11-08-2025, 02:31 PM
(11-08-2025, 01:22 AM)কাদের Wrote: পুরোটা পড়লাম। আপনার লেখার হাত সাবলীল। আর ধন্যবাদ এই কারণে যে, অনেক লেখক অন্যের লেখা চুরি করে। আপনি সেটা না করে মূল লেখকের অনুমতি নিয়ে লিখছেন। তবে একটা অবজারভেশন আছে। আপনার দেওয়া নাম গুলো পড়ে মনে হল আপনি হয়ত গল্পের চরিত্র গুলো কে বাংলাদেশের প্রেক্ষাপটে লিখছেন। সেটা যদি করে থাকেন তাহলে গল্প গুলো কে আর ভাল ভাবে বাংলাদেশের বাস্তবতার সাথে খাপ খাওয়াতে পারলে গল্প আর বিসস্ত হবে।
অনেক ধন্যবাদ কাদের ভাই , এই ধরনের কমেন্ট পেলে লেখার কষ্ট সার্থক হয় । রিপ্লে দিতেও ভালো লাগে । আমি গল্পে কি লিখছি কেনো লিখছি সেসব ব্যাপারে পাঠকের কৌতূহল ই বলে দেয় যে পাঠক গল্পটা পড়ছে । উত্তর দিতেও বেশ ভালো লাগে ।
গল্পে চরিত্রদের নাম পরিবর্তনের মুল কারন ধর্ম । আমি একটা ব্যাপার খেয়াল করেছি বাংলা সেকশনে ধর্ম এক বিশেষ স্পর্শকাতর ব্যাপার । তাই দুটো ধর্ম রাখতে চাইনি । একদল হয়তো ভাববে আমি একটি ধর্মের চরিত্র গুলোকে বেশি প্রাধান্য দিচ্ছি ( যদিও আমি ধর্মে বিশ্বাসী লোক না) । যদিও গল্পের জন্য আমার ডিসিশন টি নেগেটিভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । কিন্তু কি আর করা ভাই , দেখা যাবে একদলের শত্রুতে পরিনত হয়েছি ।
আর বাংলাদেশের প্রেক্ষাপটেই লিখতেই চেষ্টা করবো । পুরোপুরি সম্ভব হবে কিনা বলতে পারছি না । তবে আপনি হয়তো খেয়াল করবেন আমি কোন শহরের নাম নেই নি , কোন বিশ্ববিদ্যালয়ের নাম ও নেই নি । না নেয়ার কারন হচ্ছে নিজেকে কিছুটা স্বাধীনতা দেয়ার চেষ্টা করা ।
আশা করবো , ভবিষ্যতেও আপনার কাছ থেকে এ ধরনের কমেন্টস পাবো ।
সব প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)