03-08-2025, 04:19 PM
(This post was last modified: 03-08-2025, 04:19 PM by gungchill. Edited 1 time in total. Edited 1 time in total.)
কিছু সম্পর্কঃ ২ (ক)
দুই ঘণ্টা পর ,
শহরের নামীদামী ক্লাব এর সামনে জয় বাইক থামালো , বাইক থেকে নামার সময় ই বেশ কিছু চোখ ওদের দুজন কে লক্ষ করলো , অবশ্য রাজীব আর জায়েদ কে দেখে মানুষের দৃষ্টি আকর্ষণ হওয়ার ই কথা । দুজনের বডি বেশ দেখার মত , রাজীব একটু লম্বা প্রায় ছয় ফুট আর একটু পাতলা গড়নের দিকে হলেও ওয়েল মেইন্টেড ফিগার । কালো সার্ট আর জিন্সে বেশ মানিয়েছে ওকে । অপর দিকে জয় রাজীবের মত লম্বা না হলেও বেটে নয় মোটেও, পাচ ফুট আট উচ্চতার সাথে বেশ মাসল যুক্ত বডি , গত এক বছর নিয়মিত জিমে সময় দেয়ার ফল । সাদা সার্ট আর ব্লু জিন্সে দারুন মানিয়েছে । এমন দুজন হ্যান্ডসাম ছেলে কোন জায়গায় উপস্থিত হলে তো লকজন তাকাবেই , বিশেষ করে মেয়েরা ।
রাজীব কোনদিন নাইট ক্লাবে যায়নি , তাই বন্ধুর উদ্দেশ্য বুঝতে পেরে একটু ভড়কে যায় , জয়ের কানের কাছে মুখ এনে ফিস্ফিস করে বলে “ ভাই কোথায় নিয়ে এলি , এটা যে নাইট ক্লাব”
জয় একটু ইরিটেট হয়ে রাজীবের এমন আচরনে , নিচু স্বরে বলে “ জানি ভাই এইটা নাইট ক্লাব , কিন্তু তুই এমন ফিসফিস করে কানের কাছে কথা বলে আমার ইজ্জতের ফালুদা করিস না”
“বড় আম্মু শুনলে রাগ করবে” রাজীব ভীত স্বরে বলে
“ আম্মুর কাছে কে বলবে ? তুই? শোন আমাদের এখন ১৮ বছর হয়ে গেছে এর মানে আমরা এডাল্ট একটু এডাল্টের মত আচরন কর ,তুই কবিতা পড়িসনি ‘আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।’ । দেখ কবিও আমাদের ব্যাপারটা বুঝতে পেরেছে আর তুই এখনো বুঝলি না । দ্রুত বুঝে নে নইলে আমি তোকে আবারো কিন্ডারগার্ডেনে ভর্তি করে দেবো , আর লোকাল গার্ডিয়ানের জায়গায় আমার নাম লিখে দেবো”
জয়ের কথা শুনে রাজীব হাসি চাপতে পারে না , হাসতে হসাতে বলে “ আরে ব্যাটা কবি কি বোঝাতে চেয়েছে আর তুই কি বুঝছিস!! এর জন্যই বলি মুখস্ত করা বাদ দিয়ে বুঝতে শিখ, নইলে পরে পচতাতে হবে”
“ হইসে ভাই আমার , আমাকে মাফ কর , এখন আমি কবি এখানে কি বোঝাতে চেয়েছে সেই উত্তর লিখতে আসিনাই , আমার ভাইয়ের সাথে মাস্তি করতে এসেছি , আর চারিদিকে তাকিয়ে দেখে কত পরী , লাল পরী নিল পরী সাদা পরী কালা পরী , এসো আমরা সবার সাথে ভাব করি “ শেষের কথা গুলো জয় গান গাওয়ার মত করে গাইলো ।
রাজীব এবার আর নিজের হাসি কন্ট্রোল করতে পারে না । হাসতে হাসতে জয়ের পেছন পেছন ক্লাবে ঢুকে পরে । মনে মনে ভাবে ওর জীবনে জয়ের অবদান , দুজন এতো বছর যাবত কত দূরে রয়েছে । অথচ যখনি দুজন এক সাথে হয়েছে রাজীব নিজেকে হালকা অনুভব করেছে । জয়ের উপস্থিতিতে রাজীবের কাছে জীবন কে বেশ উপভোগ্য মনে হয় ।
লাউড মিউজিক , নারী পুরুষের হাস্য রস আর শোরগোলের ভরপুর ভেতরটা , রাজীব পুরো জায়গাটা একবার চোখ বুলিয়ে নিয়ে বন্ধুর পেছন পেছন কাউন্টারে এসে পৌছায় , জায়েদ দুটো বিয়ার অর্ডার করে । কিন্তু রাজীব পেছন থেকে বাধা দেয়, বলে “ আমি সুধু কোক নিবো”
“ ওকে গুড বয় , তবে বিয়াড় দুটই আসবে , তোরটা আমি খেয়ে নেবো”
প্রায় বিশ মিনিট পরঃ
রাজীব একটা রেলিঙয়ে ভর দিয়ে দাড়িয়ে আছে , আর জয় ডান্স ফ্লোরে । এক অপরিচিত মেয়ে সাথে এমন ভাবে ডান্স করছে যেন কত দিনের পরিচয় ওদের দুজনের মাঝে । রাজীব বন্ধুর কীর্তি কলাপ দূর থেকে দেখছে আর মনে মনে ভাবছে শালা কোনদিন ঠিক হবে না । আর মেয়েগুলোও মাছির মত আকর্ষিত হয় ওর দিকে। যেন জয় কোন সন্দেশ আর মেয়ে গুলো মাছি ।
কিছুক্ষন পর রাজীব দেখলো , জয় এখন মেয়েটির সাথে একেবারে লেপ্টে গিয়ে ডান্স করছে । জয়ের হাত মেয়েটির এমন এমন জায়গায় টাচ করছে , যেখানে টাচ করলে সচরাচর থাপ্পর খেতে হয় । কিন্তু মেয়েটি জয়কে কিছু তো বলেছেই না উল্টো নিজেকে আরো খুলে দিচ্ছে । রজিব কাঁধ ঝাঁকিয়ে মনে মনে ভাবল ……”আমার কি” । এর পরক্ষনেই জয় রাজীবের দিকে তাকিয়ে ভ্রু উচিয়ে মেয়েটির দিকে ইশারা করলো । রাজীব ও নিজের কোকের গ্লাস উচিয়ে বিনা শব্দে চিয়ার্স বলল , মনে মনে বলল ‘চালিয়ে যাও ভাই’ ।
এমন নয় যে রাজীবের খারাপ লাগছে এখানে থাকতে । জয়ের আনন্দ দেখে ওর নিজের ও ভালো লাগছে । প্রথমে ঢুকে যতটা বিরক্তি লেগেছিলো এখন ন্তেমন লাগছে না । কেউ ডিস্টার্ব করছে , এক মনে দাড়িয়ে আছে আর আশেপাশের লোকজন গুলো পর্যবেক্ষণ করছে । কত বাহারি যে মানুষের রঙ সেটা এসব যায়গায় এলেই সুধু বোঝা যায় ।
রাজীব যখন জয়ের উদ্দাম নাচ দেখার পাশাপাশি আশেপাশের লোকজনের উপর দৃষ্টি বুলাচ্ছিলো ঠিক তখনি একটা মেয়ে এসে রাজীব কে এপ্রচ করলো । একটু ভেবাচ্যাগা খেয়ে গেলো রাজীব । এমন নয় যে মেয়েদের সাথে কোনদিন আলাপ হয়নি । কিন্তু এমন পরিবেশে আর এমন পোশাক পরা মেয়েদের কোনদিন আলাপ হয়নি । রাজীব একবার ডান্স ফ্লোরে জয়ের দিকে তাকালো । জয় রাজীবকেই লক্ষ করছিলো । দুজনের চোখাচোখি হতেই জয় ভ্রু কুঁচকে রাজীবকে কুল থাকার ইশারা করলো ।
মেয়েটি বেশ সুন্দরি , আর আধুনিক পোষাকে বেশ আবেদনময়ি লাগছিলো । মেয়েটি খুব কনফিডেন্টের সাথে রাজীব কে জিজ্ঞাস করলো , “ একা একা দাড়িয়ে যে কারো জন্য অপেক্ষা করছো?” মেয়েটির গলার স্বর হলকা ফেস্ফেসে , মদকতায় পূর্ণ ।
রাজীব যথাসম্ভব কুলা থেকে বলল “ না , আসলে আমি আমার বন্ধুর সাথে এসেছি” রাজীব জয়ের দিকে ইশারা করলো ,
“মেয়েটি জয়ের দিকে এবার তাকিয়ে ,মিষ্টি করে হেসে বলল , ওয়াও তোমার বন্ধুও তোমার মত হট , তুমি কি তোমার বন্ধুর সাথে জয়েন করতে চাও , তুমি চাইলে আমি তোমার সাথে যেতে পারি” পরিস্কার ইশারা , রাজীব বুঝলো মেয়েটি ওর সাথে ডান্স করতে চাইছে । ওর গলা শুকিয়ে এলো । কয়েক সেকেন্ডের জন্য নিজেকে ডান্স ফ্লোরে কল্পনাও করলো , কিন্তু সেটা যে একটা ডিজাস্টার হবে সেটাও বুঝতে পারলো ।
“ না আমি এখানেই ঠিক আছি” নিজেকে স্থির রেখে বলল ,
“ ওহ কাম অন , এমন পরিবেসে তুমি সুধু দাড়িয়ে থাকবে!!!” মেয়েটি সত্যি সত্যি অবাক হয়েছে ।
“ আসলে আমি ডান্স করতে ঠিক সাচ্ছন্দ নই” রাজীব নিজের কোকের গ্লাসে চুমুক দিয়ে বলল । এখন ওর প্রথম দিককার অস্থিরতা নেই বেশ সুস্থির হয়ে এসেছে , কনফিডেন্স কিছুটা ফিরে এসেছে ।
আরো কিছুক্ষন কথা বলার পর মেয়েটি চলে গেলো , চলে যাওয়ার সময় মেয়েটির চোখে মুখে একি সাথে বিরক্তি আর আফসোস দুটো অভিবেক্তি ই প্রকাশ পেলো ।
প্রায় ঘণ্টা দুই পর , রাজীব জয় কে প্রায় ধরে ধরে ক্লাব থেকে বের করে নিয়ে এলো । প্রায় ঘণ্টা খানেক আগে জয় ওই মেয়েটির সাথে উধাও হয়ে গিয়েছিলো । অনেক খুজেও রাজীব জয় কে কোথাও দেখতে পায়নি । বেশ বিচলিত হয়ে পরেছিলো রাজীব । জয় সুধু দুটো বিয়ারেই সিমাবদ্ধ থাকেনি । ওই মেয়েটির সাথে আরো কিছু পান করেছে ।
রাজীব যখন পুরোপুরি অস্থির হয়ে উঠেছিলো ঠিক তখনি জয় এসে হাজির হয় , চুল গুলো এলোমেলো , সার্ট কুঁচকে আছে , ঠোঁট দুটো আর তার আশেপাশের কিছু এড়িয়া হলকা লাল । রাজীব দাতে দাঁত পিষে জিজ্ঞাস করেছিলো “ গোসল করে এসেছিস তো , নাহলে আমি তোর সাথে বাইকে উঠবো না”
শুনে জয় হাসতে হসাতে বলে “ চিল ব্রো , ভালবাসা বাসি কি অচ্ছুৎ নাকি , আরে আমরা এই প্রসেসের মাধ্যমেই দুনিয়াতে এসেছি , আর তুই সেই প্রসেস কে অপবিত্র বলছিস!!!! হাউ রুড” কথা বলার সময় জয় বেশ টলছিলো ।
রাজীব জয়ের কাছ থেকে বাইকের চাবি চাইলো , কিন্তু জয় কিছুতেই দিতে চায় না । বলে “ তুই আমার বাইক চালানো নিয়ে সন্দেহ করছিস , আরে তোকে কে শিখিয়েছে বল”
“তুই শিখিয়েছিস , কিন্তু এখন তোর চালানোর মতন অবস্থা নেই” রাজীব দৃঢ় কণ্ঠে বলে
“ কে বলছে?” জয় চেঁচিয়ে উঠলো
“ আমি বলেছি” রাজীব ও ক্রুদ্ধ দৃষ্টিতে দেখলো জয়ের দিকে
“ তুই কি নিজেকে মাস্টার মশায় ভাবিস নাকি , যে তোর সব কথা অক্ষরে অক্ষরে মানতে হবে, তুই আমাকে চিনিস না , তোর ভাইয়ের প্যাসেঞ্জার সিটে বসার জন্য জন্ম হয়নি , সব সময় ড্রাইভিং সিটে বসার জন্য জন্ম হয়েছে ।
“ সেটা আমি জানি হিরো গিরি না করতে পারলে তোর পেটের ভাত হজম হয় না , কিন্তু আমার সামনে হিরোগিরি করতে এলে দাঁত ভেঙ্গে দেবো শালা” এই বলে রাজীব জয়ের কাছ থেকে জোর করে চাবি নিয়ে নেয় । জয় হালকা মাতাল থাকার কারনে তেমন বাধা দিতে পারে না । কিন্তু শারীরিক ভাবে না পারলে কি হবে , ডায়লগে হারতে নারাজ জয় । তাই রাজীব যখন চাবি নিয়ে নিচ্চিলো তখন বলল “ তুই আমার ভাই বলে কিছু বললাম না অন্য কেউ এই চাবিতে হাত দিলে হাত ভেঙ্গে ফেলতাম”
“ হুম হইসে আমার হিরো , আমাকে নিয়ে পার্টি করবি বলে সারাক্ষণ ওই মেয়ের পেছন পেছন ঘুরলি , এটা কি আমাকে নিয়ে পার্টি হলো ?” রাজীব বেশ রাগত স্বরে বলল
“ আমি তো তোর জন্য ওই মেয়ের বান্ধবিকে পাথিয়েছিলাম ই , তুই ই তো ওই মেয়ে তাড়িয়ে দিলি , যদি তুই আসতি কত ভালো হত বলতো , আমরা একটা ফোরসাম হয়ে যেতাম হা হা হা” জয় উচ্চস্বরে হাসতে হাসতে বলল ,
রাজীব বাইক স্টারট করতে করতে বলল “ আমার ফোরসাম হওয়ার কোন ইচ্ছা নেই”
“ কেনো তোর সিক্রেট ফাঁস হয়ে যেত ? আচ্ছা বলতো ভাই তোর অইটা কত ছোট , আমাকে লজ্জা কি, বলনা বলনা” জয় চলন্ত বাইকেই রাজীবের কাঁধ ঝাঁকাতে লাগলো ।
“ এরকম কাঁধ ঝাকালে কিন্তু বাইক আমি সোজা ট্রাকের নিচে ঢুকিয়ে দিবো” রাজীব রাগের সাথে বলল
“ এই কাজ ভুলেও করিস না ভাই , তোর ওই ছোট জিনিস নিয়ে বাঁচার ইচ্ছা না থাকতে পারে , কিন্তু আমার আছে , এই পৃথিবীর কোনায় কোনায় কত ট্রেজার লুকিয়ে আছে সেই সব ট্রেজার সাইট খোঁড়ার ইচ্ছা আমার , এতো আগে দুনিয়া ছেড়ে যেতে চাই না” জয় যে ট্রেজার বলতে সুন্দরি মেয়ে বুঝিয়েছে সেটা বুঝতে রাজীবের কষ্ট হলো না ।
“ একটু পর বড় আব্বু তোর ট্রেজার খুঁড়ে বের করবে সেই খেয়াল আছে?” রাজীব হাসতে হাসতে বলল
“ তুই আছিস না আমার ভাই , তুই আমাকে বাঁচিয়ে দিবি আমার বিশ্বাস আছে , তোর সাথে থাকলে আমার আর কিছু নিয়ে চিন্তা করতে হয় না , আমার ভাগের চিন্তা তুই করে দিবি , মিঃ ডিপেন্ডেবল”
জয়ের কথা শুনে রাজীব মুচকি হাসে । জয় পেছন থেকে ওর গলা পেচিয়ে ধরে বলে “ তুই না থাকলে আমি ফর্ম হারিয়ে ফেলিরে ভাই , যখন ক্রিজের অপর পাশে মিঃ ডিপেন্ডেবল না থাকে তখন এই মাস্টার ব্লাস্টার ছক্কা হাঁকাতে ভয় পায়”
পুরো রাস্তা জয় এরকম ইমোশনাল ডায়লগ দিতে দিতে এসে বাড়ির সামনে বমি করতে শুরু করে , সেই বমির আওয়াজ শুনে আয়শা বারান্দায় বেড়িয়ে আসে ।
“ এই রাজীব জয়ের কি হয়েছে রে ” বলে আয়শা দৌরে জয়ের কাছে আসে , কন্তু রাজীব আগেই আয়শার সামনে এসে দাড়িয়ে যায় বলে “ কিছু না বড় আম্মু , ওর ফুড পয়জনিং এর মত হয়েছে , আমি ঔষধ খাইয়ে দিয়েছি , ডাক্তার বলেছে রেস্ট নিতে”
এই বলে রাজীব জয় কে ধরে ওর ঘরে নিয়ে যায় । সেদিনের মত রাজীব আবারো জয় কে সামলে নেয়।
“ তুই না থাকলে যে আমার কি হবে রে ভাই , তুই হচ্ছিস আমার সব কান্ডের একজিট প্লান , তুই না থাকলে আমি কবেই ধরা খেয়ে হাজতে থাকতাম”
রাজীব জয়ের ইমোশনাল ডায়লগ শুনতে শুনতে এবং খালি পেটে রাত কাটিয়ে দেয় । ঘরে এতো ভালো ভালো খাবার থাকা সত্ত্বেও । কিন্তু তবুও রাজীবের চোখে মুখে একটা তৃপ্তির ভাব । জয় পাশে থাকলে রাজীবের মনে হয় ওর ফিকে ম্যাড়ম্যাড়ে দুনিয়ার সাথে জয়ের রংচঙে দুনিয়া এক হয়ে একটা নতুন দুনিয়া তৈরি হয় । কিছুক্ষনের জন্য হলেও রাজীব জয়ের মাধ্যমে সেই দুনিয়ার স্বাদ নেয় ।
*****
প্রিয় পাঠক/পাঠিকা, গল্প পড়ে নিজেদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে যদি দুটো কথা বলেন , তাহলে নিজেকে সফল মনে করতাম।চরিত্র গুলো নিয়ে আপনাদের মতামত কি , এদের কে আপনাদের কেমন লাগছে , কি হলে আরো ভালো হতো । এসব দুটো লাইনে লিখে জানালে আমি খুবি খুশি হবো । লাইক রেপুটেশন এর বদলে এই ধরনের কমেন্টস আমার জন্য বেশি দামি ।
দুই ঘণ্টা পর ,
শহরের নামীদামী ক্লাব এর সামনে জয় বাইক থামালো , বাইক থেকে নামার সময় ই বেশ কিছু চোখ ওদের দুজন কে লক্ষ করলো , অবশ্য রাজীব আর জায়েদ কে দেখে মানুষের দৃষ্টি আকর্ষণ হওয়ার ই কথা । দুজনের বডি বেশ দেখার মত , রাজীব একটু লম্বা প্রায় ছয় ফুট আর একটু পাতলা গড়নের দিকে হলেও ওয়েল মেইন্টেড ফিগার । কালো সার্ট আর জিন্সে বেশ মানিয়েছে ওকে । অপর দিকে জয় রাজীবের মত লম্বা না হলেও বেটে নয় মোটেও, পাচ ফুট আট উচ্চতার সাথে বেশ মাসল যুক্ত বডি , গত এক বছর নিয়মিত জিমে সময় দেয়ার ফল । সাদা সার্ট আর ব্লু জিন্সে দারুন মানিয়েছে । এমন দুজন হ্যান্ডসাম ছেলে কোন জায়গায় উপস্থিত হলে তো লকজন তাকাবেই , বিশেষ করে মেয়েরা ।
রাজীব কোনদিন নাইট ক্লাবে যায়নি , তাই বন্ধুর উদ্দেশ্য বুঝতে পেরে একটু ভড়কে যায় , জয়ের কানের কাছে মুখ এনে ফিস্ফিস করে বলে “ ভাই কোথায় নিয়ে এলি , এটা যে নাইট ক্লাব”
জয় একটু ইরিটেট হয়ে রাজীবের এমন আচরনে , নিচু স্বরে বলে “ জানি ভাই এইটা নাইট ক্লাব , কিন্তু তুই এমন ফিসফিস করে কানের কাছে কথা বলে আমার ইজ্জতের ফালুদা করিস না”
“বড় আম্মু শুনলে রাগ করবে” রাজীব ভীত স্বরে বলে
“ আম্মুর কাছে কে বলবে ? তুই? শোন আমাদের এখন ১৮ বছর হয়ে গেছে এর মানে আমরা এডাল্ট একটু এডাল্টের মত আচরন কর ,তুই কবিতা পড়িসনি ‘আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।’ । দেখ কবিও আমাদের ব্যাপারটা বুঝতে পেরেছে আর তুই এখনো বুঝলি না । দ্রুত বুঝে নে নইলে আমি তোকে আবারো কিন্ডারগার্ডেনে ভর্তি করে দেবো , আর লোকাল গার্ডিয়ানের জায়গায় আমার নাম লিখে দেবো”
জয়ের কথা শুনে রাজীব হাসি চাপতে পারে না , হাসতে হসাতে বলে “ আরে ব্যাটা কবি কি বোঝাতে চেয়েছে আর তুই কি বুঝছিস!! এর জন্যই বলি মুখস্ত করা বাদ দিয়ে বুঝতে শিখ, নইলে পরে পচতাতে হবে”
“ হইসে ভাই আমার , আমাকে মাফ কর , এখন আমি কবি এখানে কি বোঝাতে চেয়েছে সেই উত্তর লিখতে আসিনাই , আমার ভাইয়ের সাথে মাস্তি করতে এসেছি , আর চারিদিকে তাকিয়ে দেখে কত পরী , লাল পরী নিল পরী সাদা পরী কালা পরী , এসো আমরা সবার সাথে ভাব করি “ শেষের কথা গুলো জয় গান গাওয়ার মত করে গাইলো ।
রাজীব এবার আর নিজের হাসি কন্ট্রোল করতে পারে না । হাসতে হাসতে জয়ের পেছন পেছন ক্লাবে ঢুকে পরে । মনে মনে ভাবে ওর জীবনে জয়ের অবদান , দুজন এতো বছর যাবত কত দূরে রয়েছে । অথচ যখনি দুজন এক সাথে হয়েছে রাজীব নিজেকে হালকা অনুভব করেছে । জয়ের উপস্থিতিতে রাজীবের কাছে জীবন কে বেশ উপভোগ্য মনে হয় ।
লাউড মিউজিক , নারী পুরুষের হাস্য রস আর শোরগোলের ভরপুর ভেতরটা , রাজীব পুরো জায়গাটা একবার চোখ বুলিয়ে নিয়ে বন্ধুর পেছন পেছন কাউন্টারে এসে পৌছায় , জায়েদ দুটো বিয়ার অর্ডার করে । কিন্তু রাজীব পেছন থেকে বাধা দেয়, বলে “ আমি সুধু কোক নিবো”
“ ওকে গুড বয় , তবে বিয়াড় দুটই আসবে , তোরটা আমি খেয়ে নেবো”
প্রায় বিশ মিনিট পরঃ
রাজীব একটা রেলিঙয়ে ভর দিয়ে দাড়িয়ে আছে , আর জয় ডান্স ফ্লোরে । এক অপরিচিত মেয়ে সাথে এমন ভাবে ডান্স করছে যেন কত দিনের পরিচয় ওদের দুজনের মাঝে । রাজীব বন্ধুর কীর্তি কলাপ দূর থেকে দেখছে আর মনে মনে ভাবছে শালা কোনদিন ঠিক হবে না । আর মেয়েগুলোও মাছির মত আকর্ষিত হয় ওর দিকে। যেন জয় কোন সন্দেশ আর মেয়ে গুলো মাছি ।
কিছুক্ষন পর রাজীব দেখলো , জয় এখন মেয়েটির সাথে একেবারে লেপ্টে গিয়ে ডান্স করছে । জয়ের হাত মেয়েটির এমন এমন জায়গায় টাচ করছে , যেখানে টাচ করলে সচরাচর থাপ্পর খেতে হয় । কিন্তু মেয়েটি জয়কে কিছু তো বলেছেই না উল্টো নিজেকে আরো খুলে দিচ্ছে । রজিব কাঁধ ঝাঁকিয়ে মনে মনে ভাবল ……”আমার কি” । এর পরক্ষনেই জয় রাজীবের দিকে তাকিয়ে ভ্রু উচিয়ে মেয়েটির দিকে ইশারা করলো । রাজীব ও নিজের কোকের গ্লাস উচিয়ে বিনা শব্দে চিয়ার্স বলল , মনে মনে বলল ‘চালিয়ে যাও ভাই’ ।
এমন নয় যে রাজীবের খারাপ লাগছে এখানে থাকতে । জয়ের আনন্দ দেখে ওর নিজের ও ভালো লাগছে । প্রথমে ঢুকে যতটা বিরক্তি লেগেছিলো এখন ন্তেমন লাগছে না । কেউ ডিস্টার্ব করছে , এক মনে দাড়িয়ে আছে আর আশেপাশের লোকজন গুলো পর্যবেক্ষণ করছে । কত বাহারি যে মানুষের রঙ সেটা এসব যায়গায় এলেই সুধু বোঝা যায় ।
রাজীব যখন জয়ের উদ্দাম নাচ দেখার পাশাপাশি আশেপাশের লোকজনের উপর দৃষ্টি বুলাচ্ছিলো ঠিক তখনি একটা মেয়ে এসে রাজীব কে এপ্রচ করলো । একটু ভেবাচ্যাগা খেয়ে গেলো রাজীব । এমন নয় যে মেয়েদের সাথে কোনদিন আলাপ হয়নি । কিন্তু এমন পরিবেশে আর এমন পোশাক পরা মেয়েদের কোনদিন আলাপ হয়নি । রাজীব একবার ডান্স ফ্লোরে জয়ের দিকে তাকালো । জয় রাজীবকেই লক্ষ করছিলো । দুজনের চোখাচোখি হতেই জয় ভ্রু কুঁচকে রাজীবকে কুল থাকার ইশারা করলো ।
মেয়েটি বেশ সুন্দরি , আর আধুনিক পোষাকে বেশ আবেদনময়ি লাগছিলো । মেয়েটি খুব কনফিডেন্টের সাথে রাজীব কে জিজ্ঞাস করলো , “ একা একা দাড়িয়ে যে কারো জন্য অপেক্ষা করছো?” মেয়েটির গলার স্বর হলকা ফেস্ফেসে , মদকতায় পূর্ণ ।
রাজীব যথাসম্ভব কুলা থেকে বলল “ না , আসলে আমি আমার বন্ধুর সাথে এসেছি” রাজীব জয়ের দিকে ইশারা করলো ,
“মেয়েটি জয়ের দিকে এবার তাকিয়ে ,মিষ্টি করে হেসে বলল , ওয়াও তোমার বন্ধুও তোমার মত হট , তুমি কি তোমার বন্ধুর সাথে জয়েন করতে চাও , তুমি চাইলে আমি তোমার সাথে যেতে পারি” পরিস্কার ইশারা , রাজীব বুঝলো মেয়েটি ওর সাথে ডান্স করতে চাইছে । ওর গলা শুকিয়ে এলো । কয়েক সেকেন্ডের জন্য নিজেকে ডান্স ফ্লোরে কল্পনাও করলো , কিন্তু সেটা যে একটা ডিজাস্টার হবে সেটাও বুঝতে পারলো ।
“ না আমি এখানেই ঠিক আছি” নিজেকে স্থির রেখে বলল ,
“ ওহ কাম অন , এমন পরিবেসে তুমি সুধু দাড়িয়ে থাকবে!!!” মেয়েটি সত্যি সত্যি অবাক হয়েছে ।
“ আসলে আমি ডান্স করতে ঠিক সাচ্ছন্দ নই” রাজীব নিজের কোকের গ্লাসে চুমুক দিয়ে বলল । এখন ওর প্রথম দিককার অস্থিরতা নেই বেশ সুস্থির হয়ে এসেছে , কনফিডেন্স কিছুটা ফিরে এসেছে ।
আরো কিছুক্ষন কথা বলার পর মেয়েটি চলে গেলো , চলে যাওয়ার সময় মেয়েটির চোখে মুখে একি সাথে বিরক্তি আর আফসোস দুটো অভিবেক্তি ই প্রকাশ পেলো ।
প্রায় ঘণ্টা দুই পর , রাজীব জয় কে প্রায় ধরে ধরে ক্লাব থেকে বের করে নিয়ে এলো । প্রায় ঘণ্টা খানেক আগে জয় ওই মেয়েটির সাথে উধাও হয়ে গিয়েছিলো । অনেক খুজেও রাজীব জয় কে কোথাও দেখতে পায়নি । বেশ বিচলিত হয়ে পরেছিলো রাজীব । জয় সুধু দুটো বিয়ারেই সিমাবদ্ধ থাকেনি । ওই মেয়েটির সাথে আরো কিছু পান করেছে ।
রাজীব যখন পুরোপুরি অস্থির হয়ে উঠেছিলো ঠিক তখনি জয় এসে হাজির হয় , চুল গুলো এলোমেলো , সার্ট কুঁচকে আছে , ঠোঁট দুটো আর তার আশেপাশের কিছু এড়িয়া হলকা লাল । রাজীব দাতে দাঁত পিষে জিজ্ঞাস করেছিলো “ গোসল করে এসেছিস তো , নাহলে আমি তোর সাথে বাইকে উঠবো না”
শুনে জয় হাসতে হসাতে বলে “ চিল ব্রো , ভালবাসা বাসি কি অচ্ছুৎ নাকি , আরে আমরা এই প্রসেসের মাধ্যমেই দুনিয়াতে এসেছি , আর তুই সেই প্রসেস কে অপবিত্র বলছিস!!!! হাউ রুড” কথা বলার সময় জয় বেশ টলছিলো ।
রাজীব জয়ের কাছ থেকে বাইকের চাবি চাইলো , কিন্তু জয় কিছুতেই দিতে চায় না । বলে “ তুই আমার বাইক চালানো নিয়ে সন্দেহ করছিস , আরে তোকে কে শিখিয়েছে বল”
“তুই শিখিয়েছিস , কিন্তু এখন তোর চালানোর মতন অবস্থা নেই” রাজীব দৃঢ় কণ্ঠে বলে
“ কে বলছে?” জয় চেঁচিয়ে উঠলো
“ আমি বলেছি” রাজীব ও ক্রুদ্ধ দৃষ্টিতে দেখলো জয়ের দিকে
“ তুই কি নিজেকে মাস্টার মশায় ভাবিস নাকি , যে তোর সব কথা অক্ষরে অক্ষরে মানতে হবে, তুই আমাকে চিনিস না , তোর ভাইয়ের প্যাসেঞ্জার সিটে বসার জন্য জন্ম হয়নি , সব সময় ড্রাইভিং সিটে বসার জন্য জন্ম হয়েছে ।
“ সেটা আমি জানি হিরো গিরি না করতে পারলে তোর পেটের ভাত হজম হয় না , কিন্তু আমার সামনে হিরোগিরি করতে এলে দাঁত ভেঙ্গে দেবো শালা” এই বলে রাজীব জয়ের কাছ থেকে জোর করে চাবি নিয়ে নেয় । জয় হালকা মাতাল থাকার কারনে তেমন বাধা দিতে পারে না । কিন্তু শারীরিক ভাবে না পারলে কি হবে , ডায়লগে হারতে নারাজ জয় । তাই রাজীব যখন চাবি নিয়ে নিচ্চিলো তখন বলল “ তুই আমার ভাই বলে কিছু বললাম না অন্য কেউ এই চাবিতে হাত দিলে হাত ভেঙ্গে ফেলতাম”
“ হুম হইসে আমার হিরো , আমাকে নিয়ে পার্টি করবি বলে সারাক্ষণ ওই মেয়ের পেছন পেছন ঘুরলি , এটা কি আমাকে নিয়ে পার্টি হলো ?” রাজীব বেশ রাগত স্বরে বলল
“ আমি তো তোর জন্য ওই মেয়ের বান্ধবিকে পাথিয়েছিলাম ই , তুই ই তো ওই মেয়ে তাড়িয়ে দিলি , যদি তুই আসতি কত ভালো হত বলতো , আমরা একটা ফোরসাম হয়ে যেতাম হা হা হা” জয় উচ্চস্বরে হাসতে হাসতে বলল ,
রাজীব বাইক স্টারট করতে করতে বলল “ আমার ফোরসাম হওয়ার কোন ইচ্ছা নেই”
“ কেনো তোর সিক্রেট ফাঁস হয়ে যেত ? আচ্ছা বলতো ভাই তোর অইটা কত ছোট , আমাকে লজ্জা কি, বলনা বলনা” জয় চলন্ত বাইকেই রাজীবের কাঁধ ঝাঁকাতে লাগলো ।
“ এরকম কাঁধ ঝাকালে কিন্তু বাইক আমি সোজা ট্রাকের নিচে ঢুকিয়ে দিবো” রাজীব রাগের সাথে বলল
“ এই কাজ ভুলেও করিস না ভাই , তোর ওই ছোট জিনিস নিয়ে বাঁচার ইচ্ছা না থাকতে পারে , কিন্তু আমার আছে , এই পৃথিবীর কোনায় কোনায় কত ট্রেজার লুকিয়ে আছে সেই সব ট্রেজার সাইট খোঁড়ার ইচ্ছা আমার , এতো আগে দুনিয়া ছেড়ে যেতে চাই না” জয় যে ট্রেজার বলতে সুন্দরি মেয়ে বুঝিয়েছে সেটা বুঝতে রাজীবের কষ্ট হলো না ।
“ একটু পর বড় আব্বু তোর ট্রেজার খুঁড়ে বের করবে সেই খেয়াল আছে?” রাজীব হাসতে হাসতে বলল
“ তুই আছিস না আমার ভাই , তুই আমাকে বাঁচিয়ে দিবি আমার বিশ্বাস আছে , তোর সাথে থাকলে আমার আর কিছু নিয়ে চিন্তা করতে হয় না , আমার ভাগের চিন্তা তুই করে দিবি , মিঃ ডিপেন্ডেবল”
জয়ের কথা শুনে রাজীব মুচকি হাসে । জয় পেছন থেকে ওর গলা পেচিয়ে ধরে বলে “ তুই না থাকলে আমি ফর্ম হারিয়ে ফেলিরে ভাই , যখন ক্রিজের অপর পাশে মিঃ ডিপেন্ডেবল না থাকে তখন এই মাস্টার ব্লাস্টার ছক্কা হাঁকাতে ভয় পায়”
পুরো রাস্তা জয় এরকম ইমোশনাল ডায়লগ দিতে দিতে এসে বাড়ির সামনে বমি করতে শুরু করে , সেই বমির আওয়াজ শুনে আয়শা বারান্দায় বেড়িয়ে আসে ।
“ এই রাজীব জয়ের কি হয়েছে রে ” বলে আয়শা দৌরে জয়ের কাছে আসে , কন্তু রাজীব আগেই আয়শার সামনে এসে দাড়িয়ে যায় বলে “ কিছু না বড় আম্মু , ওর ফুড পয়জনিং এর মত হয়েছে , আমি ঔষধ খাইয়ে দিয়েছি , ডাক্তার বলেছে রেস্ট নিতে”
এই বলে রাজীব জয় কে ধরে ওর ঘরে নিয়ে যায় । সেদিনের মত রাজীব আবারো জয় কে সামলে নেয়।
“ তুই না থাকলে যে আমার কি হবে রে ভাই , তুই হচ্ছিস আমার সব কান্ডের একজিট প্লান , তুই না থাকলে আমি কবেই ধরা খেয়ে হাজতে থাকতাম”
রাজীব জয়ের ইমোশনাল ডায়লগ শুনতে শুনতে এবং খালি পেটে রাত কাটিয়ে দেয় । ঘরে এতো ভালো ভালো খাবার থাকা সত্ত্বেও । কিন্তু তবুও রাজীবের চোখে মুখে একটা তৃপ্তির ভাব । জয় পাশে থাকলে রাজীবের মনে হয় ওর ফিকে ম্যাড়ম্যাড়ে দুনিয়ার সাথে জয়ের রংচঙে দুনিয়া এক হয়ে একটা নতুন দুনিয়া তৈরি হয় । কিছুক্ষনের জন্য হলেও রাজীব জয়ের মাধ্যমে সেই দুনিয়ার স্বাদ নেয় ।
*****
প্রিয় পাঠক/পাঠিকা, গল্প পড়ে নিজেদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে যদি দুটো কথা বলেন , তাহলে নিজেকে সফল মনে করতাম।চরিত্র গুলো নিয়ে আপনাদের মতামত কি , এদের কে আপনাদের কেমন লাগছে , কি হলে আরো ভালো হতো । এসব দুটো লাইনে লিখে জানালে আমি খুবি খুশি হবো । লাইক রেপুটেশন এর বদলে এই ধরনের কমেন্টস আমার জন্য বেশি দামি ।
সব প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)