13-09-2025, 07:00 PM
(This post was last modified: 13-09-2025, 07:26 PM by gungchill. Edited 1 time in total. Edited 1 time in total.)
(13-09-2025, 05:50 PM)ধূমকেতু Wrote: দুর্দান্ত লেখা আপনার। হাত বেশ পাকা বলতে হয়।
এই ফোরামে বেশির ভাগ পাঠকই যৌনতা খোঁজে, যেহেতু আপনার গল্পে এখনো যৌনতা আসে নি তাই হয়তো একটু কম রেসপন্স পাচ্ছেন, কিন্তু তাই বলে আপনার লেখা খারাপ না।
গল্পটায় উপন্যাসের ভাব আছে, আর বাস্তববাদী একটা ভাব আছে, তাই যখন যৌনতা আসবে, ফাটাফাটি হবে তখন।
কিন্তু যৌনতাকে বেশি জোর করে আনার চেষ্টা করবেন না, যখন দরকার, আপনি ভালো মনে করবেন তখন আনবেন।
কারণ গল্পটাকে শুধু মাত্র যৌনতার গল্প মনে হলো না, বরং বাস্তবের সাথেও রিলেট করতে পারলাম।
হতাশ হবেন না, আপনার মতো লেখক এই ফোরামে খুব দরকার।
অন্যান্য ফোরামে বড় বড় অনেক মহারথী আছে, আমাদের বাংলা ফোরামটাতে মহারথীদের অভাব।
আশাকরি এই ফোরাম টাকে সামনে এগিয়ে নেবেন।
আরেক বার বলছি, লেখা অসাধারণ, গল্পটাও ভালো, সামনে আরো ভালো করবেন, এটাই আশা।
আরেকটা কথা, শেষ কয়েকটা আপডেটে নাইম কে বেশ ধূর্ত, কৃতঘ্ন আর মিথ্যেবাদী মনে হলো, কিন্তু ও আসলে সরল, সরল ভাবটাই বেশি ভালো লেগেছে ।
নতুন মনোভাব টা খারাপ লাগছে।
লেখক সাহেবের কাছে আবেদন, নাইমের সারল্য আর মনুষ্যত্ব বোধটা যেন লোপ না পায়।
কদর্য ফিল্ম ইন্ডাস্ট্রির পাকে ও যেন পদ্ম হয়ে ফোঁটে।
আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো (সত্যি কথাটা লিখলাম না , লিখেও কেটে দিলাম , কেমন যেন নিজেকে ছেলে মানুষ মনে হচ্ছিলো) ।
নাইমের চরিত্রের পরিবর্তন নিয়ে যা বলেছেন , আমি আসলে এই ধরনের কমেন্ট ই আশা করে থাকি , ধন্যবাদ এই বিষয়টা তুলে ধরার জন্য । আমার কাছে কি মনে হয় জানেন , আমরা অনেক সময় রাগের মাথায় ভুল মানুষের সাথে ধূর্ততা ,শঠতা করে থাকি ।তখন আমরা মনে করি যে খুব চালিয়াতি কাজ করে ফেলেছি । আসলে তখন আমরা যে একজন সত্যিকারের মূর্খের মত কাজ করেছি সেটা বুঝতে পারি না। সহজ সরল গ্রাম্য ছেলে নাইম , একি সাথে বোকা আর মূর্খ , বাবা মায়ের এক মাত্র সন্তান সিনেমা পাগল ছেলেটি আদরে আদরে মাথায় উঠেছে । আমাদের গ্রামের ভাষায় বলে "আদরে আদরে বইদর হইসে" । আপাতত সে নিজেকে বেশ চালাক চতুর মনে করছে আর ডলির প্রতি অভিমান থেকে ডলিকে একটা শিক্ষা দেয়ার জন্য , নিজের লক্ষের দিকে স্রুত পৌঁছানর শর্টকাট ধরেছে । ব্যাপারটা এমন ভুল মানুষের উপর প্রতিশোধ নেয়ার জন্য , ভুল পথে পা বাড়ানো । যা নাইমের মত সরল কিন্তু মূর্খ এবং বাস্তব জ্ঞানশূন্য ছেলেটি না জেনে বুঝেই করে ফেলছে । আশা করি নাইম ভবিষ্যতে এটা অনুধাবন করতে পারবে ।
"জি বুঝেছি , শব্দ দুটো বলতেই ওর ডলির কথা মনে পরে গেলো । ডলিও ওকে এভাবে কথা বলতে শিখাতে চেয়েছিলো । সাথে সাথে মনটা বিষিয়ে গেলো । এই বজ্জাত মহিলাকে যতই দূরে ঠেলতে চায় ততই বার বার কাছে চলে আসে ।"
শেষের এই লাইন টা ডলির প্রতি নাইমের বর্তমানের অবস্থান কি কিছুটা প্রকাশ করছে না? নাইম রাগান্বিত , কিন্তু ডলিকে ভুলতে পারছে না ।
কেউ কথা রাখে না
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।