01-09-2025, 11:21 PM
(28-08-2025, 10:34 PM)Asifgadha Wrote: আমি ছেড়ে দিতে বলিনি পড়া। ভুল বুঝবেন না। আপনাদের গঠনমূলক আলোচনা সমালোচনা ভালো কিছু লিখতে অনুপ্রাণিত করে। আমি বলেছি অনেকেই এক্সট্রিম জিনিস নিতে পারেনা। সেই অধ্যায় টা স্কিপ করে পরেরটায় যেতে। পাঠকরা আছেন বলেই আমরা আছি, নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি। পাশে থেকে সুন্দর পরামর্শ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দাদা, ভুল করে ভুল বুঝবেন না।
আমাদের কিছু বিষয় ভালো লাগেনি, তাই আমরা খোলাখুলি আমাদের মতামত ব্যক্ত করেছিলাম। আপনার এই গল্পটি মোটের ওপর অনেক ভালো হয়েছে এবং আমরা আপনার প্রতি শ্রদ্ধাশীল। যেখানে কিছু অংশ বাদ দেওয়া দরকার মনে হয়েছে, সেগুলো মনোযোগ দিয়ে বাদ দিয়ে পড়বো। আমরা একদমই চাই না যে আপনি লেখা বন্ধ করে দিন। বরং আশা রাখি, আপনি ভবিষ্যতে আরও সুন্দর ও মজার পর্বগুলো লিখবেন। যদি আমাদের মন্তব্যে বা কথায় কোনো ভুল হয়ে থাকে, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনার লেখালেখির যাত্রা সফল হোক, এই কামনাই রইল


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)