(22-08-2025, 08:24 PM)KK001 Wrote: বাবান সাহবে ভালো আছেন নিশ্চয়ই । আপনি আমাকে নাও চিনতে পারেন । তবে এই ফোরামে আপনার সাথে আগে টুকটাক বাক্য বিনিময় হয়েছে আমার । আপনাকে আবার দেখে ভালো লাগলো । আপনি বলেছেন আর লিখবেন না । শুনে ভালো লাগলো না । একটা প্রশ্ন জাগল মনে , এই "আর লিখবো না" বলতে কি এই ফোরামে লিখবেন না বলেছেন? নাকি যে কনো প্লাটফর্মের কথা বুঝিয়েছেন । যদি সব ধরনের প্লাটফর্ম এর কথা বুঝিয়ে থাকেন । তবে নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই ।
আমিও ভেবছিলাম আর লিখবো না । কিন্তু মাথার ভেতর কি যেন সুধু নড়াচড়া করে , গুতো মারে ঠুস ঠাস । যেহেতু অন্য প্লাটফর্মে লেখার যোগ্যতা নিয়ে সন্দেহ আছে । তাই আবার এখানেই ফিরে এসেছি ।
একদম যদি ঘাড় ত্যারা লোক না হয়ে থাকেন তবে আপনিও পারবেন না । এখানে না হয় অন্য কোথাও নিশ্চয়ই লিখবেন । একবার যার অভ্যাস হয়ে যায় সে আর পেরে ওঠে না । নানা জায়গায় ঢুস ঢাস , ঠুস ঠাস খেয়ে আবার ফিরে আসে । :)
ওয়েলকাম ব্যাক
হাহাহাহা ভালো বলেছেন। গল্প একবার লিখতে শুরু করলে নানান সব নতুন নতুন আইডিয়া মাথায় কিলবিল করে। কিন্তু কি জানেন? একটা সময় থামতে জানতে হয়। এই সাইটে আমি যে পরিমান লিখে রেখেছি তা হয়তো অনেকেই লেখেনি। কারণ একটাই, একটার পর একটা আইডিয়া যেই কিলবিল করেছে অমনি লেখা শুরু। তা সে উপন্যাস হোক বা ছোট এক পর্বের গল্প কিংবা অণু গল্প। পানু গল্প থেকে ভালোবাসার গল্প। কিন্তু একটা সময় বুঝেছি এবার থামতে হবে। না হলে এক সময় নিজের লেখার স্টাইল রিপিট হতে শুরু হবে। হয়তো ঘাড় ত্যারাই হয়েছে গেছি। নইলে এই শেষ ১ বছরে বহু কিছু লিখে ফেলাতাম। এক লাইনও লিখিনি। আসাই হয়নি সেভাবে।
আমি এখানেই লিখি। গসিপি দিয়েই যাত্রা শুরু আমার। এই গসিপিতেই এক এক করে বহু পাঠকের ভালোবাসা পেয়েছি। লেখার অনুপ্রেরণা তারাই ছিলেন আমার। তবে ওই যে বললাম থামতে জানতে হয়। হয়তো মাঝে এসে অণু গল্প লিখলেও লিখতে পারি কিন্তু সেই বড়ো গল্প লেখা আর হবেনা। এখন নতুনদের পালা নতুন সব গল্প দিয়ে গসিপির পাতা ভরানোর।
(21-08-2025, 06:38 PM)Bhogu Wrote: দারুন দাদা।
অনেক ধন্যবাদ

(21-08-2025, 11:18 PM)George.UHL Wrote: অনেক দিন পরে আপনার লেখা দেখে চোখ ঝকমকিয়ে উঠলো। বেশ হচ্ছে। দ্রুত আপডেট চাইই
অনেক ধন্যবাদ

(22-08-2025, 11:42 AM)Women Lover Wrote: Baban Dada Ami Apnar Sob Golpo Porechi boro choto sob miliye apni ja ja likhechen ei xossipy te sei 2020 lockdown theke follow korchi kintu tokhon account chilo na tai comment korte parini r jokhon account korlam tokhon apni completely golpo lekha chere diyechen apnar golpo gulo khub miss korchilam
apnar lekhar haat khub valo ete doubt kora jaay na tai abar golpo lekha suru korun
Apni Sob Golpoy Likhen kintu Incest(Ma Chele) (Sasuri Jamai) ei duto concept er upor ekhono kono golpo Apni lekheni jodi in future Ei Duto Concept ke niye lekhen tahole khub valo hoto jehetu apnar lekhar haat valo tai bollam
Ei Request ta rakhle tahole amra sobay aro besi khusi hotam
Vebe dekhben dada
Ami Apnake PM o korechilam
Jai Hok Ei Golpota Durdanto Suru Hoyeche Just Fatafati
Excited achi next episode er jonno
প্রথমত অনেক ধন্যবাদ

আর দ্বিতীয়ত আমি তো শুরুতেই উল্লেখ করেছি আমি নতুন করে আবার লেখা শুরু করিনি। এখন আর লেখা হয়না। প্রায় ১ বছর পর এটা লিখছি। এই ছোট গল্পটা কিছুটা সেভ করে রাখা ছিল। ভাবলাম শুধু শুধু এভাবে ফেলে রাখার থেকে সময় বার করে লিখে শেষ করে পোস্ট করে দিলেই ভালো। তাই লিখছি।
শশুর বৌমাকে নিয়ে পার্ভার্ট লিখলেও অজাচার বলতে যা বোঝায় আমি তা কোনোদিন লিখিনি, লিখবোও না। ওটা আমি পারিনা।
Sadhasidhe
তাহলে অনেকদিন পর আবার এই site এ ,গল্পের জগতের ঋত্বিক ঘটকের আগমন ঘটলো ...আপনার প্রায় প্রতিকটা লেখা একেক "মেঘে ঢাকা তারা "..আশা করি এটাও সেইরকম হবে .. clp);
অমন একটা নামের সঙ্গে আমার মতো সাধারণ গপ্পো বাজের নাম জড়াবেন না দাদা। ওনার নখের যোগ্য হতে পারলেও নিজের মধ্যেকার মেঘে ঢাকা উজ্জ্বল তারা গুলো উজ্জ্বল রূপে বার করে আনতে পারতাম।
যান্ত্রিক যুগের সামান্য নাগরিক হয়ে যুক্তি তর্ক ভুলে সামান্য গপ্পো লেখক হয়েই আমি খুশি।
Sadhasidhe
যারা এখানে নতুন গল্প লিখতে শুরু করেছে বা করছে ..তাদের কাছে একটাই অনুরোধ গল্প লেখার আগে এই লেখকের প্রতি টা গল্প পড়ুন ..গল্প লেখা সহজ হবে আর আমাদের মতো পাঠক রা পরে আনন্দ পাবে ..আর বাবান বাবু কে একটা কথা মহেন্দ্র সিং ধোনি কিন্তু এখনো officially retired হয় নি ....তাই আপনি ছুটি নেবেন না দয়া করে ..iplখেলে যান .. clp);

Saj890
Darun
অনেক ধন্যবাদ


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)