05-08-2025, 06:07 PM
(05-08-2025, 05:36 PM)sarkardibyendu Wrote: সুধার সুধাময়অমৃত। মনে হচ্ছে যেন কথক ঠাকুর কথা শোনাচ্ছেন। পরিবেশের নিবিড় স্নেহময় বিবরণ, মানুষের অন্তর্কাহিনী, টানাপোড়েন সব ছাপিয়ে উঠে এসেছে অমৃত। লিখে যান ভাই।
সারাদিনের পর আজ রাতেও বৃষ্টির বিরাম নেই। সুধার টিনের চালে বৃষ্টির আওয়াজে কান পাতা দায়। এই বাড়িতে কারেন্টে নেই। কয়েকবার বিদ্যুৎ দফতরের কাছে আবেদন করার পরও তারা দেয় নি, বলে অনেক দূর থেকে তার টেনে আনতে হবে। অনেক টাকা লাগবে। সুধাও আর গরজ দেখায় নি। একা মানুষের আর কারেন্ট দিয়ে কি করবে? এমনিতে চারিদিকে গাছ গাছালিতে ঘেরা বাড়িতে গরম খুব বেশী লাগে না। আর আলো তো সন্ধ্যার পর মাত্র দু এক ঘন্টার জন্য দরকার হয়। সেটুকু ও লন্ঠন দিয়েই কাজ চালিয়ে নেয়।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)