19-08-2025, 08:54 PM
(19-08-2025, 08:45 PM)Alex Sean Wrote: মনে হচ্ছে যেন ছাইচাপা পড়া নিভু অগ্নিকুন্ডে ঢুকে পড়েছি।স্লো বিল্ডাপ এ বেশ দারুন কিছু মূহুর্তের আর রোমাঞ্চকর সফরের সাক্ষী হতে চলেছি।চমৎকার লেখনী।তবে আরেকটু বড় আর তাড়াতাড়ি আপডেট দেওয়ার অনুরোধ করছি মহাশয়কে।
অনেক ধন্যবাদ আপনাকে এলেক্স , সফর টা একটু লম্বা হবে, তাই একটু স্লো এগুচ্ছি ।
কেউ কথা রাখে না
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।