Thread Rating:
  • 15 Vote(s) - 2.8 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance কিছু সম্পর্ক
#24
কিছু সম্পর্কঃ ৪

 
ভার্সিটির নতুন শিক্ষা বর্ষ শুরু হয়ে গেছে । জয় আর রাজীব নিজেদের নির্ধারিত জায়গায় আরো বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে । ওদের আড্ডা স্পট থেকে গেট দেখা যায় । দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা গেটের সামনে জড় হয়েছে নতুন স্টুডেন্টদের র‍্যাগ করার জন্য । সেদিকেই দুজনের নজর ছিলো ।
 
এমন সময় মিস সাম্মি নিজের স্কুটি চালিয়ে গেট দিয়ে ভেতরে ঢোকে । সাথে সাথে জয় রাজীব কে কনুই দিয়ে গুতো দেয় , “ ভাই দেখ তোর মাল যায়, উফফফ ভাই কি ফিগার আহহহ , এই বছর যদি তুই কিছু করতে না পারিস তাহলে , আগামি বছর কিন্তু আমি ভুলে যাবো এটা তোর মাল ”
 
“ শাট আপ জয়” রাজীব হালকা ভাবে বলে , রেগেও না আবার খুশি হয়েও না , রাজীব নিজের মোবাইলের দিকে মনোযোগ দিলো । কিছুক্ষন পর রাজীবের ক্লাসের সময় হলে রাজীব বলল , “ আমি ক্লাসে গেলাম রে”
 
“ ওহো সাম্মি ম্যাম এর ক্লাস” জয় খোঁচা দিয়ে বলল
 
রাজীব  হাতে থাকা প্লাস্টিকের চায়ের পাত্র জয়ের দিকে ছুড়ে দিয়ে ক্লাসের উদ্দেশ্যে চলল ।
 
ঠিক এর  পাঁচ মিনিট পর  গেটের সামনে একটা অটো এসে থামে , সেখান  থেকে জান্নাত আর রানী নেমে আসে , জান্নাত নিজের চিরাচরিত টপস আর জিন্স , আর রানী  আকাশী নীল সালোয়ার স্যুটে। বাতাসে মেচিং ওড়না হালকা উরছে , সব সময়ের মত চুল গুলো খোলা নয় । পনিটেল  করে বাধা । রানী কে দেখেই জয়ের একটা হলকা শীতল বাতাসের স্পর্শ অনুভুত হলো । এক মনে রানীর দিকে তাকিয়ে আছে ও ।
 
এদিকে ওরা গেটের কাছে আসতেই  ওদের দুজন কে  দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা ঘিরে ধরলো ।
 
ব্যাপারটা জয় আগে দেখে ফেললো , দেখার সাথে সাথে জয় গেটের দিকে হাটা দিলো ।
 
 জয় জতক্ষনে জান্নাত আর রানীর সামনে গিয়ে দাঁড়ালো । ততক্ষনে জটলা করা ছাত্র ছাত্রীরা রানীর হাতে একটি গোলাপ দিয়ে দিয়েছে । আর একটি মেয়ে রানীর চোখ পেছন থেকে ধরে রেখছে । জয়েকে সামনে দেখে সেই ছাত্রি রানীর চোখের উপর থেকে হাত সরিয়ে নিলো । জয়কে দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা ভালো করেই চেনে , কারন ওদের সবচেয়ে বেশি র‍্যাগ করেছিলো জয়।
 
নিজের চোখের সামনে জয় কে দাড়িয়ে থাকতে দেখে পরী একদম বরফের মত জমে গেলো , সুধু মাত্র একটা বড় নিঃশ্বাস বেড়িয়ে এলো । এদিকে ঘিরে থাকা ভির , চেন্ট করতে শুরু করেছে , I LOVE YOU , I LOVE YOU । জয় ত্রিশ সেকেন্দের মত হাসি মুখে দাড়িয়ে থেকে রানীর হাত থেকে গোলাপ নিয়ে বলল “ I love both of you” । জয়ের ঠোঁটে চুটল হাসি , জান্নাত ও হাসছে তবে সেটা পরিত্রাণের হাসি । এদিকে রানীর নজর মাটির দিকে , কারন ওর নিঃশ্বাস বেশ জোরে ওঠা নামা করছে । গাল দুটো লাল হয়ে আছে , সেটা কিভাবে জয়ের সামনে প্রকাশ করবে ।
 
“ এইজে সম্মানিত দ্বিতীয় বর্ষের ভাই ও বোনেরা , এটা আমার ছোট বোন” জান্নাতের দিকে আঙ্গুল তুলে বলল , তারপর পরীর দিকে তাকিয়ে বলল , “ আর এটা আমার বোনের বান্ধবি” তখন ভিরের মাঝে ওওওওওওও………… করে একটা শোরগোল উঠলো। যেন ওরা জয় আর রানীর মাঝে কিছু একটা আছে সেটা বুঝে ফেলেছে । রানীর ইচ্ছে হচ্ছিলো মাটির সাথে মিসে যেতে।
 
একজন ছাত্র ভীরের ভেতর থেকে বলে উঠলো “ এটা কিন্তু ফেয়ার প্লে  হলো না , আমাদের তো ঠিক ই র‍্যাগ করেছেন”
 
“ কে বলল রে , এদিকে আসো তো সোনা” জয় মজার ছলে বলল , কিন্তু কেউ এগিয়ে এলো না । “ যে বলছে সে জিমে এসে দেখা করো আমার সাথে , ওখানে ফেয়ার প্লে খেলবো আমি” জয়ের এমন হুমকি শুনে কেউ এগিয়ে এলো না । তারপর জয় সবার উদ্দেশ্য করে বলল , “ আজকে সবার জন্য ক্যান্টিনে দুটো করে সিঙ্গারা ফ্রি, সাবধান দুটোর বেশি যেন কেউ না নেয়”
 
সবাই উল্লাস করে উঠলো , গোটা বিশেক ছেলে মেয়ে ছিলো । ওরা রানী আর জান্নাত কে ছেড়ে দিয়ে অন্য স্টুডেন্ট খুজতে লাগলো ।
 
জয় আর দাঁড়ালো না , ওর ক্লাস আরো অনেক আগেই শুরু হয়ে গিয়েছিলো । কিন্তু এই কারনে জয় আজ ক্লাসে যায় নি।
 
জয়ের যাওয়ার পথে রানী অপলক তাকিয়ে রইলো , ঠোঁটে মৃদু হাসি , নিশ্বাসের সাথে বলল ‘হিরো’
 
এমন সময় জান্নাত রানীর চোখের সামনে হাত এনে তুড়ি বাজালো , বলল “ এই মহারানী , চলেন এখান থেকে,  অন্য দল চলে আসার আগে , ওদের কে সিঙ্গারা কিনে দেয়ার মতন কেউ নাই কিন্তু”
 
দুই বান্ধবি এক সাথে হেসে ফেললো । তারপর দ্রুত পায়ে ক্লাসের দিকে চলল ।
*****
সব প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


[+] 5 users Like gungchill's post
Like Reply


Messages In This Thread
কিছু সম্পর্ক - by gungchill - 29-07-2025, 04:17 PM
RE: কিছু সম্পর্ক - by gungchill - 13-08-2025, 06:58 PM



Users browsing this thread: 1 Guest(s)