10-08-2025, 02:23 PM
(This post was last modified: 10-08-2025, 02:24 PM by gungchill. Edited 1 time in total. Edited 1 time in total.)
৪
হঠাত করে পেছন থেকে ডাক শুনে একটু চমকে ওঠে নাইম । তার পর ঘুরে সেই * পড়া মুখটি দেখে স্বস্তির একটা ছাপ পড়ে নাইম এর চেহারায় । মহিলাটিকে চিনতে ওর কোন অসুবিধা হয় না , গলার স্বর শুনেই চিনে ফেলে নাইম । দারুন সুন্দর কণ্ঠ মহিলার , একদম নাইয়কা সোনালীর মতো কণ্ঠ । কিন্তু কি বলবে ভেবে পায় না । সিনেমা পাড়ার সামনে মহিলাটির ওর প্রতি আগ্রহ দেখে মনে করেছিলো মহিলাটি ওর জন্য কিছু করবে। তাই মহিলাটি চলে যেতেই কিছুক্ষন পর নাইম মহিলাটিকে খুজতে খুজতে এই বাসস্টান্ড এ চলে আসে । কিন্তু এতো ভিরে * আর * পড়া কাউকে খুজে পাওয়া আর সাগরে হারিয়ে যাওয়া সুঁই খোঁজা যে সমান সেটা বুঝতে কোন অসুবিধা হয় না নাইম এর । তাই হতাশ হয়ে এদিকে ওদিকে তাকাচ্ছিল আর নিজেকে ধিক্কার দিচ্ছিল । কিন্তু মহিলাটি নিজেই ওকে খুজে বার করেছে দেখে প্রচণ্ড আনন্দিত বোধ করছে নাইম । কিন্তু কি বলবে ও এই মহিলাটিকে , একজন অপরিচিত মানুষ এর কাছে কি বা চাওয়া যায় ।
নাইম এর কিছু বলতে হলো না , মহিলাটি নিজেই থেকেই বলল তোমার মনেহয় কিছু খাওয়া হয়নাই ?
নাইম কোন উত্তর দিলো না সুধু হাসল , সেই দুর্বল হাঁসি ই ওর হয়ে উত্তর দিয়ে দিলো ।
চলো তোমারে কিছু খাওয়াই , তারপর শুনবো তুমি কাঁদো ক্যান ? এতো বড় ছেলে রাস্তায় বসে বসে কাঁদে । এই বলে ডলি হাসে
হাসিটা নাইমের পরিচিত লাগে , কিন্তু ঠিক কার হাসি নাইম বুঝতে পারে না।এই নিয়ে দ্বিতীয় কেউ নাইম কে এই ঢাকা শহরে খেতে নিয়ে যাচ্ছে । প্রথম জন ওর পূর্ব পরিচিত যে ওকে নিঃস্ব করে ফেলেছে । আর দ্বিতীয়জন একজন অপরিচিত মহিলা যার চেহারাও নাইম ঠিক মতো দেখেনাই । কিন্তু এখন আর নাইম এর খোয়ানোর কিছু নেই । তাই নাইম আর দ্বিধা করলো না মহিলার পেছন পেছন চলতে লাগলো । খাবারের কথা শুনেই ওর পেট ডাকতে শুরু করে দিয়েছে ।
নিজের জন্য চা আর ছেলেটির জন্য রুটি গোস্ত অর্ডার করলো ডলি । যদিও ডলির ইচ্ছা ছিলো তেহারি নেয়ার কারন ছেলেটাকে দেখে মনে হচ্ছে খাবার গন্ধ পেয়ে ওর খিধে আরও চাগিয়ে উঠেছে আর সহ্য করতে করতে পারছে না । কিন্তু ইচ্ছে করেই ডলি তেহারি অর্ডার করেনি সারাদিন কিছু খায়নি এখন বেশি তেলে খাবার খেলে গ্যাস হবে । ছেলেটির ক্ষুধার্ত মুখ দখে ডলির মনটা আরও নরম হয়ে গেলো । একটু কাছে ঘেঁসে বসলো ডলি । বিশ্রী ঘামের গন্ধ আসছে ছেলেটির শরীর থেকে মনে হয় গোসলও করে না কয়দিন । নিজের আচরণে ডলি বেশ অবাক হচ্ছে , এই শহরে এরকম হাজার হাজার মানুষ আছে যারা দিনাদিন না খেয়ে ময়লায় মাখামাখি হয়ে থাকে । কিন্তু তাদের প্রতি ডলি সাধারন সহানুভূতি ছাড়া আর কিছুই ফিল করে না । তাহলে ইএ ছেলেটির জন্য কেনো হচ্ছে?
কি নাম তোমার ? ডলি ছেলেটিকে খাবার এর চিন্তা থেকে দূরে রাখার জন্য প্রশ্ন করলো
এদিকে রেস্টুরেন্ট এ ঢুকেই খাবারের গন্ধে বার বার মুখের ভেতরটা পানিতে ভরে আসতে লাগলো নাইম এর । যখন মহিলাটি তৈরি থাকা তেহারি অর্ডার না করে রুটি অর্ডার করলো মনে মনে একটু বিরক্ত হলো ও । কিন্তু একজন অচেনা মহিলা ওকে যেচে পড়ে খাওয়াচ্ছে তার উপর ও কিভাবে বলে আমি রুটি নয় তেহারি খাবো । তাই অনেকটা বিমর্ষ মনে রুটির জন্য অপেক্ষা করতে লাগলো নাইম । বার বার পেট মোচড় দিচ্ছে । হঠাত করে সেই * পরিহিত মহিলা ওর আরও কাছে ঘেঁসে এলো । একেবারে শরীর এর সাথে লেগে বসলো । আচমকা ওই মহিলার এমন আচরনে একটু কুঁকড়ে গেলো নাইম । * পরিহিত মহিলা একদম ওর শরীর এর সাথে ঘেঁসে নাইম এর নাম জানতে চাইলো ।
বিব্রত নাইম যতটা সম্ভব দূরে সরে পরার চেষ্টা করলো কিন্তু ওর দিকে আর জায়গা ছিলো না । ওর ঠিক পড়েই ছিলো দেয়াল । হঠাত করে নাইম এর মনে হলো এই মহিলা আবার অন্য ধরনের ঠগবাজ নয় তো । না হলে অপরিচিত একটা ছেলের সাথে যেচে এসে খাতির করছে কেন । যেখানে ঢাকার শহরে নিজের আপন লোক ই ফিরে তাকায় না । এই মহিলা হয়তো ওই দলের যারা কাছে এসে শরীর এর লোভ দেখিয়ে সর্বস্ব কেড়ে নেবে । এদের কথা গ্রামে খুব শুনেছে নাইম । কিন্তু ওর কাছে আছেই বা কি আর এ নেবেই বা কি ? এই চিন্তা করে একটু শান্ত হলো ।
আমার নাম নাইম ।
আবেগ তাড়িত হয়ে ছেলেটির কাছে ঘেঁসে বসা যে ভুল ছিলো সেটা ডলি ছেলেটির প্রতিক্রিয়া দেখে বুঝতে পারে । চেনে না জানে না একটা মহিলা হঠাত করে এতো ঘনিষ্ঠ হতে চাচ্ছে ব্যাপারটা একটু অন্যরকম ই বটে । তাই ডলি আবার দূরত্ব ঠিক করে বসলো । তারপর বলল
বাহ তোমার নামটা তো সুন্দর , সত্যি করে বলো তো তুমি গেইটে বইসা কান্না করতাসিলা কেন?
নাইম একটু চুপসে যায় । ও চিন্তা করে পায়না অপরিচিত একজন এর কাছে নিজের কথা বলা ঠিক হবে কিনা । কিন্তু পরক্ষনেই ভাবে কি হবে আর বললে । অন্তত এই মহিলা তো ওকে আদর করে খেতে দিয়েছে ।
আমি গেরাম থেইকা আসছি আমার এক গেরাম সম্পর্কের চাচা করিম এর কাছে । চাচা বলছিলো ওনার নাকি সিনেমা পাড়ায় অনেক নাম ডাক । আমি ওনার কাছে নায়ক হওয়ার লইগা আসছিলাম । এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলে নাইম এর মাঝে রুটি গোস্ত চলে আসলে নাইম এর আর কথার দিকে মনোযোগ থাকে না । ও গোগ্রাসে খাওয়া শুরু করে ।
না চাইতেও ডলির হাসি চলে এলো , যে সে হাসি নয় একেবারে শব্দ করে খিলখিল হাসি । আসে পাসে বসা বাকি লোকজন অবাক আর বিরক্তি পূর্ণ দৃষ্টিতে তাকাচ্ছে ডলির দিকে। আগা গোরা *ে ঢাকা এক মহিলা এমন করে হাসছে , দৃশ্যটা দৃষ্টি কটুই লাগার কথা । অনেক কষ্টে নিজের হাসি থামালো ডলি । নাইম এর খাওয়া দেখে ডলির খুব মায়া হয় সাথে সাথে এক ধরনের তৃপ্তি ও অনুভব করে অভুক্ত ছেলেটিকে খাওয়াতে পেরে । নাইম এর খাওয়ায় আর ডিস্টার্ব না করে নিজের চায়ে চুমুক দেয় ডলি । খাওয়া দাওয়া শেষে ডলি নাইম কে জিজ্ঞাস করে
তোমার মনেহয় ঢাকা শহরে যাওয়ার কোন জায়গা নাই তুমি কি আমার সাথে জাইবা ? যদিও একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে , অচেনা একটি ছেলে কে নিজের এক রুমের বাড়িতে নিয়ে গিয়ে ওঠানো মানুষ কি চোখে দেখবে সেটা ডলি ভালো করে ই জানে । কিন্তু এটুকু বাড়াবাড়ি করতে ডলির ইচ্ছে হচ্ছে খুব ।
আপনের কোন সমস্যা হইবনা আমারে নিয়ে গেলে ? আহত মনে প্রশ্ন করে নাইম , কারন মহিলার প্রস্তাবটি ওর কাছে এই মুহূর্তে সাগরে ভাসতে থাকা ওই মানুষটির মতো যে এই মাত্র একটি কাঠের তক্তা খুজে পেয়েছে । কিন্তু ও জানে ওকে বাড়ি নিয়ে গেলে এই মহিলাকে নানা প্রশ্নের সমুখিন হতে হবে আর নিজের সাহায্যকারী কে কোন সমস্যায় ফেলতে চায়না নাইম ।
আমার কি সমস্যা ! তুমি ভয় পাইবা নাকি সেইটা বলো । ডলি হেঁসে উত্তর দেয় , এই হাঁসি হয়ত ছেলেটিকে একটু নর্মাল হতে সাহায্য করবে।
আমি ক্যান ভয় পামু , আমার ভয় পাওয়ার কি আসে । যার কিছু থাকে ভয় সে পায় । নাইম মুখটা অন্য দিকে ঘুরিয়ে বলে , কারন মহিলার এমন সদয় আচরনে ওর চোখে পানি চলে এসেছে ।
কথা তো ভালো সিখসো , তোমার যেমন কিছু নাই আমারো কিছু নাই , তাই আমারো কোন সমস্যা নাই তোমারে নিয়া গেলে । ওই একটা সি এন জী যায় । চলো উইঠা পরি , তোমার শরিলে যে গন্ধ উঠতে দিবে কিনা কে জানে?
*****
হঠাত করে পেছন থেকে ডাক শুনে একটু চমকে ওঠে নাইম । তার পর ঘুরে সেই * পড়া মুখটি দেখে স্বস্তির একটা ছাপ পড়ে নাইম এর চেহারায় । মহিলাটিকে চিনতে ওর কোন অসুবিধা হয় না , গলার স্বর শুনেই চিনে ফেলে নাইম । দারুন সুন্দর কণ্ঠ মহিলার , একদম নাইয়কা সোনালীর মতো কণ্ঠ । কিন্তু কি বলবে ভেবে পায় না । সিনেমা পাড়ার সামনে মহিলাটির ওর প্রতি আগ্রহ দেখে মনে করেছিলো মহিলাটি ওর জন্য কিছু করবে। তাই মহিলাটি চলে যেতেই কিছুক্ষন পর নাইম মহিলাটিকে খুজতে খুজতে এই বাসস্টান্ড এ চলে আসে । কিন্তু এতো ভিরে * আর * পড়া কাউকে খুজে পাওয়া আর সাগরে হারিয়ে যাওয়া সুঁই খোঁজা যে সমান সেটা বুঝতে কোন অসুবিধা হয় না নাইম এর । তাই হতাশ হয়ে এদিকে ওদিকে তাকাচ্ছিল আর নিজেকে ধিক্কার দিচ্ছিল । কিন্তু মহিলাটি নিজেই ওকে খুজে বার করেছে দেখে প্রচণ্ড আনন্দিত বোধ করছে নাইম । কিন্তু কি বলবে ও এই মহিলাটিকে , একজন অপরিচিত মানুষ এর কাছে কি বা চাওয়া যায় ।
নাইম এর কিছু বলতে হলো না , মহিলাটি নিজেই থেকেই বলল তোমার মনেহয় কিছু খাওয়া হয়নাই ?
নাইম কোন উত্তর দিলো না সুধু হাসল , সেই দুর্বল হাঁসি ই ওর হয়ে উত্তর দিয়ে দিলো ।
চলো তোমারে কিছু খাওয়াই , তারপর শুনবো তুমি কাঁদো ক্যান ? এতো বড় ছেলে রাস্তায় বসে বসে কাঁদে । এই বলে ডলি হাসে
হাসিটা নাইমের পরিচিত লাগে , কিন্তু ঠিক কার হাসি নাইম বুঝতে পারে না।এই নিয়ে দ্বিতীয় কেউ নাইম কে এই ঢাকা শহরে খেতে নিয়ে যাচ্ছে । প্রথম জন ওর পূর্ব পরিচিত যে ওকে নিঃস্ব করে ফেলেছে । আর দ্বিতীয়জন একজন অপরিচিত মহিলা যার চেহারাও নাইম ঠিক মতো দেখেনাই । কিন্তু এখন আর নাইম এর খোয়ানোর কিছু নেই । তাই নাইম আর দ্বিধা করলো না মহিলার পেছন পেছন চলতে লাগলো । খাবারের কথা শুনেই ওর পেট ডাকতে শুরু করে দিয়েছে ।
নিজের জন্য চা আর ছেলেটির জন্য রুটি গোস্ত অর্ডার করলো ডলি । যদিও ডলির ইচ্ছা ছিলো তেহারি নেয়ার কারন ছেলেটাকে দেখে মনে হচ্ছে খাবার গন্ধ পেয়ে ওর খিধে আরও চাগিয়ে উঠেছে আর সহ্য করতে করতে পারছে না । কিন্তু ইচ্ছে করেই ডলি তেহারি অর্ডার করেনি সারাদিন কিছু খায়নি এখন বেশি তেলে খাবার খেলে গ্যাস হবে । ছেলেটির ক্ষুধার্ত মুখ দখে ডলির মনটা আরও নরম হয়ে গেলো । একটু কাছে ঘেঁসে বসলো ডলি । বিশ্রী ঘামের গন্ধ আসছে ছেলেটির শরীর থেকে মনে হয় গোসলও করে না কয়দিন । নিজের আচরণে ডলি বেশ অবাক হচ্ছে , এই শহরে এরকম হাজার হাজার মানুষ আছে যারা দিনাদিন না খেয়ে ময়লায় মাখামাখি হয়ে থাকে । কিন্তু তাদের প্রতি ডলি সাধারন সহানুভূতি ছাড়া আর কিছুই ফিল করে না । তাহলে ইএ ছেলেটির জন্য কেনো হচ্ছে?
কি নাম তোমার ? ডলি ছেলেটিকে খাবার এর চিন্তা থেকে দূরে রাখার জন্য প্রশ্ন করলো
এদিকে রেস্টুরেন্ট এ ঢুকেই খাবারের গন্ধে বার বার মুখের ভেতরটা পানিতে ভরে আসতে লাগলো নাইম এর । যখন মহিলাটি তৈরি থাকা তেহারি অর্ডার না করে রুটি অর্ডার করলো মনে মনে একটু বিরক্ত হলো ও । কিন্তু একজন অচেনা মহিলা ওকে যেচে পড়ে খাওয়াচ্ছে তার উপর ও কিভাবে বলে আমি রুটি নয় তেহারি খাবো । তাই অনেকটা বিমর্ষ মনে রুটির জন্য অপেক্ষা করতে লাগলো নাইম । বার বার পেট মোচড় দিচ্ছে । হঠাত করে সেই * পরিহিত মহিলা ওর আরও কাছে ঘেঁসে এলো । একেবারে শরীর এর সাথে লেগে বসলো । আচমকা ওই মহিলার এমন আচরনে একটু কুঁকড়ে গেলো নাইম । * পরিহিত মহিলা একদম ওর শরীর এর সাথে ঘেঁসে নাইম এর নাম জানতে চাইলো ।
বিব্রত নাইম যতটা সম্ভব দূরে সরে পরার চেষ্টা করলো কিন্তু ওর দিকে আর জায়গা ছিলো না । ওর ঠিক পড়েই ছিলো দেয়াল । হঠাত করে নাইম এর মনে হলো এই মহিলা আবার অন্য ধরনের ঠগবাজ নয় তো । না হলে অপরিচিত একটা ছেলের সাথে যেচে এসে খাতির করছে কেন । যেখানে ঢাকার শহরে নিজের আপন লোক ই ফিরে তাকায় না । এই মহিলা হয়তো ওই দলের যারা কাছে এসে শরীর এর লোভ দেখিয়ে সর্বস্ব কেড়ে নেবে । এদের কথা গ্রামে খুব শুনেছে নাইম । কিন্তু ওর কাছে আছেই বা কি আর এ নেবেই বা কি ? এই চিন্তা করে একটু শান্ত হলো ।
আমার নাম নাইম ।
আবেগ তাড়িত হয়ে ছেলেটির কাছে ঘেঁসে বসা যে ভুল ছিলো সেটা ডলি ছেলেটির প্রতিক্রিয়া দেখে বুঝতে পারে । চেনে না জানে না একটা মহিলা হঠাত করে এতো ঘনিষ্ঠ হতে চাচ্ছে ব্যাপারটা একটু অন্যরকম ই বটে । তাই ডলি আবার দূরত্ব ঠিক করে বসলো । তারপর বলল
বাহ তোমার নামটা তো সুন্দর , সত্যি করে বলো তো তুমি গেইটে বইসা কান্না করতাসিলা কেন?
নাইম একটু চুপসে যায় । ও চিন্তা করে পায়না অপরিচিত একজন এর কাছে নিজের কথা বলা ঠিক হবে কিনা । কিন্তু পরক্ষনেই ভাবে কি হবে আর বললে । অন্তত এই মহিলা তো ওকে আদর করে খেতে দিয়েছে ।
আমি গেরাম থেইকা আসছি আমার এক গেরাম সম্পর্কের চাচা করিম এর কাছে । চাচা বলছিলো ওনার নাকি সিনেমা পাড়ায় অনেক নাম ডাক । আমি ওনার কাছে নায়ক হওয়ার লইগা আসছিলাম । এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলে নাইম এর মাঝে রুটি গোস্ত চলে আসলে নাইম এর আর কথার দিকে মনোযোগ থাকে না । ও গোগ্রাসে খাওয়া শুরু করে ।
না চাইতেও ডলির হাসি চলে এলো , যে সে হাসি নয় একেবারে শব্দ করে খিলখিল হাসি । আসে পাসে বসা বাকি লোকজন অবাক আর বিরক্তি পূর্ণ দৃষ্টিতে তাকাচ্ছে ডলির দিকে। আগা গোরা *ে ঢাকা এক মহিলা এমন করে হাসছে , দৃশ্যটা দৃষ্টি কটুই লাগার কথা । অনেক কষ্টে নিজের হাসি থামালো ডলি । নাইম এর খাওয়া দেখে ডলির খুব মায়া হয় সাথে সাথে এক ধরনের তৃপ্তি ও অনুভব করে অভুক্ত ছেলেটিকে খাওয়াতে পেরে । নাইম এর খাওয়ায় আর ডিস্টার্ব না করে নিজের চায়ে চুমুক দেয় ডলি । খাওয়া দাওয়া শেষে ডলি নাইম কে জিজ্ঞাস করে
তোমার মনেহয় ঢাকা শহরে যাওয়ার কোন জায়গা নাই তুমি কি আমার সাথে জাইবা ? যদিও একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে , অচেনা একটি ছেলে কে নিজের এক রুমের বাড়িতে নিয়ে গিয়ে ওঠানো মানুষ কি চোখে দেখবে সেটা ডলি ভালো করে ই জানে । কিন্তু এটুকু বাড়াবাড়ি করতে ডলির ইচ্ছে হচ্ছে খুব ।
আপনের কোন সমস্যা হইবনা আমারে নিয়ে গেলে ? আহত মনে প্রশ্ন করে নাইম , কারন মহিলার প্রস্তাবটি ওর কাছে এই মুহূর্তে সাগরে ভাসতে থাকা ওই মানুষটির মতো যে এই মাত্র একটি কাঠের তক্তা খুজে পেয়েছে । কিন্তু ও জানে ওকে বাড়ি নিয়ে গেলে এই মহিলাকে নানা প্রশ্নের সমুখিন হতে হবে আর নিজের সাহায্যকারী কে কোন সমস্যায় ফেলতে চায়না নাইম ।
আমার কি সমস্যা ! তুমি ভয় পাইবা নাকি সেইটা বলো । ডলি হেঁসে উত্তর দেয় , এই হাঁসি হয়ত ছেলেটিকে একটু নর্মাল হতে সাহায্য করবে।
আমি ক্যান ভয় পামু , আমার ভয় পাওয়ার কি আসে । যার কিছু থাকে ভয় সে পায় । নাইম মুখটা অন্য দিকে ঘুরিয়ে বলে , কারন মহিলার এমন সদয় আচরনে ওর চোখে পানি চলে এসেছে ।
কথা তো ভালো সিখসো , তোমার যেমন কিছু নাই আমারো কিছু নাই , তাই আমারো কোন সমস্যা নাই তোমারে নিয়া গেলে । ওই একটা সি এন জী যায় । চলো উইঠা পরি , তোমার শরিলে যে গন্ধ উঠতে দিবে কিনা কে জানে?
*****
কেউ কথা রাখে না
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।
আসবো বলেও আসে না।
কথা রাখে সুধু একাকীত্ব ,
কখনো ছেড়ে যায় না।