Thread Rating:
  • 15 Vote(s) - 2.8 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance কিছু সম্পর্ক
#37
কিছু সম্পরকঃ ৫ (খ)

 
সন্ধার পর রানী পড়ার টেবিলে বসে আছে , সামনে বই খোলা । কিন্তু পড়ায় মন বসছে না । আজকে দুপুরে ক্যাম্পাসে বসে রাজীবের বলা কথা গুলো কানে বাজছে । রাজীব যখন কথা গুলো বলছিলো তখন রানীর কাছে মনে হচ্ছিলো ওর ভাই কথা গুলো ওকে উদ্দেশ্য করেই বলেছে । বিশেষ করে ওই কথা গুলো যেখানে রাজীব বলছিলো , একজন ছেলে অথবা মেয়ে , নিজদের ভালোবাসা নিয়ে এতো মত্ত থাকে যে , নিজের আশেপাশে থাকা আপনজনদের কথা বেমালুম ভুলে যায় । যাদের ভালোবাসা, ত্যাগ আর সমর্থনের কারনে আজ ওরা  এই অবস্থায় এসেছে ।
 
ভুলে যায় ওই মানুষগুলোর ও যে কিছু স্বপ্ন থাকে এদের নিয়ে। আর সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেখার জন্যই নিজদের কথা না ভেবে সাপোর্ট করে যায় । কিন্তু প্রেমিক জুগল কি করে , নিজেদের আবেগে ভেসে গিয়ে এমন সব কাজ করে ,যা তাদের ওই কাছের মানুষ গুলোর ভালোবাসা আর ত্যাগ কে চরম অপমান করা হয় ।
 
রানী ভাবে , ও নিজেও এমন একজন যার আজকের অবস্থানে আসার পেছনে দুজন মানুষের চরম ত্যাগ আর ভালোবাসা রয়েছে। একজন পিতা যে কিনা স্ত্রী বিয়োগের পর নিজের সুখের কথা একবার ও না ভেবে দিনরাত পরিশ্রম করে গিয়েছে । যেন তার ছেলে মেয়ে সচ্ছল জীবন যাপন করতে পারে । নিজদের স্বপ্ন পুরুনে যেন বাধা না আসে আর্থিক কারনে । রানী জানে , ওর আব্বু মনে মনে কতটা হতাশা গ্রস্থ  , শিক্ষকতা ছেড়ে তাকে কোচিং বিজনেস চালু করতে হয়েছে । শিক্ষকতা ছিলো ওনার প্যাশন , কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে , নীরবে নিজের প্যাশনের গলা টিপে ধরেছেন।
 
তা ছাড়া উনি চাইলেই আরেকটা বিয়ে করতে পারতেন । কিন্তু করেননি , জীবন কাটিয়েছেন একেকি , এই একাকি জীবনের কষ্ট রানী আজকাল কিছুটা বুঝতে শিখেছে । তার পরিবারের লোকজন বন্ধু বান্ধব সবাই বলেছে বিয়ে করতে , কিন্তু বিগত স্ত্রীর ভালোবাসায় যতটা না উনি নিজেকে বিরত রেখছে , তার চেয়ে বেশি ভেবছেন সন্তানদের কথা । কোন রিক্স নিতে চায়নি , সৎ মা ভালো আচরণ করবে তার ১০০ ভাগ গেরান্টি কেউ দিতে পারে না । হ্যা রাজীব আর রানী একজন মায়ের অভাবে অনেক স্ট্রাগল করেছে , কিন্তু ওই অভাব থেকে শক্তি ও পেয়েছে নিজদের আজকের পজিশনে আনতে । আর মাত্র কয়েকটা বছর , তারপর ই ওরা নিজদের লক্ষ্যে , প্রায় পৌঁছে যাবে ।
 
আর একজন রাজীব , এমন ভাই দুনিয়ায় আর একটা খুজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে রানীর । অনেক দেখছে রানী কিন্তু এমন দেখনি , যেই ওদের বন্ডিং দেখে অবাক হয়ে যায় । ভালো মন্দ সব সময় পাশে পেয়েছে রাজীব কে । কোনদিন রাজীবের চোখে মুখে এমন ছায়াও দেখেনি , যা দেখে মনে হবে রাজীব ওর উপর বিরক্ত হয়েছে । কৈশোরের আঁকাবাঁকা পথ এই ভাইয়ের কাঁধে ভর করে পার করেছে রানী । তখনকার রানী আজকের রানী ছিলো না , আজকের রানী অনেক কিছু বোঝে , শান্ত থাকে সব পরস্থিতিতে । কিন্তু তখনকার রানী ছিলো সম্পূর্ণ অন্য রকম । খিটখিটে মেজাজ , এই ভালো লাগছে , তো কিছুক্ষন পর মনে হচ্ছে দুনিয়ার সব কিছু খারাপ । রানী কিন্তু সবার সামনে এমন করতো না , ওর এই সব তাল বাহানা সুধু ঘরের ভেতর ই চলতো। বাইরে সব সময় লাজুক , আর বাইরে নিজের ভাব প্রকাশ করতে পারতো না বলেই হয়তো ঘরের ভেতর তা বহুগুণে প্রকাশ পেতো । আর রানীর এই অত্যাচার সহ্য করতো প্রায় পুরোটাই একা রাজীব । কারন বাবাকে তেমন একটা পেতো না রানী।
 
রাজীব নিজেও কৈশোর পার করছিলো তখন , অথচ নির্বিবাদে সহ্য করেছে এসব । কোনদিন গায়ে হাত তোলা তো দূরে থাকুক একটা ধমক ও দেয়নি । রানী মাঝে মাঝে এই কারনেও ক্ষেপে উঠত , ভাবতো রাজীব এসব ভাব  দেখায় । কারন ওকে দেখে মনেই হতো না , রানীর চেয়ে মাত্র দু বছরের বড় । রানীর বয়স তখন ছিলো ১৩-১৪ আর রাজীব ১৫-১৬ । অথচ রাজীবের মাঝে একজন পূর্ণ বয়স্ক মানুষের ধিরস্থিরতা ছিলো ।
 
তা ছাড়া রাজীব একজন কিশোর বয়সি ছেলের  মত স্কু*ল বা কলেজ শেষে বন্ধুদের সাথে আড্ডায় সময় ব্যয় করতো না । সোজা বাসায় চলে আসতো । কারন ওই সময় বাসায় রানী একা থাকতো , কোন কাজের মহিলার হাতে রানীকে একা ছাড়তে ভরসা করতো না । তাই ওর বন্ধু বান্ধব ও তেমন ছিলো না । বড় হওয়ার পর ও রাজীব নিজের পছন্দের বোটানিক্যাল ফটোগ্রাফি থেকে সরে এসে বিজনেস স্টাডিজ এ ভর্তি হয়েছে । যেন পরিবার কে আর্থিক সাহায্য করতে পারে । পাশ করার পরপর ই যেন কিছু একটা করতে পারে । আজো রানী লক্ষ্য করেছে রাজীব নিজের কর্মের জন্য নিজের উপর কতটা বিরক্ত আর রাগান্বিত ।
 
রানী ভাবে , ও জয়কে পছন্দ করে , জয়ের সাথে সময় কাটাতে ওর ভালো লাগে । কিন্তু এটা তো ভালোবাসা নয় , সুধুই আকর্ষণ। হয়তো এটা বয়সের দোষ । হয়তো এই বয়সের কারনে জয়ের হ্যান্ডসাম সারিরক গঠন , আকর্ষণীয় চেহারা , আর কেয়ার ফ্রি চলাফেরার প্রতি ও আকর্ষিত হচ্ছে । হয়তো দেখা যাবে কয়েক বছর পর এসব আর ভালো লাগবে না ওর কাছে । তখন সমস্যার সৃষ্টি হবে , সমস্যা যে  সুধু ওদের দুজনের মাঝে এমন নয় । দুটো পরিবারের মাঝেও তৈরি হতে পারে । তা ছাড়া ওরাও যদি আবেগে এমন কোন ভুল করে বসে যা ওদের দুজনের ভবিষ্যৎ কে অন্যরকম করে দেবে ।
 
 রানীর মনে প্রশ্ন জাগে ,  এই ঠুনকো আকর্ষণের জন্য নিজের সময় নষ্ট করা কি রানীর মত মেয়ে এফরড করতে পারবে? যার পেছনে রয়েছে দুজন মানুষের মানসিক আর শারীরিক ইনভেস্টমেন্ট ।
 
না রানী এই সম্ভাব্য সাময়িক আকর্ষণের কারনে , এ দুজনের  , ত্যাগ আর ভালোবাসার অপমান ও করতে পারে না ।
 
রানীর হাত মুঠো বদ্ধ হয়ে আসে , রানী প্রতিজ্ঞা বদ্ধ হয় আজ থেকে রানী নিজের সম্পূর্ণ ফোকাস নিজের ভবিষ্যতের উপর করবে । সামান্য আবাগে নিজেকে ভাসিয়ে দিবে না । কষ্ট হবে রানীর , কিন্তু এটুকু কষ্ট করতে রানী প্রস্তুত । যারা ওকে এতো ভালোবাসা দিয়েছে  তাদের জন্য এটুকু কষ্ট করতে রানী পিছপা হবে না ।
 
*****
 
জয় এলাকার মোড়ে নিজের দুজন পুরোনো বন্ধুর সাথে বসে আছে  । এরা দুজন ভার্সিটিতে পড়ে না । যদিও জয় ওদের সাথে বসে আছে , কিন্তু ওর সম্পূর্ণ মন এদিকে নেই । হাতের  সিগারেট হাতেই পুরে যাচ্ছে । আজ রাজীবের চোখে যা দেখতে পেয়েছে , রাজীবের আচরণে যা বুঝতে পেরেছে , তা ওর বন্ধুত্বের প্রতি বিশ্বাস কে কাঁপিয়ে দিয়েছে  । হ্যা রাজীবের চোখে মুখে অভিবাক্তিতে আজ জয় রিগ্রেট দেখতে পেয়েছে । সেই  রিগ্রেট কিসের জন্য সেটাও জয় জানে । ওর সাথে বন্ধুত্বের জন্য ।
 
জয় কোনদিন ভাবেনি এমন দিন আসবে যে ওরা দুজন একে অপরের সাথে বন্ধুত্ব করার জন্য অনুতাপ করবে । ব্যাপারটা কিছুতেই হজম হচ্ছে না জয়ের । ও বুঝতেই পারছে না কেনো এমন হলো । হ্যা একটা সমস্যা হয়েছে , সেটা ওরা দুজনে মিলে ফেস করবে , যেমনটা অতীতে করে এসেছে । তাই বলে এমন করবে রাজীব । সেই রাজীব যে কিনা জয় পানিতে ঝাপ দিলে , চোখ বন্ধ করে নিজেও ঝাপ দিতো । বিপদের কথা পরে ভাবতো , আগে বন্ধুর কথা ভাবতো ।
 
রাজীব যদি আজকে ওকে ধমকাতো , মারতো তাতেও জয়ের এতো মন  খারাপ হতো না । যতটা রাজীবের হতাশা দেখে লেগেছে।  
 
জয় মনে মনে ভাবে , আমি কি এতই সেলফিস যে  রাজীবের মত বন্ধুকে বিপদে ফেলে , লেজ গুটিয়ে বসে থাকবো? আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করবো , কিন্তু রাজীবের কিছু আমি হতে দেবো না । এটা কি রাজীব এতো দিনেও বুঝতে পারেনি? তাহলে কিসের বন্ধুত্ব , বন্ধুত্ব কি আদৌ ছিলো ওদের মাঝে ।
 
নাকি এটা সময়ের কাজ ,সময় তো মানুষ কে পরিবর্তন করে দেয় । হয়তো  সময় রাজীব কে সেলফিস বানিয়ে দিয়েছে ।  নিজের উপর বিপদ দেখে ঘাবড়ে গেছে , ওর আসল চেহারা বেড়িয়ে এসেছে ।
 
এমন সময় হাতের সিগারেট শেষ হয়ে আঙুলে ছ্যাকা লাগে জয়ের । ব্যাথায় আর রাগে জয় সিগারেটের পোড়া ফিন্টার দূরে ছুরে মারে , আর বিশ্রী একটা গালি দেয় ।
 
জয়ের বন্ধুরা সেটা দেখে একটু অবাক হয় , জিজ্ঞাস করে “ কি ব্যাপার আজকে কি হইসে তোর বন্ধু ? চুপচাপ বইসা আছিস , আবার ক্ষেপেও আছিস মনে হচ্ছে”
 
“ বন্ধু” এই বলে জয় হাসে , তারপর বলে “ এই বাইঞ্চোদ শব্দটা আর আমার সামনে বলবি না , শালা সেলফিস , ওই শালা যে একটা চুতিয়া সেটা আমি ছোট বেলা থেকেই জানতাম , সব সময় ওজুহাতের পেছনে লুকায় , শালা গান্ডু”
 
জয়ের দুই বন্ধু একজন অন্য জনের দিকে চাওয়া চায়ি করে । কিছুই বুঝতে পারে না ।
 
এদিকে জয় বাইকে উঠতে যাবে , তখন ওর মোবালে কল আসে , স্ক্রিনে নাম দেখে বাপ্পি । জয় কল রিসিভ করে , ওপাশ বাপ্পি বলে ওঠে , “ ভাই আমাকে বহিস্কার করেছে , আর নাজিয়া কে হল থেকে বের করে দিয়েছে।“ বাপ্পির কণ্ঠ শুনে বোঝা যায় বাপ্পি কাঁদছে ।
 
জয় কিছু বলল না , বাপ্পি ই বলল “ নাজিয়ার জীবনটা আমি নষ্ট করে দিলাম রে ভাই , ওর বাবা এসে ওকে নিয়ে গেছে”
 
এবার জয় কথা বলল “ তুই তো ওকে ভালোবাসিস , যদি সত্যি ভালোবাসিস ওরে বিয়ে করে নে , নিজের ভালোবাসার মানুষ কে পেলে জীবনে আর কি লাগে , এসব  জীবন নষ্ট ফস্ট কিছু না”
“ নারে ভাই , খুব কান্নাকাটি করলো , আমি বিয়ের কথা বলেছিলাম , ও বলছে আমার মত কেয়ারলেস সেলফিস ছেলেকে মরে গেলেও বিয়ে করবে না , ওর মনে হয় আর লেখাপড়া করা হলো না” বাপ্পি এবার সত্যি সত্যি কান্নায় ভেঙ্গে পরে । জয় নানা ভাবে ওকে সাহস দেয় , বলে “ তোরে ভালোবাসতো না , হুদাই টাইম পাস্ট করেছে, যদি ভালোবাসতো তাহলে এই কাজের পেছনে তোর ভালোবাসা দেখতো, সুধু নিজের চিন্তা করতো না “
এক পর্যায়ে বাপ্পি একটু নর্মাল হয় , তারপর বলে “ তোদের দুইজন কেও মনে হয় সমসসায় ফেললাম”
 
“ আরে ধুর  বাল , তুই কি আমাকে গান্ডু ভাবিস , যে এটাকে সমস্যা ভাব্বো , আমি যখন বন্ধুত্ব করি তখন সত্যিকারের বন্ধুত্ব করি , তোর সাহায্য লাগলে আমি আরো সাহায্য করবো , নাজিয়া যদি রাজি হয় প্রয়োজনে ওকে ভাগিয়ে আনতেও সাহায্য করবো , সবার মত আমি সেলফিস না বুঝলি , বন্ধুত্তের মানে বুঝি” জয় কথা গুলো যদিও বাপ্পিকে বলল , আসলে ও রাজীব কেই উদ্দেশ্য করে বলেছে । রাগে কাঁপছে জয় ।
 
“ নাহ বন্ধু তার আর মনে হয় দরকার হবে না , ভালো থাকিস” এই বলে বাপ্পি ফোন রেখে দেয় ।
 
জয় রাগে নিজের ফোন একবার আছার দিতে গিয়েও দেয় না । ওর রাগের কারন রাজীবের একটা কথা সত্যি হয়েছে । বাপ্পির গার্ল ফ্রেন্ড সত্যি সত্যি ওকে বিয়ে করতে চায় না । আর মেয়েটির লেখা পড়া বন্ধ হয়ে গেছে । জয়ের রাগ এতে করে আরো বারে , নিজের উপর নয় , রাজীবের উপর । কারনের জয়ের মতে রাজীবের কথা সত্য হওয়া মানে , ওর পরাজয় । আর জয় পরাজয় স্বীকার করার জন্য জন্ম নেয়নি । তাও রাজীবের মত একটা গান্ডুর কাছে ।
 
“ শালা , মিডেল ক্লাস মাইন্ডসেট , একদম সেলফিস , কত বড় বড় কথা বলতো ,সব সময় বন্ধুত্বের দায়িত্ব পালন করবে কিন্তু যেই  না বিপদ দেখলো অমনি নিজের আসল চেহারা দেখিয়ে দিলো” রাগে গজ গজ  করতে করতে বলল জয় । “শালা এতদিন অপাত্রে নিজের বন্ধুত্ব খরচ করেছি”
 
জয়ের এসব আবোলতাবোল কথাবার্তায়  ওর দুই ফ্রেন্ড অবাক হচ্ছে খুব  । তবে কোন বন্ধুর সাথে যে ঝগড়া হয়েছে সেটা বুঝতে পারছে । ওরা দুইজন মনে মনে হাসছে আর বলছে , আমরা তো গার্ল ফ্রেন্ডের সাথে ব্রেকাপ হলেও এতো কান্নাকাটি করি না ।
 
“ শালা এই জয় গে নাতো” একজন অন্যজনেরে কানে বলে । তারপর দুজনেই হেসে ওঠে নীরবে ।
 
এদিকে জয় বলেই চলছে , “ সব সময় মহিলা মানুষের মত কোন কিছুর পেছনে লুকায়” তারপর অনেকটা মেয়েলি গলায় বলে “আমার মা নেই , আমার বাবা অসুস্থ , আমরা বড়োলোক না , আমার ছোট বোনের কি হবে” তারপর আবার নিজের আসল গলার শ্বরে বলে “ ধ্যাত শালা , তুই যে একটা ভিতুর ডিম সেইটা বল”
 
আরো কিছুক্ষন নিজের মনের রাগ ঝেড়ে কিছুটা হালকা হয়ে , নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ।
******
কেউ কথা রাখে না 
আসবো বলেও আসে না। 
কথা রাখে সুধু একাকীত্ব , 
কখনো ছেড়ে যায় না।
[+] 2 users Like gungchill's post
Like Reply


Messages In This Thread
কিছু সম্পর্ক - by gungchill - 29-07-2025, 04:17 PM
RE: কিছু সম্পর্ক - by gungchill - 23-08-2025, 12:36 PM



Users browsing this thread: 1 Guest(s)