05-08-2025, 05:36 PM
সুধার সুধাময়
সারাদিনের পর আজ রাতেও বৃষ্টির বিরাম নেই। সুধার টিনের চালে বৃষ্টির আওয়াজে কান পাতা দায়। এই বাড়িতে কারেন্টে নেই। কয়েকবার বিদ্যুৎ দফতরের কাছে আবেদন করার পরও তারা দেয় নি, বলে অনেক দূর থেকে তার টেনে আনতে হবে। অনেক টাকা লাগবে। সুধাও আর গরজ দেখায় নি। একা মানুষের আর কারেন্ট দিয়ে কি করবে? এমনিতে চারিদিকে গাছ গাছালিতে ঘেরা বাড়িতে গরম খুব বেশী লাগে না। আর আলো তো সন্ধ্যার পর মাত্র দু এক ঘন্টার জন্য দরকার হয়। সেটুকু ও লন্ঠন দিয়েই কাজ চালিয়ে নেয়।
আজও লন্ঠনটা জ্বালিয়ে নিয়ে সামনে বসে ছিলো ও। ওর সামনে গরম ধোঁয়া ওঠা ফেনাভাত আর আলু বেগুন সিদ্ধ দিয়ে রাতের খাওয়া খাচ্ছে সুধাময়। ছেলেটাকে দেখে কেমন যেনো একটা মায়া হচ্ছে ওর। একদিন ওর জন্যই সুধাময়ের মা আত্মহত্যা করে। সেদিন যদি ওই রুগ্ন মানুষটাকে সুধা সব কিছু খুলে না বলতো তাহলে বেচারা আজ বাবা আর মাকে হারাতো না। সেদিক থেকে সুধা অপরাধী। সেই অপরাধ বোধ এতোদিন পরে সুধাময়কে দেখে আবার মাথাচাড়া দিচ্ছে।
গরম।ভাত খেতে খেতে সুধাময়ের মুখে একটা পরিতৃতপ্তির ছাপ ফুটে উঠেছে। সুধা ওকে বলল, আরো একটু দেবো বড় ঠাকুর? এই নামেই ছোট বেলায় সুধা সুধাময়কে ডাকতো। সুধাময়কে বড় ঠাকুর আর মনময়কে ছোট ঠাকুর।
সুধাময় মাথা নেড়ে বারন করে। সুধা মায়াভরা চোখে ওর দিকে তাকায়। ছেলেটা এতো কষ্ট সহ্য করেছে জীবনে সেটা সুধার জানা ছিলো না। সুধার ওই বাড়ি থেকে চলে আসার পর সে সুধাকে অনেক জায়গায় খুঁজে বেরিয়েছে। ওর বাড়ির ঠিকানা জোগার করার জন্য। কিন্তু কারো কাছে পায় নি। এদিকে ওর বাবা মনোহরও স্ত্রীর মৃত্যুর পর গান ছেড়ে দিয়ে একপ্রকার গৃহবন্দী হয়ে যান। সুধাময়ের এই খোঁজ কোনো সাময়িক আবেগের বশে ছিলো এমন না। যত দিন যায় তত ওর মধ্যে সুধাকে খোঁজার এই পাগলামো বাড়তেই থাকে। শেষে এই নিয়ে ভাইয়ের সাথে ঝগরা ঝাঁটিও শুরু হয়। ভাই সুধাময়ের এই আচরনে খুবই বিরক্ত ছিলো। কিন্তু সুধাময় তার নিজের সিদ্ধান্তে অনড়। এর মধ্যেই মনোহর অসুস্থ হয়ে মারা গেলেন। মনোময় একা বাবাকে নিয়ে ছোটাছুটি করে কিন্তু তাকে বাঁচাতে পারে না। ফলস্বরুপ মনোহরের মারা যাওয়ার পর তার সব রাগ গিয়ে পড়ে সুধাময়ের উপর। দাদাকে সে অকথ্যা ভাষায় অপমান করতে থাকে।
কিন্তু কোন কিছুতেই যেনো সুধাময়ের সুধাপ্রেম এর নিস্পত্তি হয় না। সুধাময়ের শরীর মন জুড়ে শুধু সুধারই চিন্তা ভাবনা। কয়েকজন আত্মীয় স্বজন ওকে বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লাগলেও সুধাময়ের প্রবল আপত্তিতে তারাও হাল ছেড়ে দেয়। শেষে একদিন ও নিজের ভাগের সব কিছু ভাইকে লিখে দিয়ে বাড়িঘর ত্যাগ করে বেরিয়ে পরে।
বাড়ি ত্যাগ করার পর দীক্ষা গ্রহন করে বাকি জীবন এভাবেই কাটিয়ে দেওয়ার কথা ভেবে নেয় ও। নিজের কিছুই নেই ওর। আশ্রমে আশ্রমে ঘুরে ঘুরে কাটতে থাকে ওর জীবন। এরই মধ্যে একদিন সুধার দেখা পেয়ে যায়। আবার ওর সেই পুরোনো প্রেম মাথাচাড়া দিয়ে ওঠে। প্রায় চৌদ্দ বছরের ব্যাবধানে সুধার শরীরে তখন যৌবন থাকলেও সেটা সেই ২৮ বছরের সুধার থেকে অনেক পরিনত। কিন্তু সুধাময়ের চোখে তো ও সেই আগের সুধাই রয়ে গেছে। এক দেখাতেই ও চিনে নেয় নিজের কাঙ্খিত নারীকে। তারপরই তার সুধার বাসায় আগমন।
আজ দুপুরে বৃষ্টির মধ্যে সুধাময় যখন এসে উপস্থিত হল তখন সুধা তাকে ঘরে নিয়ে বসায়। সেখানেই ওর নিজের মুখ থেকে শোনে সুধাময়ের জীবনের এই দীর্ঘ করুন কাহিনী। সুধার হৃদয় বারবার মোচড় দিয়ে উঠছিলো যে একটা ছেলে যে কিনা তার থেকে অনেক ছোট সে শুধু তাকে কাছে পাওয়ার জন্য এতো কষ্ট সহ্য করেছে? এই জীবনে সুধা বহু পুরুষ দেখেছে কিন্তু এমন একটিও দেখে নি।
খাওয়া শেষ করে তৃপ্তির ঢেকুর তোলে সুধাময়। সুধা ওকে রাতে এখানেই থেকে যেতে বলেছে। বেচারার থাকার জায়গা বলতে তো কোনো আশ্রমের বারান্দার কোন কোন, সুধার এই একটা মাত্র ঘরেও সেভাবে জায়গা নেই তবু একটা রাতে সেখানে সুধাময় থাকলে তেমন কোনো অসুবিধা হবে না। এই বর্ষার দুর্যোগে অসহায় মানুষটাকে বাড়ির বাইরে ঠেলে দিতে মন চায় না সুধার। ও নিজের তক্তপোষের বিছানা সুধাময়ের জন্য সুন্দর করে পেতে দেয়। নিজে রাতটা মেঝেতে শুয়েই কাটিয়ে দেবে।
সুধাময় সুধার সামনে বসে তার দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে থাকে। লজ্জা করে সুধার। সে জানে, এই বয়সে এমন বিভোর হওয়ার মত রুপ আর তার নেই। হ্যা, আর পাঁচজন মেয়ের তুলনায় তার শরীরে বয়সের ছাপ তুলনায় অনেক কম। আজো তাকে ৩৬/৩৭ বলে চালিয়ে দেওয়া যাবে। শরীরে মেদ প্রায় নেই, যা আছে সেটা পেটে সামান্য, বাচ্চা না হওয়ায় কারণে স্তনের গঠনেও সেভাবে বিপুল কোনো পরিবর্তন ঘটে নি। মাঝে মাঝে ও যখন নিজেকে নগ্ন দেখে তখন ভালোই লাগে নিজের। তলপেট এখনো সমান, যোনীপথও সেভাবে ঢলঢলে হয়ে যায় নি। ও এখন মাঝে সাঝে যাদের সাথে সেক্স করে তারা কেউই ওর যোনীপথে নিজের পুরুষাঙ্গ সম্পূর্ন প্রবেশ করানোর ক্ষমতা রাখে না। সবাই রতন বাবুর গোত্রের লোক। তাই সেই বিনায়কের পর তার যোনীর পূর্ণ সদ্বব্যাবহার আর কেউ করে নি। তবুও বয়স তো তার বেড়েছে। আর সেটা সুধা ভালোই বুঝতে পারে।
সুধা এবার প্রশ্ন করে, ' হাঁ করে কি দেখছো বড়ঠাকুর? এই বুড়িকে?
' আহা বুড়ির যদি রুপের এতো ছটা থাকে তাহলে সবাই তোমার মত বুড়ি হোক.... হাসে সুধাময়।
বাজে কথা বলোনা গো....।
তোমার কি মনে হয় বাজে কথা বলার জন্য আজ আমি এই জায়গায় এসেছি?
থমকে যায় সুধা, সত্যি ছেলেটা যে তার জন্য নিজের সব উজাড় করেছে তাকে আর ব্যাথা দিয়ে লাভ কি? ভালো করে সুধাময়ের দিকে তাকায় সুধা, ৩২ এর সুধাময়ের চেহারা বয়সের তুলনায় একটু বেশী মনে হচ্ছে সেটা অনিয়মিত জীবন্যাপনের কারনে। তাছাড়া বাবা মনোহরের মত ওতটা না হলেও সেই চটকের প্রায় ৭০ ভাগই সুধাময় পেয়েছে। একটু নিজের প্রতি যত্ন নিলে মেয়েরা চোখে হারাবে একে। সুধা আর কথা বাড়ায় না।
আজ শুয়ে পড় ঠাকুর, অনেক তো কথা হল....কাল আবার হবে......।
সুধাময় হতাশ দৃষ্টিতে সুধার দিকে তাকালো। যেনো সারা রাত ও সুধার সাথে এভাবেই কথা বলে যেতে পারলে ভালো হয়।
একচালার এই ঘরের একপাশে একটা কাঠের চৌকি পাতা। সেখানে বিছানা করা আছে। বাকি ঘরের কিছুটা ফাঁকা মেঝেতে বিছানা করে নেয় সুধা।
সুধাময় শুয়ে পড়লে সুধাও আলো নিভিয়ে শুয়ে পড়ে। বাইরে তখনো অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। সারাদিন বৃষ্টির পর রাতে বেশ ঠান্ডা লাগছে। সুধা একটা চাদর গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করে। কিন্তু নানা পুরানো স্মৃতির ভিড়ে ঘুম আসতে চায় না। উপরে বিছানা থেকে সুধাময়ের নিশ্বাসের আওয়াজ কানে এসে লাগছে। ওর থেকে ছেলেটা অনেক ছোট তবু তো ও একটা পূর্ণ বয়স্ক তরুন। আর সুধার শরীরে যৌবন এখনো ছেড়ে যায় নি। এভাবে এক ঘরে এক সাথে...... সুধার শরীর শিহরিত হয়ে ওঠে। ও অনুভব করছে ওর হার্টবীট বেড়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে....... তলপেটের নীচে বহুদিন পর যেনো সুপ্ত নদী তার প্রবাহ ফিরে পেয়েছে..... ভার ভার লাগছে চল্লিশ পার করা দুটি স্তন..
সুধার শরীরের মোহে যদি সুধাময় এই নির্জন এক রাতে একাকী এই কামরায় সুধাকে পেতে চায়? কি করবে ও?
প্রত্যাখ্যান? নাকি সমর্পন করবে নিজেকে সুধাময়ের তরুন শরীরের নিচে? নারী পুরুষ দুজনেই যেখানে পরিপূর্ন তরুন তরুনি সেখানে কে বড় আর কে ছোট সেটা অবান্তর বিষয়। মোহনের পরে কেউ যে সুধাকে এতো ভালোবাসে সেটা সে জানত না। আজ জানার পর কি বারে বারে দুর্বল হয়ে যাচ্ছে ও? মন কোথাও কি চাইছে যে সুধাময় এসে ওকে উত্তপ্ত করুক। এতো বছরের জমানো নদীর বাঁধ ভেঙে কুল ভাসিয়ে দিক। মোহনের মত আদরে আদরে ভরে দিক......??
অনেকদিন পর সুধার মনে হচ্ছে উঠে গিয়ে সুধাময়কে ডেকে তোলে তারপর ওকে নিয়ে মেতে ওঠে আদিম খেলায়। যদিও সুধাময় এখনো ওকে তেমন কোনো ইঙ্গিত দেয় নি তবু মনে হচ্ছে সুধাময়ের এই আগমনের ভবিতব্য এটাই হতে চলেছে।
আজ এতো বছর পর যে কামবাসনা সুধার এভাবে রাতের ঘুম কেড়ে নেবে সেটা ও নিজেও ভাবে নি। নানা কল্পনায় ভাসতে ভাসতে কখন ঘুমিয়ে পড়েছে সুধা জানে না। ঘুম ভাঙে খুব ভোরে, রোজ এইসময় ঘুম থেকে ওঠা ওর অভ্যাস। ঘরের বেড়ার ফাঁক দিয়ে বাইরের আলো সামান্য ঘরে আসছে। সুধা বিছানায় উঠে বসে। কাল রাতে ওইসব চিন্তার পর মাথাটা ভার ভার লাগছে। ও উপরে সুধাময়ের দিকে তাকায়, সুধাময় চিৎ হয়ে শুয়ে আছে। ওর সুঠাম বুক নিশ্বাসের সাথে সাথে ওঠানামা করছে। গভীর ঘুমে তলিয়ে আছে ও। সুধা মনোযোগ দিয়ে দেখতে যেয়েই দেখে সুধাময়ের ধুতির কাছটা উঁচু উঁচু লাগছে। ওর চোখ আটকে যায়। আগে মোহনকেও দেখেছে, ভোরের বেলায় ওইভাবে উঁচু হয়ে থাকতে।
সুধা মেঝে থাকে চৌকিতে উঠে বসে। সুধাময় সত্যিই গভীর ঘুমে। মনে হয় বহুদিন ও এমন আরামের ঘুম ঘুমায় নি। মোহন মারা যাওয়ার পর আর কোনো যুবকের পুরুষাঙ্গ দেখে নি সুধা। কখনো ইচ্ছাও করে নি। যা করেছে সেগুলো সবই স্বার্থের তাগিদে বা প্রয়জনে। মন থেকে কোনো পুরুষকে কাছ থেকে দেখার ইচ্ছাই হয় নি। আজ হঠাৎ নিজের সামনে সুধাময়ের উত্থিত পুরুষাঙ্গ...... আজ ইচ্ছা করছে।
সুধা ধীরে ধীরে হাত বাড়িয়ে সুধাময়ের ধুতির একটা অংশ সরায়। ভিতরে আর কিছু পরা নেই সুধাময়ের। সুধার সামনে মাথা তুলে দাঁড়িয়ে আছে সুধাময়ের কঠিন উত্থিত পুরুষাঙ্গ।
এক ঝলক দেখেই সুধা আবার ঢেকে দেয়। আশ্চর্য্য, ওর কেনো এমন হচ্ছে? ছেলেদের এই অঙ্গ সে বহুবার দেখেছে...... আজকাল তেমন কিছু উত্তেজনাও হয় না, কিন্তু আজ কেনো হঠাৎ করে সুধাময়ের উত্তেজিত অঙ্গ দেখে ওর মধ্যে উত্তেজনা জাগছে? সেটা কি এই কারনে যে সুধাময়ও অকে মোহনের মতই সত্যিকারের ভালোবাসে?
দরজা খুলে বাইরে বেরিয়ে এসে সুধা। সারারাত বৃষ্টির পর এখন চারিদিক শান্ত। ও বাথরুমের কাজ সেরে স্নান করতে ঢোকে। বাঁশের বেড়া দিয়ে ঘেরা বাথরুমের মধ্যে নিজের পোষাক খুলে নগ্ন হয় ও। রোজই এভাবে স্নান করে কিন্তু কখনো স্নান ঘরে নিজেকে দেখার ইচ্ছা থাকে না। আজ ও নিজের স্তন, পেট, যোনী সব বার বার পরখ করে। পিছনে দুহাত বুলিয়ে নিজের পাছার আকার আর ভার অনুভব করার চেষ্টা করে। কেনো জানি আজ ওর খুব ইচ্ছা করছে যে একটা বড় আয়না থাকলে নিজের এই নগ্ন সৌন্দর্য্যকে প্রান ভরে দেখতে পারতো ও। এর আগে কখনো নিজেকে এভাবে দেখার তাগিদ অনুভব করে নি ও।
চোখ বন্ধ করে একটা হাত নিজের যোনীতে রেখে সুধা অনুভব করে সুধাময়ের সদ্য দেখা দৃঢ় পুরুষাঙ্গকে। চকিতে হাত সরিয়ে নেয় সুধা...... উফ....কি ভুল করছে ও, এতো বছর পর আবার কারো শারীরিক আর মানসিক বন্ধনে আবদ্ধ হওয়ার দিকে এগচ্ছে নাকি ও? ও স্নান করে শুদ্ধ কাপড় পরে ঠাকুর ঘরে প্রবেশ করে। তখন সুধাময় জেগে গেছে। সে বাইরে এসে সুধাকে দেখে সরল ভাবে হাসে।
সুধা নিশ্চিত হয় সত্যি সত্যি ছেলেটা এখনো নিস্পাপ। সে সুধাকে মনে প্রানেই ভালোবেসেছিলো। না হলে সারারাত এক ঘরে থাকার সুবিধা নেওয়ার বদলে এভাবে নাক ডেকে ঘুমিয়ে পড়তো না। বরং ওকে নিজের কাছে পেয়ে দুর্বল হয়ে গেছে সুধা নিজেই।
সুধা হেসে বলল, যাও বড়ঠাকুর..... স্নান করে নেও.... আমি চট করে পুজোটা সেরে আসি।
সকালে চিড়ে মুড়ি দিয়ে খাওয়া সারার পর সুধা বেরোনোর উদ্যোগ নিতেই সুধাময় বলে...... তাহলে এবার আমি আসি গো সুধাপিসি।
সুধা ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কোথায় যাবে? ঘর দোর তো সব দান করে দিয়েছো ঠাকুর......আশ্রমের ভাঙা বারান্দার কোনার থেকে আমার ঘর কি ভালো না? ...... আজ থেকে তুমি এখানেই থাকবে।
নিজের কানকে ঠিকমত বিশ্বাস করতে পারে না সুধাময়। সে একরাতের দুর্যোগে আশ্রয় পেয়েছে এটাই ভেবেছিলো, কিন্তু সেটা যে চিরস্থায়ী হতে পারে সেটা ভাবে নি।
কিন্তু লোকে কিছু বলবে না? ..... সুধাময় ধীরে ধীরে বলে।
হ্যাঁ..... বলবে হয়তো..... সারাজীবন তো কত কথাই বললো, আরো না হয় বলবে.... সেই চিন্তা তোমায় করতে হবে না।
তুমি বাড়িতে থাকো আমি দুপুরের মধ্যে ফিরে আসবো। ....... হরে কৃষ্ণ..... সুধা ওর ঝোলা নিয়ে এগোয়। আজ ওর মন বেশ ফরফুরে।
বারান্দায় বসে থেকে সুধাময় সুধার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে।
.....আহা.... তার রুগ্ন অসুখে ভোগা মা টা গলায় দড়ি দিয়ে ঝোলার সময় কতই না কষ্ট পেয়েছিলো...... দু চোখ দিয়ে জলের ধারা নেমে আসে সুধাময়ের। সেই ধারায় ঝাপসা হয়ে যায় সুধা।
চলবে......
সারাদিনের পর আজ রাতেও বৃষ্টির বিরাম নেই। সুধার টিনের চালে বৃষ্টির আওয়াজে কান পাতা দায়। এই বাড়িতে কারেন্টে নেই। কয়েকবার বিদ্যুৎ দফতরের কাছে আবেদন করার পরও তারা দেয় নি, বলে অনেক দূর থেকে তার টেনে আনতে হবে। অনেক টাকা লাগবে। সুধাও আর গরজ দেখায় নি। একা মানুষের আর কারেন্ট দিয়ে কি করবে? এমনিতে চারিদিকে গাছ গাছালিতে ঘেরা বাড়িতে গরম খুব বেশী লাগে না। আর আলো তো সন্ধ্যার পর মাত্র দু এক ঘন্টার জন্য দরকার হয়। সেটুকু ও লন্ঠন দিয়েই কাজ চালিয়ে নেয়।
আজও লন্ঠনটা জ্বালিয়ে নিয়ে সামনে বসে ছিলো ও। ওর সামনে গরম ধোঁয়া ওঠা ফেনাভাত আর আলু বেগুন সিদ্ধ দিয়ে রাতের খাওয়া খাচ্ছে সুধাময়। ছেলেটাকে দেখে কেমন যেনো একটা মায়া হচ্ছে ওর। একদিন ওর জন্যই সুধাময়ের মা আত্মহত্যা করে। সেদিন যদি ওই রুগ্ন মানুষটাকে সুধা সব কিছু খুলে না বলতো তাহলে বেচারা আজ বাবা আর মাকে হারাতো না। সেদিক থেকে সুধা অপরাধী। সেই অপরাধ বোধ এতোদিন পরে সুধাময়কে দেখে আবার মাথাচাড়া দিচ্ছে।
গরম।ভাত খেতে খেতে সুধাময়ের মুখে একটা পরিতৃতপ্তির ছাপ ফুটে উঠেছে। সুধা ওকে বলল, আরো একটু দেবো বড় ঠাকুর? এই নামেই ছোট বেলায় সুধা সুধাময়কে ডাকতো। সুধাময়কে বড় ঠাকুর আর মনময়কে ছোট ঠাকুর।
সুধাময় মাথা নেড়ে বারন করে। সুধা মায়াভরা চোখে ওর দিকে তাকায়। ছেলেটা এতো কষ্ট সহ্য করেছে জীবনে সেটা সুধার জানা ছিলো না। সুধার ওই বাড়ি থেকে চলে আসার পর সে সুধাকে অনেক জায়গায় খুঁজে বেরিয়েছে। ওর বাড়ির ঠিকানা জোগার করার জন্য। কিন্তু কারো কাছে পায় নি। এদিকে ওর বাবা মনোহরও স্ত্রীর মৃত্যুর পর গান ছেড়ে দিয়ে একপ্রকার গৃহবন্দী হয়ে যান। সুধাময়ের এই খোঁজ কোনো সাময়িক আবেগের বশে ছিলো এমন না। যত দিন যায় তত ওর মধ্যে সুধাকে খোঁজার এই পাগলামো বাড়তেই থাকে। শেষে এই নিয়ে ভাইয়ের সাথে ঝগরা ঝাঁটিও শুরু হয়। ভাই সুধাময়ের এই আচরনে খুবই বিরক্ত ছিলো। কিন্তু সুধাময় তার নিজের সিদ্ধান্তে অনড়। এর মধ্যেই মনোহর অসুস্থ হয়ে মারা গেলেন। মনোময় একা বাবাকে নিয়ে ছোটাছুটি করে কিন্তু তাকে বাঁচাতে পারে না। ফলস্বরুপ মনোহরের মারা যাওয়ার পর তার সব রাগ গিয়ে পড়ে সুধাময়ের উপর। দাদাকে সে অকথ্যা ভাষায় অপমান করতে থাকে।
কিন্তু কোন কিছুতেই যেনো সুধাময়ের সুধাপ্রেম এর নিস্পত্তি হয় না। সুধাময়ের শরীর মন জুড়ে শুধু সুধারই চিন্তা ভাবনা। কয়েকজন আত্মীয় স্বজন ওকে বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লাগলেও সুধাময়ের প্রবল আপত্তিতে তারাও হাল ছেড়ে দেয়। শেষে একদিন ও নিজের ভাগের সব কিছু ভাইকে লিখে দিয়ে বাড়িঘর ত্যাগ করে বেরিয়ে পরে।
বাড়ি ত্যাগ করার পর দীক্ষা গ্রহন করে বাকি জীবন এভাবেই কাটিয়ে দেওয়ার কথা ভেবে নেয় ও। নিজের কিছুই নেই ওর। আশ্রমে আশ্রমে ঘুরে ঘুরে কাটতে থাকে ওর জীবন। এরই মধ্যে একদিন সুধার দেখা পেয়ে যায়। আবার ওর সেই পুরোনো প্রেম মাথাচাড়া দিয়ে ওঠে। প্রায় চৌদ্দ বছরের ব্যাবধানে সুধার শরীরে তখন যৌবন থাকলেও সেটা সেই ২৮ বছরের সুধার থেকে অনেক পরিনত। কিন্তু সুধাময়ের চোখে তো ও সেই আগের সুধাই রয়ে গেছে। এক দেখাতেই ও চিনে নেয় নিজের কাঙ্খিত নারীকে। তারপরই তার সুধার বাসায় আগমন।
আজ দুপুরে বৃষ্টির মধ্যে সুধাময় যখন এসে উপস্থিত হল তখন সুধা তাকে ঘরে নিয়ে বসায়। সেখানেই ওর নিজের মুখ থেকে শোনে সুধাময়ের জীবনের এই দীর্ঘ করুন কাহিনী। সুধার হৃদয় বারবার মোচড় দিয়ে উঠছিলো যে একটা ছেলে যে কিনা তার থেকে অনেক ছোট সে শুধু তাকে কাছে পাওয়ার জন্য এতো কষ্ট সহ্য করেছে? এই জীবনে সুধা বহু পুরুষ দেখেছে কিন্তু এমন একটিও দেখে নি।
খাওয়া শেষ করে তৃপ্তির ঢেকুর তোলে সুধাময়। সুধা ওকে রাতে এখানেই থেকে যেতে বলেছে। বেচারার থাকার জায়গা বলতে তো কোনো আশ্রমের বারান্দার কোন কোন, সুধার এই একটা মাত্র ঘরেও সেভাবে জায়গা নেই তবু একটা রাতে সেখানে সুধাময় থাকলে তেমন কোনো অসুবিধা হবে না। এই বর্ষার দুর্যোগে অসহায় মানুষটাকে বাড়ির বাইরে ঠেলে দিতে মন চায় না সুধার। ও নিজের তক্তপোষের বিছানা সুধাময়ের জন্য সুন্দর করে পেতে দেয়। নিজে রাতটা মেঝেতে শুয়েই কাটিয়ে দেবে।
সুধাময় সুধার সামনে বসে তার দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে থাকে। লজ্জা করে সুধার। সে জানে, এই বয়সে এমন বিভোর হওয়ার মত রুপ আর তার নেই। হ্যা, আর পাঁচজন মেয়ের তুলনায় তার শরীরে বয়সের ছাপ তুলনায় অনেক কম। আজো তাকে ৩৬/৩৭ বলে চালিয়ে দেওয়া যাবে। শরীরে মেদ প্রায় নেই, যা আছে সেটা পেটে সামান্য, বাচ্চা না হওয়ায় কারণে স্তনের গঠনেও সেভাবে বিপুল কোনো পরিবর্তন ঘটে নি। মাঝে মাঝে ও যখন নিজেকে নগ্ন দেখে তখন ভালোই লাগে নিজের। তলপেট এখনো সমান, যোনীপথও সেভাবে ঢলঢলে হয়ে যায় নি। ও এখন মাঝে সাঝে যাদের সাথে সেক্স করে তারা কেউই ওর যোনীপথে নিজের পুরুষাঙ্গ সম্পূর্ন প্রবেশ করানোর ক্ষমতা রাখে না। সবাই রতন বাবুর গোত্রের লোক। তাই সেই বিনায়কের পর তার যোনীর পূর্ণ সদ্বব্যাবহার আর কেউ করে নি। তবুও বয়স তো তার বেড়েছে। আর সেটা সুধা ভালোই বুঝতে পারে।
সুধা এবার প্রশ্ন করে, ' হাঁ করে কি দেখছো বড়ঠাকুর? এই বুড়িকে?
' আহা বুড়ির যদি রুপের এতো ছটা থাকে তাহলে সবাই তোমার মত বুড়ি হোক.... হাসে সুধাময়।
বাজে কথা বলোনা গো....।
তোমার কি মনে হয় বাজে কথা বলার জন্য আজ আমি এই জায়গায় এসেছি?
থমকে যায় সুধা, সত্যি ছেলেটা যে তার জন্য নিজের সব উজাড় করেছে তাকে আর ব্যাথা দিয়ে লাভ কি? ভালো করে সুধাময়ের দিকে তাকায় সুধা, ৩২ এর সুধাময়ের চেহারা বয়সের তুলনায় একটু বেশী মনে হচ্ছে সেটা অনিয়মিত জীবন্যাপনের কারনে। তাছাড়া বাবা মনোহরের মত ওতটা না হলেও সেই চটকের প্রায় ৭০ ভাগই সুধাময় পেয়েছে। একটু নিজের প্রতি যত্ন নিলে মেয়েরা চোখে হারাবে একে। সুধা আর কথা বাড়ায় না।
আজ শুয়ে পড় ঠাকুর, অনেক তো কথা হল....কাল আবার হবে......।
সুধাময় হতাশ দৃষ্টিতে সুধার দিকে তাকালো। যেনো সারা রাত ও সুধার সাথে এভাবেই কথা বলে যেতে পারলে ভালো হয়।
একচালার এই ঘরের একপাশে একটা কাঠের চৌকি পাতা। সেখানে বিছানা করা আছে। বাকি ঘরের কিছুটা ফাঁকা মেঝেতে বিছানা করে নেয় সুধা।
সুধাময় শুয়ে পড়লে সুধাও আলো নিভিয়ে শুয়ে পড়ে। বাইরে তখনো অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। সারাদিন বৃষ্টির পর রাতে বেশ ঠান্ডা লাগছে। সুধা একটা চাদর গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করে। কিন্তু নানা পুরানো স্মৃতির ভিড়ে ঘুম আসতে চায় না। উপরে বিছানা থেকে সুধাময়ের নিশ্বাসের আওয়াজ কানে এসে লাগছে। ওর থেকে ছেলেটা অনেক ছোট তবু তো ও একটা পূর্ণ বয়স্ক তরুন। আর সুধার শরীরে যৌবন এখনো ছেড়ে যায় নি। এভাবে এক ঘরে এক সাথে...... সুধার শরীর শিহরিত হয়ে ওঠে। ও অনুভব করছে ওর হার্টবীট বেড়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে....... তলপেটের নীচে বহুদিন পর যেনো সুপ্ত নদী তার প্রবাহ ফিরে পেয়েছে..... ভার ভার লাগছে চল্লিশ পার করা দুটি স্তন..
সুধার শরীরের মোহে যদি সুধাময় এই নির্জন এক রাতে একাকী এই কামরায় সুধাকে পেতে চায়? কি করবে ও?
প্রত্যাখ্যান? নাকি সমর্পন করবে নিজেকে সুধাময়ের তরুন শরীরের নিচে? নারী পুরুষ দুজনেই যেখানে পরিপূর্ন তরুন তরুনি সেখানে কে বড় আর কে ছোট সেটা অবান্তর বিষয়। মোহনের পরে কেউ যে সুধাকে এতো ভালোবাসে সেটা সে জানত না। আজ জানার পর কি বারে বারে দুর্বল হয়ে যাচ্ছে ও? মন কোথাও কি চাইছে যে সুধাময় এসে ওকে উত্তপ্ত করুক। এতো বছরের জমানো নদীর বাঁধ ভেঙে কুল ভাসিয়ে দিক। মোহনের মত আদরে আদরে ভরে দিক......??
অনেকদিন পর সুধার মনে হচ্ছে উঠে গিয়ে সুধাময়কে ডেকে তোলে তারপর ওকে নিয়ে মেতে ওঠে আদিম খেলায়। যদিও সুধাময় এখনো ওকে তেমন কোনো ইঙ্গিত দেয় নি তবু মনে হচ্ছে সুধাময়ের এই আগমনের ভবিতব্য এটাই হতে চলেছে।
আজ এতো বছর পর যে কামবাসনা সুধার এভাবে রাতের ঘুম কেড়ে নেবে সেটা ও নিজেও ভাবে নি। নানা কল্পনায় ভাসতে ভাসতে কখন ঘুমিয়ে পড়েছে সুধা জানে না। ঘুম ভাঙে খুব ভোরে, রোজ এইসময় ঘুম থেকে ওঠা ওর অভ্যাস। ঘরের বেড়ার ফাঁক দিয়ে বাইরের আলো সামান্য ঘরে আসছে। সুধা বিছানায় উঠে বসে। কাল রাতে ওইসব চিন্তার পর মাথাটা ভার ভার লাগছে। ও উপরে সুধাময়ের দিকে তাকায়, সুধাময় চিৎ হয়ে শুয়ে আছে। ওর সুঠাম বুক নিশ্বাসের সাথে সাথে ওঠানামা করছে। গভীর ঘুমে তলিয়ে আছে ও। সুধা মনোযোগ দিয়ে দেখতে যেয়েই দেখে সুধাময়ের ধুতির কাছটা উঁচু উঁচু লাগছে। ওর চোখ আটকে যায়। আগে মোহনকেও দেখেছে, ভোরের বেলায় ওইভাবে উঁচু হয়ে থাকতে।
সুধা মেঝে থাকে চৌকিতে উঠে বসে। সুধাময় সত্যিই গভীর ঘুমে। মনে হয় বহুদিন ও এমন আরামের ঘুম ঘুমায় নি। মোহন মারা যাওয়ার পর আর কোনো যুবকের পুরুষাঙ্গ দেখে নি সুধা। কখনো ইচ্ছাও করে নি। যা করেছে সেগুলো সবই স্বার্থের তাগিদে বা প্রয়জনে। মন থেকে কোনো পুরুষকে কাছ থেকে দেখার ইচ্ছাই হয় নি। আজ হঠাৎ নিজের সামনে সুধাময়ের উত্থিত পুরুষাঙ্গ...... আজ ইচ্ছা করছে।
সুধা ধীরে ধীরে হাত বাড়িয়ে সুধাময়ের ধুতির একটা অংশ সরায়। ভিতরে আর কিছু পরা নেই সুধাময়ের। সুধার সামনে মাথা তুলে দাঁড়িয়ে আছে সুধাময়ের কঠিন উত্থিত পুরুষাঙ্গ।
এক ঝলক দেখেই সুধা আবার ঢেকে দেয়। আশ্চর্য্য, ওর কেনো এমন হচ্ছে? ছেলেদের এই অঙ্গ সে বহুবার দেখেছে...... আজকাল তেমন কিছু উত্তেজনাও হয় না, কিন্তু আজ কেনো হঠাৎ করে সুধাময়ের উত্তেজিত অঙ্গ দেখে ওর মধ্যে উত্তেজনা জাগছে? সেটা কি এই কারনে যে সুধাময়ও অকে মোহনের মতই সত্যিকারের ভালোবাসে?
দরজা খুলে বাইরে বেরিয়ে এসে সুধা। সারারাত বৃষ্টির পর এখন চারিদিক শান্ত। ও বাথরুমের কাজ সেরে স্নান করতে ঢোকে। বাঁশের বেড়া দিয়ে ঘেরা বাথরুমের মধ্যে নিজের পোষাক খুলে নগ্ন হয় ও। রোজই এভাবে স্নান করে কিন্তু কখনো স্নান ঘরে নিজেকে দেখার ইচ্ছা থাকে না। আজ ও নিজের স্তন, পেট, যোনী সব বার বার পরখ করে। পিছনে দুহাত বুলিয়ে নিজের পাছার আকার আর ভার অনুভব করার চেষ্টা করে। কেনো জানি আজ ওর খুব ইচ্ছা করছে যে একটা বড় আয়না থাকলে নিজের এই নগ্ন সৌন্দর্য্যকে প্রান ভরে দেখতে পারতো ও। এর আগে কখনো নিজেকে এভাবে দেখার তাগিদ অনুভব করে নি ও।
চোখ বন্ধ করে একটা হাত নিজের যোনীতে রেখে সুধা অনুভব করে সুধাময়ের সদ্য দেখা দৃঢ় পুরুষাঙ্গকে। চকিতে হাত সরিয়ে নেয় সুধা...... উফ....কি ভুল করছে ও, এতো বছর পর আবার কারো শারীরিক আর মানসিক বন্ধনে আবদ্ধ হওয়ার দিকে এগচ্ছে নাকি ও? ও স্নান করে শুদ্ধ কাপড় পরে ঠাকুর ঘরে প্রবেশ করে। তখন সুধাময় জেগে গেছে। সে বাইরে এসে সুধাকে দেখে সরল ভাবে হাসে।
সুধা নিশ্চিত হয় সত্যি সত্যি ছেলেটা এখনো নিস্পাপ। সে সুধাকে মনে প্রানেই ভালোবেসেছিলো। না হলে সারারাত এক ঘরে থাকার সুবিধা নেওয়ার বদলে এভাবে নাক ডেকে ঘুমিয়ে পড়তো না। বরং ওকে নিজের কাছে পেয়ে দুর্বল হয়ে গেছে সুধা নিজেই।
সুধা হেসে বলল, যাও বড়ঠাকুর..... স্নান করে নেও.... আমি চট করে পুজোটা সেরে আসি।
সকালে চিড়ে মুড়ি দিয়ে খাওয়া সারার পর সুধা বেরোনোর উদ্যোগ নিতেই সুধাময় বলে...... তাহলে এবার আমি আসি গো সুধাপিসি।
সুধা ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কোথায় যাবে? ঘর দোর তো সব দান করে দিয়েছো ঠাকুর......আশ্রমের ভাঙা বারান্দার কোনার থেকে আমার ঘর কি ভালো না? ...... আজ থেকে তুমি এখানেই থাকবে।
নিজের কানকে ঠিকমত বিশ্বাস করতে পারে না সুধাময়। সে একরাতের দুর্যোগে আশ্রয় পেয়েছে এটাই ভেবেছিলো, কিন্তু সেটা যে চিরস্থায়ী হতে পারে সেটা ভাবে নি।
কিন্তু লোকে কিছু বলবে না? ..... সুধাময় ধীরে ধীরে বলে।
হ্যাঁ..... বলবে হয়তো..... সারাজীবন তো কত কথাই বললো, আরো না হয় বলবে.... সেই চিন্তা তোমায় করতে হবে না।
তুমি বাড়িতে থাকো আমি দুপুরের মধ্যে ফিরে আসবো। ....... হরে কৃষ্ণ..... সুধা ওর ঝোলা নিয়ে এগোয়। আজ ওর মন বেশ ফরফুরে।
বারান্দায় বসে থেকে সুধাময় সুধার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে।
.....আহা.... তার রুগ্ন অসুখে ভোগা মা টা গলায় দড়ি দিয়ে ঝোলার সময় কতই না কষ্ট পেয়েছিলো...... দু চোখ দিয়ে জলের ধারা নেমে আসে সুধাময়ের। সেই ধারায় ঝাপসা হয়ে যায় সুধা।
চলবে......
Deep's story


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)