11-08-2025, 10:48 PM
(11-08-2025, 11:50 AM)Pongopal2 Wrote: লেখক সাহেব, কোন ai দিয়ে ছবি গুলো বানান,
হায় রে দাদা, আপনি তো আমার ব্যবসার প্রায় সব গোপন রহস্যই জেনে ফেললেন! এই ছবিগুলোর জন্যই মনে হয় পাঠকেরা এত সংযোগ অনুভব করছে, লাইক দিচ্ছে আর ভিউ বাড়ছে। আমার লেখার স্টাইল খুব সাহিত্যধর্মী নয়, তাই আসল USP হচ্ছে ছবি। আপনি যখন প্রশ্ন করেন, উত্তর তো দিতেই হবে-আপনি আমার পাঠক, আর পাঠক আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মূলত Stable Diffusion ব্যবহার করি, আর এর ইন্টারফেস হিসেবে Automatic1111 WebUI। তবে কোনো জটিল বা কল্পনাধর্মী কাজ থাকলে ComfyUI কাজে লাগে। আর যদি একেবারেই সরল, নির্দোষ ধরণের ছবি হয়, সেক্ষেত্রে ChatGPT, DALL-E বা MidJourney ব্যবহার করি। পাশাপাশি এগুলোর কোডিংও কিছুটা কাস্টমাইজ করেছি Warm GPT-এর সাহায্যে। Adobe Photoshop ও ব্যবহার করি।
আসলে এর বাইরেও আরও কিছু চোখধাঁধানো টেকনিক আছে, যা এখন বিস্তারিত বললাম না। তবে এটুকু বলতে পারি-আমি যে ছবি পোস্ট করি, তা সবসময় একটু ভদ্রভাবেই দিতে হয়, কারণ আমি যেভাবে পোস্ট করতে চাই, সেটায় অনেক সময় সীমাবদ্ধতা থাকে। একদিন হয়তো একটা প্রাইভেট গ্রুপ খুলে দেব, যেখানে এই গল্পগুলোর আনরেস্ট্রিকটেড ভার্সন আর কল্পনার সীমাহীন ছবি শেয়ার করব।