28-08-2025, 09:32 PM
(28-08-2025, 06:26 PM)sarkardibyendu Wrote: তিন মাস পর :এককথায় অপূর্ব। যেমন ভাষা শৈলী তেমন বিবরণ। কেন জানিনা মনে হচ্ছিল কাল্কূট ও সমরেশ বসুর মিশেলের লেখা পড়ছি।
আর কদিন পরেই দুর্গাপূজা। বর্ষা শেষ হয়ে গেছে বেশ কিছুদিন আগে তবে মাটির ভেজা ভাব এখনো যায় নি। যদিও পুজো এবার অন্যান্য বছরের থেকে অনেক দেরীতে আসছে। গ্রামে গঞ্জে এই সময় ঝলমলে পরিবেশ। ঘন নীল আকাশে দুধ সাদা টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে। গাছপালা সদ্য অতিক্রান্ত বর্ষাওজুড়ে স্নান করে এখন সবুজে সবুজ। চারিদিকে এক সুন্দর ঘ্রাণ।
সুধা ভোরবেলা ঘুম থেকে ওঠে। আজ বাতাসে বেশ ঠান্ডার আমেজ। শিশির পড়া এখনি শুরু হয়ে গেছে। ওর বাড়ির শিউলি গাছটার নীচে শিশির ভেজা অজস্র ফুল পড়ে আছে। সুধা গাছটা ঝাঁকা দিতেই আরো ফুল ঝরে পড়ে। সেগুলো তুলে ও সাজির মধ্যে রাখে।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)