02-08-2025, 02:24 AM
(29-07-2025, 07:03 PM)sarkardibyendu Wrote: প্রকৃতির মাঝে সুখ :গরম গরম জিলিপির মত রসালো কিন্তু মুচমুচে খেতে লাগল।
কাক ভোরে লেখার ঘুম ভাঙলো পাখির ডাকে। জানালার পাশে কয়েকটা শালিকপাখি কিচিরমিচির জুড়ে দিয়েছে। তাদের এই অসময়ের ঝগড়াঝাটিতে লেখা বিরক্ত হয়ে উঠে বসলো। কাঠের জানালাটা হাত বাড়িয়ে খুলে দিতেই ঠান্ডা বাতাসের ঝাপটা এসে ওর চোখে মুখে লাগলো। কাল সারাদিনের পর রাতেও বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি ধরে আসলেও আকাশে মেঘের ঘটার কমতি নেই। মাঠঘাট সব জলে থই থই করছে। লেখার মনে পড়লো শ্বশুর বাড়ি নেই, তাই শব্জীর ক্ষেতগুলোত পরিস্থিতি একবার দেখে আসার দরকার। ঊঠতে গিয়ে মোবাইলের স্ক্রীনে চোখ পড়লো, পরেশের ম্যাসেজ, " এখন আর বাড়ি যেতে পারবো না, কাজের খুব চাপ, পুজোর সময় যেতে চেষ্টা করবো "


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)