12-09-2025, 02:23 AM
(10-09-2025, 06:57 PM)sarkardibyendu Wrote: দুপুরবেলার এই সময়টা একেবারে নিজের সুলতার। ওর বর বিকাশ এখন অফিসে, আর ছেলে কলেজে..... চারটের আগে ছেলে আসে না, আর বরের ফিরতে ফিরতে সেই সন্ধ্যা ৬ টা। কয়েকদিন আগেও এই টাইমটাতে ও ফাঁকা ছিলো না। বুড়ি শাশুড়িকে স্নান করানো, খাওয়ানো এইসব করতে করতেই বেলা চারটে বেজে যেতো। ততক্ষণে ছেলে কলেজ থেকে ফিরে আসলে তাকে খেতে দেওয়া, তারপর বাসন পত্র ধুয়ে গোছাতে গোছাতে সন্ধ্যা হয়ে যেতো। একফোঁটা একাকী সময় ও নিজের জন্য বের করতে পারতো না।কথায় বলে দুনৌকায় পা দিতে নেই। তুমি ভায়া তো প্রায় ডজনখানেক নৌকায় পা দিয়ে বসে আছ। এখনও না হলে ডজন খুব শিগগিরই হয়ে যাবে।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)