Thread Rating:
  • 15 Vote(s) - 2.8 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance কিছু সম্পর্ক
#47
কিছু সম্পরকঃ ৬ (ক)

 
 
স্টেডি একটা স্পিড রেখে বাইক চালায় জয় , বাতাসে রানীর ওড়না মাথা থেকে পরে যায় । রানী সেটা আর দ্বিতীয় বার উঠানোর চেষ্টা করে না । বাতসের ঝাপটা মুখে চুলে আর সমস্ত শরীরে লাগতে দেয় । ও জানে এই দমকা বাতসে উড়ে চলা ওর জন্য সম্ভব নয় , তবুও যতটা সময় পাওয়া যায় উপভোগ করতে দোষ কোথায় । বাতসের সাথে যেন ওর মনের সকল চিন্তা ভাবনা উড়ে চলে যাচ্ছে , প্রতিটি মুহূর্ত যেন আরো হালকা করে দিচ্ছে ওকে । ভয় হয় রানীর , মনে হয় এমন চলতে থাকলে এক সময় উড়তে শুরু করবে ও । তখন চাইলেও মাটিতে নামতে পারবে না । অথচ ওর মাটিতে পা রাখা খুব জরুরি ।
 
সত্যিই কি জরুরি , যদি তাই হতো তাহলে , এতো ভালো লাগছে কেনো ? কেন মনে হচ্ছে না ও কোন অন্যায় করছে । কেন যতক্ষণ জয়ের সাথে থকে ততক্ষন মনে হয় ওর জীবনে কোন চাপ  নেই , নেই কোন বাড়তি চিন্তা । এই সময়টুকু কেনো এতো রিয়াল মনে হয় , কেনো  বাকি সময়টা অভিনয়ের মত মনে হয় । মনে হয় অন্য কারো জীবন যাপন করছে ও । আর সেই অন্য কারো জীবনে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পরে , রাতে ঘুমুতে বিছানায় গা রাখতেই ক্লান্তিতে অবসাদে শরীর ভারি হয় আসে ।
 
এক ফোঁটা পানি এসে পরে রানীর গালে । তারপর আরেক ফোঁটা কপালে , এর পর ঝম ঝম করে বৃষ্টি শুরু হয় । রানীর ইচ্ছে হয় দু হাত দুদিকে ছড়িয়ে দিয়ে আকাশের দিকে মুখ করে , সারা শরীরে মাখিয়ে নেয় বৃষ্টির ফোঁটা , ধুয়ে ফেলে জীবনের সব অবসাদ আর ক্লান্তি । কিন্তু সেটা সম্ভব হয় না , জয় কে উদ্দেশ্য করে  বলতে হয় , “ গাড়ি ওই দোকানটায় থামাও”
 
বলার প্রয়োজন ছিলো না , জয় আগেই সেই দোকানের উদ্দেশ্যে বাইক ঘুরিয়ে নিয়েছে ।
 
দোকানটা একটা ঝুপড়ি চায়ের দোকান , আগে থেকেই কিছু মানুষ চা খাচ্ছিলো । বৃষ্টির কারনে আরো কিছু মানুষ এসে জড় হয়েছে । তবে গাদাগাদি ভিড় নয় , অন্য মানুষ গুলো ওদের একটু স্পেস দিয়েই দাঁড়িয়েছে । সাথে মেয়ে আছে বলে বাড়তি খাতির ।
 
অল্প সময় বৃষ্টিতে থাকলেও বেশ ভিজে গেছে দুজনেই । রানীর চুল , কামিজ সালোয়ার সব ভিজে গেছে । আর ভেজা কাপড় শরীরের সাথে লেপ্টে জাওয়ায় রানী চেষ্টা করছে যেন শরীরের সাথে লেপ্টে না থাকে , সেই সাথে ওড়না আর শরীর থেকে পানি ঝেড়ে ফেলার চেস্টাও  করে যাচ্ছে ।
 
জয়ের সে সবের বালাই নেই , ওর দৃষ্টি রানীর উপর । মুগ্ধ হয়ে রানীর দিকে তাকিয়ে আছে ও । রানীকে দেখতে একেবারে উপন্যাসের নাইকাদের মত লাগছে , চোয়াল শক্ত , মুখে বিরক্তির ভাব , ভ্রু কুঁচকে আছে । কিন্তু এসব ও ওর মুখের কমনীয়তা কমাতে পারেনি , বরং বৃষ্টির পানিতে ভেজা চেহারায় এক বিষাদময় সৌন্দর্য ফুটিয়ে তুলেছে । নাকের ডগা , চোখের পাপড়ি আর থুতনির মাঝ বরাবর থেকে ফোটায় ফোটায় পানি পরছে ওর প্রতিটি নড়াচড়ার সাথে সাথে । জয়ের  কাছে মনে হচ্ছে ও স্লো মোশনে দেখছে এসব , রানীর মুখমন্ডলের একেকটি  কোষের নড়াচড়া , একেকটি  অভিবেক্তি ওর নজর গোচর হচ্ছে । কানের কাছে ভেজা কিছু চুল লেপটে আছে যাদের ডগা রানীর গাল পেরিয়ে ঝুলে আছে শূন্যে , সেখান থেকেও অল্প বিরতিতে মুক্তোর দানার মত ঝরছে বৃষ্টির পানি , কানের পেছন  , গলা পেছনের পিঠের উন্মুক্ত অংশ  ফোঁটা ফোঁটা পানিতে সজ্জিত হয়ে আছে । কানে ঝুলানো ঝুমকা বার বার দোল খাচ্ছে , রানীর  বৃষ্টির পানি থেকে নিজেকে রক্ষা করার কর্মযজ্ঞের কারনে । এই অসাধারন দৃশ্য জয়ের মনে একদম ফ্রেম হয়ে গেঁথে যায় । হয়তো জয় ওর বাকি জীবন এই দৃশ্য ভুলতে পারবে না । একজন রাজকুমারির বিষাদ মাখা অপূর্ব সুন্দর মুখ , বৃষ্টির ফোঁটা অঙ্কিত হয়ে আরো সুন্দর হয়ে উঠেছে । জয় রানীর এই দুষ্প্রাপ্য সৌন্দর্যের সাথে সাথে চাপা পরা গভির একাকীত্ব ও অনুভব করতে পারছে । যা জয়ের মনকে আর বেশি আপ্লূত করে । ইচ্ছে হয় এই একাকি  দুঃখী রাজকন্যার হাত ধরতে , বলতে  ইচ্ছে হয় আমি তোমার সব দুঃখ ভুলিয়ে দেবো , যাবে আমার সাথে ? কিন্তু বলে উঠতে পারে না ।
 
ধিরে ধিরে জয়ের দৃষ্টি রানীর গলা হয়ে কলার বোনের দিকে যায় ভেসে থাকা কলার বোন দুটোর বেশ জোরালো উপস্থিতি , তারপর আরো নিচে উন্মুক্ত বুকের উপর অংশ , বৃষ্টির ফোঁটা অঙ্কিত একটা ছোট্ট তিল , খুব খ্যেয়াল না করলে চোখে পরে না , তারপর জয়ের দৃষ্টি আরো নিচে নামতে থাকে , সোনালি সুতোর কাজ করা অংশটা উঁচু হয়ে আছে , ধিম তালে ওঠানামা করছে প্রতিটি নিশ্বাসের কারনে , এর পর আরো নিচে প্রায় সমতল পেট  , ধুসর সাদা জামা ভিজে গিয়ে রানীর পেটের কাছ টায় শরীরের সাথে সেঁটে আছে , ফর্সা ত্বক স্পষ্ট বোঝা যাচ্ছে । জয় চোখ ফিরিয়ে নিতে চায় , কিন্তু পারে না । তবুও জোর করে নিজের দৃষ্টি উপরে তোলে , আর ঠিক তখনি চোখ পরে রানীর চোখে । নিজের দৃষ্টি কে চোরের মত লুকায় না জয়, রানীর চোখে চোখ রেখেই ওর ঠোঁটে ফুটে ওঠে হালকা লজ্জা মিশ্রিত  হাসি । এই লজ্জা এইজন্ন নয় যে ও দেখেছে , এই লজ্জা ধরা পরে যাওয়ার কারনে । অনেকটা চুরি করে মিষ্টি খেয়ে মায়ের কাছে ধরা পড়ার পর যেমন হাসি সন্তান হাসে ।  
 
নিজের শরীর থেকে যখন পানি ঝারছিলো তখন জয় কে চুপচাপ দেখে বেশ অবাক হয় রানী । জয় যে এতক্ষণ চুপ থাকতে পারে সেটা ওর জানা ছিলো না , তাই কৌতূহল বসত জয়ের দিকে তাকায় । দেখে জয় ওর দিকেই তাকিয়ে আছে , জয়ের দৃষ্টি অনুসরন করতে গিয়ে রানী খেয়াল করে যে জয় ওর পেটের দিকে তাকিয়ে আছে । তখনি মনে পরে , আজকে কামিজের নিচে ব্রা এর উপরে যে ভেস্ট টা পড়েছে সেটা ওর সম্পূর্ণ পেট কভার করে না । স্পাগেটি স্ট্রেপের ভেস্ট টা বুকের নিচে কিছুদুর গিয়েই শেষ হয়ে যায় । নিশ্চয়ই ওই অংশের পেট ভেজা কাপড় এর কারনে দেখা যাচ্ছে , রানী অবাক হয়ে জয়ের দিকে তাকায় , কেমন নির্লজ্জের মত তাকিয়ে আছে !!! আর তখনি চোখ তোলে জয় , চোখা চখি হয় , এবং রানী কে আরো অবাক করে দিয়ে, জয় নির্লজ্জের মত হাসে । এক্টুও লুকানোর চেষ্টা করে না যে এতক্ষণ ও কোথায় তাকিয়ে ছিলো । নাহ এতটুকু শরীর প্রদর্শনে রানীর লজ্জা নেই , কিন্তু কেউ যদি সেদিকে কু দৃষ্টিতে তাকায় তাতে রানীর রাগ হয় । রানী রাগ করার চেষ্টা করে , কিন্তু অবাক হয়ে খেয়াল করে যে রাগ করতে পারছে না । জয়ের জয়ের এই নির্লজ্জ দৃষ্টিকে আর যাই হোক কু কিছুতেই বলেতে পারছে না। বরং জয়ের দৃষ্টিতে এমন কিছু ছিলো , যা দেখে ওর গা শিউরে উঠেছে । জয়ের দৃষ্টিতে ছিলো অধিকার , ভাব খানা এমন যে , আমি দেখবোই , আমার দেখার জন্যই তো তোমার অস্তিত্ব ।
 
নিজের শরীরে এক ধরনের শিরশিরে অনুভূতি হয় । এই ঠাণ্ডা শরীরেও উষ্ণতার আভাষ পায় । তাছাড়া অন্য লোকজন যখন কু দৃষ্টিতে তাকায় , তখন চোখে চোখ পরলে চোরের মত চোখ সরিয়ে নেয় । কিন্তু জয় চোখ তো সরিয়ে নেয়নি ই উল্টো হাসছে । ভাব খানা এমন যে আমি দেখতেই পারি ।
 
হঠাত রানীর হুঁশ হয় আশেপাশেও কিছু পুরুষ আছে , রানী আশেপাশে একবার তাকিয়ে দেখে , বেশ কয়েকজন চোরের মত দৃষ্টি লুকায় । এতক্ষনের ভালোলাগার অনুভূতি চলে যায় রানী কে ছেড়ে , দ্রুত হাত দিয়ে ঢাকার চেষ্টা করে ।
 
জয় রানীকে আশেপাশে তাকাতে দেখে আর হাত দিয়ে নিজের পেট ঢাকতে দেখে বুঝতে পারে ও বিব্রত হচ্চে । জয় নিজেও চোখ গরম করে আশেপাশে একবার তাকায় , বেশ কয়েকটি চোর ধরা পরে । কিন্তু জয় জানে ও এখানে কিছু করতে পারবে না , কিন্তু রানীকে এই অবস্থায় দেখতেও পারছে না । তাই ও একটু ভেবে নিয়ে এমন একটা কাজ করে যা হয়তো একটু বেশি বেশি মনে হবে , অনেকেই ভাববে গাঁজাখুরি সিনেমা চলছে । কিন্তু জয় এসব কেয়ার করে না , নিজের সার্ট খুলে রানীর দিকে এগিয়ে দেয় । ব্লু জিন্স যা এখন ভিজে কালচে দেখাচ্ছে এর উপর সুধু মাত্র একটা সাদা ওয়াইফ বিটার পরে আছে জয় ।
 
রানী অবাক হয়ে তাকিয়ে আছে জয়ের দিকে , ভ্রু কোচকানো , প্রশ্নবোধক দৃষ্টি , ‘ এটা কি হচ্ছে ধরনের প্রশ্ন’ । কিন্তু জয় সেই প্রশ্ন উপেক্ষা করে , সার্ট নেয়ার জন্য ইশারা করে । কিন্তু রানী সার্ট না নিয়ে , চোখের দৃষ্টিতে বলে , ‘ সিন না করলে হয় না’। জয় আবার এড়িয়ে যায় , উল্টো ইশারায় বলে পরে নিতে , এবার অবশ্য ধমক মেশানো থাকে ইশারাতে ।
 
রানী বুঝতে পারে জয় কথা শুনবে না , তাই সিন যেন আরো বেশি ড্রামাটিক না হয় সে জন্য সার্ট নিয়ে নেয় , তারপর নিজের শরীরের উপর চরিয়ে বোতাম আটকে নেয় । মনে মনে ভাবে হিরো সাজার অভ্যাস কোনদিন যাবে না এই ছেলের । এইটুকুর জন্য নিজের সার্ট না খুল্লেও হতো । সব ব্যাপারে বেশি বেশি , আশেপাশের লোকজন অবাক হয়ে দেখছে , কারো কারো মুখে মুচকি হাসি । খুব মেজাজ খারাপ হয় রানীর । তবে রানী স্বীকার করতে না চাইলেও মনের এক কোনে ভালোলাগার ছোট্ট একটা অনুভূতি চুপ করে বসে দাঁত বের করে হাসছে । সেই হাসি রানীর ঠোঁটেও সংক্রমিত হয় , খুব ছোট্ট করে মুচকি একটা হাসি ফুটে ওঠে ওর ঠোঁটে । এবং রানী খুব চেষ্টা করে সেটা যেন জয় দেখতে না পায় । বডি বিল্ডার জয়ের সার্ট রানীর জন্য বেশ ঢোলা হয় । ওড়নার আর দরকার হয় না । রানী ওড়নাটা এক প্যাচে গলায় ঝুলিয়ে নেয় । তারপর জয়ের দিকে তাকায় , ইশারায় প্রশ্ন করে ‘এবার খুশি?’
 
আর তখনি জয়ের কাঁটা কাঁটা মাসল যুক্ত বাহু আর কাঁধ , সেন্ডো গেঞ্জি ঢাকা শক্ত সমতল পেট নজরে আসে রানীর । একটা বৈদ্যুতিক শক খায় রানী , গলা শুকিয়ে আসে , ঢোক গিলতে বাধ্য হয় । সমস্ত শরীরে তাপ মাত্রা হঠাত বৃদ্ধি পাওয়া টের পায় রানী । নিঃশ্বাস ঘন হয়ে আসে । এতো সুন্দর হয় ছেলে মানুষের শরীর রানীর জানা ছিলো না । হ্যা সিনেমায় দেখছে , কিন্তু সেই অনুভূতি আর ছোঁয়ার দুরুত্ত্বে দাড়িয়ে থাকা এক ব্যাপার না । রানী যেন জয়ের শরীরের উত্তাপ টের পায় , কতটুকু শক্তি ধারন করে এই বাহু তার ভয়ংকর সুন্দর ধারনা পায় । প্রবল মেয়েলি তাড়না বোধ করে একবার ছুয়ে দেখার । নিজের অজান্তেই শুকিয়ে যাওয়া ঠোঁট ভিজিয়ে নেয় , আর তখনি ধরা পরে যায় জয়ের কাছে ।
 
লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা হয় , দ্রুত সরিয়ে নেয় নিজের দৃষ্টি । রানী নিশ্চিত যে র গাল লাল হয়ে গেছে । মনে মনে ভাবে ‘ হায় খোদা এ কি হলো , এই ছেলে আমাকে ছারবে না , জ্বালিয়ে মেরে ফেলবে’ । রানী নিজের দৃষ্টি জয়ের দিকে ফেরায় না, তবুও এই মুহূর্তে জয়ের ঠোঁটে যে হাসি আছে সেটা কল্পনা করতে কষ্ট হয় না ওর । ইচ্ছা করে দৌরে পালিয়ে যায় । হয়তো এক্ষুনি জয় কিছু বলবে , আর সেই কথা যে ওকে একদম লিজ্জায় মাটির সাথে মিশিয়ে ফেলবে সেটা রানী খুব ভালো করেই জানে ।
 
কিন্তু রানীকে  অবাক করে দিয়ে জয় কিছুই বলে না , দশ সেকেন্ড , পনেরো সেকেন্ড , বিশ সেকেন্ড , এক মিনিট কেটে যায় । কিন্তু জয় চুপ । রানীর ভয় কাটে না , মনে মনে ভাবে ‘সয়তান টা কিছু বলছে না কেনো?’ রানীর কাছে মনে হয় কিছু বলে ফেল্লেই ল্যাঠা চুকে গেলো । কিন্তু যতক্ষণ জয় কিছু না বলবে ততক্ষণ ওর লজ্জা বাড়তেই থাকবে । ‘সয়তান টা ইচ্ছে করেই কিছু বলছেনা’ রানী মনে মনে বলে । ‘ আমাকে কি লজ্জা দিয়ে মেরে ফেলার ইচ্ছা?’ রানী প্রশ্ন করে মনে মনে । তারপর সাহস করে একবার তাকায় । চোখাচোখি হয় দুজনের , এই পুরো সময় জয় ওর দিকেই তাকিয়ে ছিলো । মুখে হাসি , সেই হাসিতে লেখা , কি ? ধরা পরে গেছো।
রানী ও হাসে , তারপর আবার তাকায় , দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসে । তারপর কি মনে করে রানী নিজের ওড়না গলা থেকে খুলে জয়ের দিকে বাড়িয়ে দেয় , ঠোঁটে মুচকি হাসি নিয়ে । জয় প্রথমে অবাক হলেও বুঝে নিতে অসুবিধা হয় না ওর । কাঁধ ঝাঁকিয়ে রানীর হাত থেকে ওড়না নেয় , তারপর শীতের চাদরের মত শরীরে প্যাচিয়ে নেয় । রানীর দিকে তাকিয়ে ভ্রু নাচায় । রানী ও হাসে ।
 
কিছুক্ষনের জন্য রানী সমস্ত দুনিয়া ভুলে যায় । এই সময়টায় রানীর দুনিয়া জুড়ে সুধু জয় আর জয় , যে এখন ওর ওড়না জড়িয়ে দাড়িয়ে আছে । মুখে ভুবন ভুলানো হাসি ।
 
*****
কেউ কথা রাখে না 
আসবো বলেও আসে না। 
কথা রাখে সুধু একাকীত্ব , 
কখনো ছেড়ে যায় না।
[+] 2 users Like gungchill's post
Like Reply


Messages In This Thread
কিছু সম্পর্ক - by gungchill - 29-07-2025, 04:17 PM
RE: কিছু সম্পর্ক - by gungchill - 06-09-2025, 08:46 PM



Users browsing this thread: 1 Guest(s)