24-07-2025, 05:56 PM
(24-07-2025, 02:20 PM)sarkardibyendu Wrote: কামধারায় স্নান :কুশলী হাতের জাদুতে গল্পের উত্তেজনা প্রাকৃতিক বর্ণনায় শুরু হয়ে গেছে। যেন "আষাঢ়স্য প্রথম দিবসে" পড়ছি। লেখককে আন্তরিক অভিনন্দন জানাই।
এবার বর্ষা একটু তাড়াতাড়িই এসে পড়েছে। সকাল থেকে মুষল ধারে আবার কখনো ঝিরি ঝিরি করে বৃষ্টি হয়েই চলেছে। এক মুহূর্তও থামার কোনো নাম নেই। লেখার শরীরে অলসতা ভর করেছে আজ। এমনিতেও এইরকম দিনে কাজ কর্ম সেভাবে করা যায় না। তার উপরে শ্বশুর নেই বাড়িতে। তিনি গেছেন তার বোনের বাড়ি গতকাল। ফিরতে ফিরতে আরো ৩/৪ দিন পর। এর আগে শ্বশুর কোথাও গেলে দিনের দিন ফিরে আসতো। কারন এই ফাঁকা বাড়িতে লেখার মত যুবতী মেয়ের একা থাকা যায় না। কিন্তু এখন নুটু এখানে থাকে আর সে যথেষ্ট শক্ত সমর্থ আর বিশ্বাসী। তাই তাকে রেখে যাওয়াই যায়। তাই এবার শ্বশুর যখন লেখাকে বলল যে সে দু-তিন দিন দিন দিদির বাড়ি থেকে তারপর আসবে লেখা আর আপত্তি করে নি।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)