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে সুধু , কিন্তু ঘুম আসছে না । ভোর হওয়ার অপেক্ষায় সুধু বার বার ঘড়ির দিকে চোখ যাচ্ছে । কিন্তু আজকে যেন ঘড়ির কাটায় কেউ চুম্বক লাগিয়ে দিয়েছে , কিছুতেই নড়তে চাইছেনা । জয় একপর্যায়ে বিছানা থেকে উঠে পরে । ঘরময় পাইচারি করতে শুরু করে । কিন্তু তাতেও লাভ হয় না । জয় সিগারেট ধরায় , একে একে বেশ কয়েকটা সিগারেট শেষ করে ।
 
এক পর্যায়ে ঘরের ভেতর দম বন্ধ হয়ে আসে । জয় ছাদে উঠে আসে , তারা ভরা আকাশের দিকে তাকিয়ে থাকে । আসলে জয় একটু অবাক ই হয়েছে । রানীর প্রতি একটা টান ও অনুভব করতো সব সময় ই । কিন্তু সেটা এতো শক্তিশালী আজকে রাতে এমন অসহায় পরিস্থিতিতে না পরলে হয়তো বুঝতে পারতো না ।  হয়তো ওর আম্মু আব্বু যেমন বলছে , রানীর অসুখ খুব বেশি কিছু না। কিন্তু জয়ের এই পাশে থাকার আকুতি  রানীর জন্য নয় ,  ওর নিজের জন্যই রানীর পাশে থাকাটা খুব জরুরি । নইলে যে শান্তি পাচ্ছে না । ধিরে ধিরে জয় , রাতের আধারে রানীদের ছাদে চলে আসে । ওর কাছে মনে হয় কিছুটা হলেও রানীর পাশে থাকার অনুভূতি হচ্ছে ।
****

বসে থাকতে থাকতে রাজীবের কিছুটা ঝিমুনি ভাব চলে এসেছিলো , বসে বসে ঘণ্টা দুয়েকের ন্যাপ যদিও কিছুটা চনমনে করতে পেরেছে , কিন্তু সারাদিনের ক্লান্তি পুরোটা দূর করতে পারেনি । হঠাত রানীর বিছানার উপর নড়াচড়ার শব্দ পেয়ে সেই ঝিমুনি ভাবটা কেটে যায় । তরাক করে এক্টিভ হয়ে ওঠে রাজীব । রানী একটু একটু নড়াচড়া করছে , আর মুখ থেকে অস্ফুস্ট গোঙ্গানি বেড়িয়ে আসছে ।
 
রাজীব দ্রুত উঠে দাড়ায় , হাত রাখে রানীর কপালে । প্রচুর ঘামছে রানী , চুল গুলো সব ভিজে গেছে । রাজীব রানীর মাথায় হাত বুলাতে বুলাতে খুব ধিরে ধিরে ওর নাম ধরে ডাকতে থাকে । বেশ কয়েকবার ডাকার  পর দুর্বল ভাবে রেসপন্স করে রানী , প্রায় ফিসফিস করে বলে “তুমি এসেছো?”
 
ডিম লাইটের নীল আলোতে রাজীব লক্ষ্য করে রানীর বন্ধ চোখের কোনা থেকে এক ফোঁটা পানি গড়িয়ে কানের দিকে নেমে যায়।
“ কি বলছিস রে পাগলী আমি আসবো না কেনো” আলতো হাতে চুলে হাত বুলাতে বুলাতে ,  রাজীব রানীর কানের কাছে মুখ নিয়ে খুব ধিরে ধিরে বলে ।
 
“ কেউ ডাকলে চলে যাবে নাতো” রানী বেশ কষ্ট করে কথা গুলো বলে , রাজীব লক্ষ্য করে রানীর ঠোঁট দুটো শুকিয়ে গেছে , নিশ্চয়ই গলাও শুকিয়ে গেছে , তাই কথা বলতে কষ্ট হচ্ছে । রাজীব নতুন কিনে আনা ফ্লাক্স থেকে কুসুম গরম পানি বাটিতে নিয়ে চামচ করে রানীর ঠোঁটে ছোঁয়ায় , একবারে বেশি পানি খেতে দেয়া যাবে না । ধিরে ধিরে দিতে হবে , নার্স বলে গেছে । রাজীব বুঝতে পারে রানী ঘোরের ভেতর কথা বলছে , আর কার সাথে বলছে সেটাও বুঝতে পারে । রাজীবের চোয়াল শক্ত হয়ে আসে । যদি ওই ছেলের নাম একবার বের করতে পারে , তাহলে ও দেখে নেবে। যাকে এতো কষ্ট করে এতো বড় করেছে , কেউ এসে তাকে কাদিয়ে যাবে সেটা চুপ করে সহ্য করবে না রাজীব।
 
ঠোঁটে পানির স্পর্শ পেয়ে রানী একটু চুমুক দিয়ে ভেতরে নেয় । আর তারপরি চোখ মেলে তাকায় । রাজীব লক্ষ্য করে রানীর দৃষ্টিতে প্রথমে কনফিউশন তারপর ভয় ফুটে ওঠে । দ্রুত পানির বাটি রেখে , আবার মাথায় হাত রাখে , আলতো করে ডাকে, বলে “ এইতো আমি , ভয় নেই , ভয় নেই”
“আমি কোথায় , তুমি কে?” কনফিউসড রানী জিজ্ঞাস করে , কণ্ঠ কেঁপে ওঠে ।
 
“ আমি রাজীব , তোর ভাইয়া”
 
“ ওহ ভাইয়া” এই বলে রানী মুখটা ঘুরিয়ে নেয় , একটা বড় করে নিঃশ্বাস ফেলে । নিজের চেহারায় আশাভঙ্গের  যে ছাপ পড়েছে সেটা লুকায় ।
 
রানীর হতাশা রাজীবের দৃষ্টিও এড়ায় না । বুকটা ভারি হয়ে আসে ছোট বোনের এই কষ্ট দেখে । সেই সাথে রাজীবের লম্বা লিস্টে একটা নতুন fear unlock  হয় । বোন বড় হচ্চে , এখন যদি ভুল মানুষের পাল্লায় পরে তাহলে জীবন দুর্বিষহ হয়ে উঠবে ।
 
কয়েক সেকেন্ড পর রানী মুখ ঘুরায় , জিজ্ঞাস করে “ আমি কোথায়?”
 
“ তুই হসপিটালে , তোর  ভীষণ জ্বর ছিলো , আচ্ছা তোর যে জ্বর সেটা আমাকে বলবি না?” রাগ নয় একটু অভিমান করেই বলে রাজীব । একটা সময় ছিলো , একটু হাত ছিলে গেলেই রানী রাজীবের কাছে এসে বলতো , আর এখন এতই বড় হয়ে গেছে যে শরীরে জ্বর নিয়েও বলার প্রয়োজন বোধ করলো না । অবশ্য পরোমুহুরতেই ভাবে , ও নিজেও কি কম উদাসিন হয়ে গেছে , আগে বাড়িতে ঢুকেই বলে দিতো পারতো , কিছু একটা গড়বড় হচ্চে , আর দুদিন জ্বরে ভুগছে রানী অথচ ও বুঝতেই পারেনি । এর কারন হচ্চে রানীর দিকে ভালো করে তাকায়নি ও । নিশ্চয়ই রানী ওর অবহেলা কিছুটা টের পেয়েছে । তাই নিজে থেকে যেচে বলতে আসেনি ।
 
রানী কোন উত্তর দেয় না , সেদিন জয়ের সাথে ভিজে বাড়ী ফেরার পর , ভেজা জামা কাপড় নিয়েই বিছানায় শুয়ে পরেছিলো। কখন যে ঘুমিয়ে পরেছিলো খেয়াল নেই । যখন ঘুম ভাঙ্গে তখন প্রায় ঘণ্টা দুই পেরিয়ে গেছে । সেদিন সন্ধার পর থেকেই মাথা ভার ভার লাগছিলো , সেই সাথে প্রচণ্ড মাথা ব্যাথা । রাজীব কে বলবে বলবে করেও বলা হয়নি । একে তো নিজের মন খারাপ ছিলো , তার উপর রাজীব প্রতিদিন ক্লান্ত হয়ে বাড়ি ফেরে , একটু রেস্ত নিয়ে আবার রাত জেগে পড়ে । তাই রাজীব কে একটু জ্বর সর্দির জন্য বিরক্ত করতে ইচ্ছে হয়নি ।
 
দুদিন কষ্ট করে কেটে গিয়েছিলো , কিন্তু আজকে দুপুরের পর থেকে শরীর এতো খারাপ হয় , শরীরে ভীষণ কাঁপুনি হচ্ছিলো বলে দরজা জানালা সব বন্ধ করে পাখা বন্ধ করে , শুয়ে ছিলো । শুয়ে পড়ার কিছুক্ষনের মাঝেই রানী এক আনন্দময় দুনিয়ায় চলে গিয়েছিলো । জয় কিছুক্ষন পর পর ই ওর সাথে এসে দেখা করেছে , একদম ওর বেড রুমে , রানী জিজ্ঞাস করেছিলো , যে জয় এতো সাহস কোথায় পেয়েছে , যে ওর বেড রুমে ঢুকে ওর হাত ধরে বসে আছে , উত্তরে জয় বলেছিলো আমাকে কে আটকাবে?  তোর কাছে আসতে আমাকে আটকাবে এমন কেউ নেই এই দুনিয়ায় । রানী শুনে খুব খুশি হয়েছিলো , ওর কাছে মনে হয়ছে এর চেয়ে বেশি খুশি আর কোনদিন হয়নি, কিন্তু সেটা জয় কে বুঝতে দেয়নি , উল্টো কপট রাগের সাথে বলেছিলো , আমার ভাই আর আব্বু দেখলে তোমার ঠ্যাং ভেঙ্গে দেবে ।  জয়কে বেশ বকুনি ও দিয়েছিলো রানী , সেদিন নিলুকে রাইড দেয়ার অপরাধে , জয় কান ধরে বলেছিলো আর কোনদিন হবে না , জয় এই প্রতিজ্ঞা ও করেছিলো যে রানীকে ছাড়া আর কারো দিকে তাকাবে না।   
 
তা ছাড়া  একবার দুবার  আম্মুকেও দেখছিলো ও ,  সেটাও যে ভুল ছিলো তা আর বলার অপেক্ষা রাখে না , এমনকি ওই সময়ও রানীর মনে খটকা লেগেছিলো , আম্মু এলো কি করে ?  একবার এসে ফ্যান চালিয়ে দিয়েছিলো,  রানী প্রচণ্ড বিরক্ত হয়েছিলো   , তখন জয় ওর সামনে বসে , ওর হাত ধরে রেখেছে ।  আর একবার ওর শরীরে বরফের মত ঠাণ্ডা কিছু দিয়ে ছ্যাকা দিচ্ছিলো , তখন অবশ্য জয়  ছিলো না , কারন আম্মু ওকে পেট পিঠ সব জায়গায় বরফ ছ্যাকা দিচ্ছিলো  জয় তখন বেড়িয়ে গিয়েছিলো আম্মুর সামনে লজ্জা পেয়ে ।
 
রানীর মনে হয় ওর ঘুম না ভাংলেই মনে হয় ভালো হতো , ওই দৃশ্য গুলো  সবই  তপ্ত মস্তিস্কের বানানো ছবি হলেও বাস্তবের চেয়ে সুখকর ছিলো ।  
 
নিজের প্রশ্নের জবাবে , রানীকে কোন উত্তর না দিতে  দেখে , আর ওই বিষয় তোলে না রাজীব। এই মুহূর্তে এসব ব্যাপার খুব গুরুত্বপূর্ণ কিছু না । আর একটু পানি খাবে কিনা জিজ্ঞাস করে  রাজীব।  রানী মাথা নাড়িয়ে জানিয়ে দেয় খাবে না ।
 
“ আর একটু খা , নইলে শরীরে পানির অভাব হয়ে যাবে , কতক্ষণ কিছু খাস না” রাজীব জোর করে রানী কে কয়েক চামচ পানি খাইয়ে দেয় । গরম পানি জ্বর মুখে বিস্বাদ লাগে , কিন্তু রানী বাধ্য হয় ।
 
“ এখন কেমন লাগছে ?” জিজ্ঞাস করে রাজীব ,
 
“ মাথা ব্যাথা , বুকেও কিছুটা ব্যাথা আছে” রানী উত্তরে বলে ।
 
রাজীব একে একে বলতে থাকে কে কে এসেছিলো , কি কি করেছিলো । রাজীব চায় না রানী চুপ থাকুক । চুপ থাকলেই ও কি যেন চিন্তা করে , আর মুখে ব্যথার ছাপ ফুটে ওঠে । তাই রানী কে কথা না বলতে দিলেও সারাক্ষণ নিজে বক বক করতে থাকে । রানীর মন অন্যদিকে সরিয়ে নেয়ার চেষ্টা ।
 
রানী একে একে সবার নাম শোনে , কে কি বলেছে , কে কি করেছে সেটা শোনে । কিন্তু যে নামটা শোনার জন্য ওর কান অধির আগ্রহে অপেক্ষা করছিলো সেই নামটাই রাজীব উচ্চারন করে না । রানী একবার জিজ্ঞাস করতে গিয়েও থেমে যায় । মনে মনে ভাবে একটিবার দেখতে আসার ও সময় পেলো না ।
 
একটু পর রানী জানায় ওর বাথরুম পেয়েছে । তাপর নিজে থেকেই উঠতে চেষ্টা করে । রাজীব দ্রুত ওকে থামিয়ে দেয় । বলে “ জান্নাত আছে , ওকে ডাকি ?”
 
রানী এতক্ষণ জান্নাত কে লক্ষ্য করেনি , রাজীবের কথায় এদিক ওদিক তাকিয়ে দেখে জান্নাত সোফায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে । এক চিলতে হাসি ফুটে ওঠে রানীর ঠোঁটে , ান্ধবীর ঘুমের অবস্থা দেখে । দেখে মনে হচ্ছে একটা কাপড়ের বস্তা । অবশ্য একি সাথে রানীর মন কৃতজ্ঞতায় ভরে ওঠে । ওর জন্য নিজের বিছানা ছেড়ে হাসপাতালের সোফায় ঘুমাচ্ছে । অথচ রানী জানে নিজের বিছানা নিয়ে জান্নাত কতটা অবসেসড ।
 
রানী মাথা নেড়ে না করে দেয় , বলে “ তুই আমাকে তুলে দে আমি যেতে পারবো”
 
রাজীব রানীকে প্রায় পাজকল করে তুলে মেঝেতে দারকরিয়ে দেয় । আর তখনি রানী বুঝতে পারে ওর পা দুটো কতটা শক্তিহীন। প্রায় পরে যাওয়া শুরু করে । কিন্তু রাজীব ধরে ফেলে , কোলে করে বাথরুমের একেবারে ভিতরে নিয়ে কমোডের সামনে এনে দারকরিয়ে দেয় । বলে “ আমি বাইরে দরজার সামনে দাড়িয়ে আছি , দরকার পরলে ডাকিস”
 
রাজীব দরজা চাপা দিয়ে দাড়িয়ে থাকে ।
 
এদিকে রানী বহু কষ্টে কমোডে বসে , একা হতেই কল্পনা আর বাস্তবতার সাথে পার্থক্য ওর সামনে পরিস্কার হয়ে ওঠে , ওর কল্পনায় জয় বার বার এসেছে , বসে থেকেছে পাশে , অথচ বাস্তবে আসেনি। আর ওখানে  কি স্পষ্ট ভাবেই না আম্মুকে দেখছে ও , কত বাস্তব মনে হচ্ছিলো প্রতিটা স্পর্শ  । মনেই হয়নি ওটা কোন ভ্রম ছিলো , প্রতিটা স্পর্শের সাথেই উপলব্ধি করেছে মায়ের মমতা , যে মমতার জন্য সব সময় ব্যাকুল হয়ে থাকে ওর মন ।
 
দুর্বল শরীর ওর মনকেও দুর্বল করে দেয়, দু হাতে চেহারা ঢেকে হু হু করে কেঁদে ফেলে । চিৎকার করে কাঁদে রানী , কিন্তু একটা শব্দ ও বের হয় না ।
 
এদিকে প্রায় মিনিট পাচেক রানীর কোন শব্দ না পেয়ে রাজীব চিন্তিত হয় , দরজার বাইরে থেকে জিজ্ঞাস করে “ কিরে তোর হয়েছে?”
 
ভাইয়ের ডাক শুনে হুঁশ ফেরে রানীর , কোন রকমে কান্না গিলে নেয় , তারইর ভালো করে মুখ চোখ মুছে নেয় । খুব কসরত করে উঠে দাড়ায় , পোশাক ঠিক করে , কাঁপা গলায় বলে “ আসো”
 
রাজীব ভেতরে ঢুকে রানীকে বেসিনের সামনে দার করায় , রানী হাত মুখে পানি দিলে , আবার কোলে তুলে নেয় । বিছানার সামনে এসে বিছানায় শুইয়ে দেয় । চাদর দিয়ে ভালো মতন ঢেকে দিতে দিতে বলে , “ তোর মনে আছে , আমি যখন ছোট ছিলাম , তখন ভুতে কত ভয় পেতাম , রাতে বাথরুম পেলে তোকে দরজার বাইরে দাড়িয়ে থাকতে বলতাম”
 
দুজনেই এক সাথে হেসে ওঠে , পুরনো সৃতি মনে করে, যদিও রানীর হাসি বেশ দুর্বল । রানী বলে , “রাতের বেলাও শান্তিতে ঘুমাতে দিতে না , এমনো অনেক দিন হতো আমি বাথরুমের বাইরে বসে ঘুমিয়ে যেতাম , আর তুমি আমাকে কোলে করে বিছানায় দিয়া আসতে, ঘুমন্ত দারোয়ানে যে তোমার কি লাভ হইতো কে জানে হি হি হি”
 
 কথা গুলো বলা শেষ হতেই রানী খুক খুক করে কাশতে লাগলো । ওকে দেখেই বোঝা যাচ্ছে কাশতে ওর বেশ কষ্ট হচ্ছে , হাত দিয়ে বুকের উপর মালিস করার মত করছে । রাজীব মাথারত পেছনে হাত দিয়ে রানী কে বসায় , তারপর হসপিটালের বেড  এডজাস্ট করে দেয় , যেন রানী হেলান দিয়ে বসতে পারে । কিন্তু রানীর কাশি থামে না , আরো বাড়তে থাকে ।
 
রাজীব কি করবে ভেবে পায় না । দ্রুত পাশে রাখা টেলিফোন তুলে , নার্স স্টেশনে কল করে । এদিকে কাসির শব্দে জান্নাতের ও ঘুম ভাঙ্গে । দ্রুত উঠে আসে জান্নাত , রাজীব কে সরিয়ে দিয়ে , আস্তে আস্তে রানীর বুকে হাত বুলিয়ে দিতে থাকে ।
এই ফাঁকে নার্স চলে আসে , এসে দ্রুত হাতে নেবুলাইজার প্রস্তুত করতে থাকে । ঘরিতে তখন পৌনে ছয়টা ।
****
 
জয় সূর্য উদয়ের দিকে তাকিয়ে নিজের সিগারেটে শেষ টান দেয় । সেপ্টেম্বরের সকালের বাতাসের হালকা শীতল ছোঁয়া ওর নির্ঘুম চোখে মুখে এসে লাগে । চোখ দুটো বেশ জালা করে ওঠে । ধিরে ধিরে নিজেদের ছাদের দিকে যায় জয় । প্রতিক্ষিত সকাল এসে গেছে , লম্বা একটি রাতের পর । এখন আর কোন বাধা নেই । 
*****
সব প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 1 user Likes gungchill's post
Like Reply


Messages In This Thread
কিছু সম্পর্ক - by gungchill - 29-07-2025, 04:17 PM
RE: কিছু সম্পর্ক - by gungchill - 16-09-2025, 09:24 PM



Users browsing this thread: