09-08-2025, 01:07 PM
আমি খুবই খুশি হয়েছি যে লেখক একজন পাঠিকার করা মন্তব্যকে এতটা গুরুত্ব দিয়েছেন ও তার ও এডমিনদের কথা মত তার লেখা পরিবর্তন করেছেন। কারোর ধর্মীয় ভাবাবেগে যাতে আঘাত না লাগে সেটাকে লেখক utmost priority দিয়েছেন। তার জন্য লেখককে জানাই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ।
আর এখানেই লেখক পাঠক / পাঠিকাদের চোখে নিজেকে এই ফোরামের অন্যান্য কিছু লেখক ও লেখিকার থেকে আলাদা উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এই ফোরামে চরম নোংরা মানসিকতার এক লেখক ও আরেক লেখিকা আছে যারা পাঠক / পাঠিকাদের ইচ্ছে অনিচ্ছের কোন গুরুত্ব তো দেয় ই না উল্টে কোন পাঠক / পাঠিকা যদি তাদের গল্পের বিন্দুমাত্র সমালোচনা করে তাদের কদর্য ভাষায় আক্রমণ করতে শুরু করে। নিজেদের সাঙ্গোপাঙ্গদের দিয়ে তাদের থ্রেট দিতে থাকে।
তাই লেখক আপনার ওপর আমার অনেক আশা যে আপনি আপনার গল্পে ব্যাভিচারী ও ব্যাভিচারিনী চরিত্রদের চরম শাস্তি দেবেন। আশা করি যে আপনি আমাকে আশাহত করবেন না।