06-08-2025, 12:02 PM
ভালো শুরু করেছেন। গল্প ভালো হবে বলেই মনে হয়। তবে গল্পে লেখক যত ব্যাভিচার দেখাতে চান দেখাতে পারেন কিন্তু গল্পের শেষে অমৃতা আর রুদ্র এই দুই ব্যাভিচারীকে যেন চরম লাঞ্ছনা, গঞ্জনা ও অপমান সহ্য করতে হয়। এই দুই পাষণ্ড যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় তাদের কৃত দুষ্কর্মের জন্য।
যে মহিলা নিজের uncontrolled lust এর কারণে নিজের স্বামী ও সন্তানের জীবন দুর্বিষহ করে তোলে এমনকি পিছন থেকে তাদের পীঠে ছুরি মারতেও পিছপা হয়না সেই সব মহিলাদের সমাজে বেঁচে থাকার কোন অধিকার নেই।
আর রুদ্রর মত পুরুষ (?) যারা সব জেনেশুনে একটা সংসার ভাঙে, একজন স্বামীকে তার স্ত্রীয়ের ভালবাসা থেকে, একজন সন্তানকে তার মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে শুধুমাত্র নিজের gratification of lust এর কারণে তাকে তো মেরে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেওয়া উচিৎ।