10-08-2025, 02:09 AM
(05-08-2025, 05:36 PM)sarkardibyendu Wrote: সুধার সুধাময়দুরন্ত লেখা। চালিয়ে যান ভাই।
কিন্তু লোকে কিছু বলবে না? ..... সুধাময় ধীরে ধীরে বলে।
হ্যাঁ..... বলবে হয়তো..... সারাজীবন তো কত কথাই বললো, আরো না হয় বলবে.... সেই চিন্তা তোমায় করতে হবে না।
তুমি বাড়িতে থাকো আমি দুপুরের মধ্যে ফিরে আসবো। ....... হরে কৃষ্ণ..... সুধা ওর ঝোলা নিয়ে এগোয়। আজ ওর মন বেশ ফরফুরে।
বারান্দায় বসে থেকে সুধাময় সুধার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে।
.....আহা.... তার রুগ্ন অসুখে ভোগা মা টা গলায় দড়ি দিয়ে ঝোলার সময় কতই না কষ্ট পেয়েছিলো...... দু চোখ দিয়ে জলের ধারা নেমে আসে সুধাময়ের। সেই ধারায় ঝাপসা হয়ে যায় সুধা।
চলবে......


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)