02-09-2025, 03:47 AM
(30-08-2025, 09:00 PM)Abirkkz Wrote: তুমি প্লট আইডিয়া দাও, পরে সুযোগ করে এদের নিয়ে আলাদা গল্প লিখব, এটা বেশি লতাপাতা ছড়িয়ে যাচ্ছে, সবগুলো বেঁধে গল্প শেষ করে দিব
৮০এর শেষদিকে থেকে ৯০ এর মাঝামাঝি সময়। লোকে বলে এটা বলিউডের সবচেয়ে নোংরা। অন্ধকার সময় ,বলিউডের তখন মাফিয়া রাজ্। দাউদ ইব্রাহিমের স্বর্গ রাজ্য , বলা হয় যে দাউদ ইব্রাহিমের বিছানা গরম না করলে কোনো নায়িকা সিনেমায় চান্স পাবেনা , সেইসময় মীনাক্ষী শেষাদ্রি, মন্দাকিনী। মাধুরী ইত্যাদি বড়ো বড়ো নায়িকা ,মুম্বাইয়ের বিস্ফোরণ ,দাঙ্গা। দাউদের বলিউডের ক্ষমতা দখল ছাড়া ও আরো দুটো ক্ষমতার উৎস ছিল ,ক্যাসেটের ডুপ্লিকেট ব্যবসা আর ক্রিকেটের বেটিং সিন্ডিকেট। টি সিরিজ কোম্পানি সব কোম্পানিকে ছাড়িয়ে এক নম্বর হয়ে ওঠে ,এর পিছনে দাউদের প্রভাব ছিল। এই সময় কুমার সানুর আগমন ঘটে টি সিরিজ কোম্পানিও হাত ধরে ,আবার মীনাক্ষীর সঙ্গে কুমার সানুর প্রেমের খবর ভেসে ওঠে যার পরিণতি বিবাহিত কুমার সানুর ডিভোর্স। হঠাৎ গুলশান কুমার এর খুন ,পিছনে দাউদের এর হাত থাকার সন্ধেও। অবিবাহিত মন্দাকিনীর প্রেগন্যান্সির খবর ,সন্দেহ দাউদের দিকে। এদিকে আবার ক্রিকের বেটিংর খবর ,সারা ভারত তোলপাড়। সন্দেহ ভারতের ক্যাপ্টেন আজাহার এর দিকে। এর পিছনেও নাকি দাউদের কলকাঠি। সন্দেহ আজাহারের গার্ল ফ্রেন্ড সঙ্গীতা বিজলানী র দিকে। তবে সবাই একমত সংগীতার একার পক্ষে এতবড়ো অপারেশন চালানো সম্ভব নয় ,এর পিছনে অন্য্ নারীও আছে। সঙ্গীতা আবার মীনাক্ষীর ঘনিষ্ঠ বান্ধবী ,ফলে তাকেও অনেকে সন্দেহ করে। এর মাঝে মীনাক্ষীর আমেরিকায় পলায়ন আজহারের ক্যাপ্টেন্সি থেকে অপসারণ এবং সঙ্গীতা বিজলানির সঙ্গে শাদী।
একটা ক্রাইম সমেত সেক্স এর গল্প। তোমার লেহাত খুব ভালো ,দেখো পারো কিনা,