17-07-2025, 11:06 PM
(17-07-2025, 04:29 PM)sarkardibyendu Wrote:(১)সুধার কথা
আজ সকাল থেকে ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে সুধা । এমনিতে সে রোজ ভিক্ষা করে না। সপ্তাহে একদিন বা দুইদিন ভিক্ষা করলেই সপ্তাহের কোঠা পূর্ন হয়ে যায়। একা মানুষের আর কতই বা দরকার। এই তো দুটো চাল আলু সিদ্ধ করে, কোনোদিন হয়তো একটু লাউ, বা ঝিঙের তরকারী। এর জন্য আর কতই বা লাগে। আর ওর যা আছে তাতে ভিক্ষা না করলেও হয়, কিন্তু লোকে বলে না.... স্বভাব যায় না মলে, নিজের জমানো টাকায় খাওয়ার কথা ভাবলেই মন আনচান করে ওঠে...... তারপর ভিক্ষায় বেরিয়ে রথদেখা আর কলাবেচা দুটোই একসাথে বেশ ভালো হয়। আশেপাশের পাঁচটা গ্রামের খবরাখবর সেসব তো আর ঘরে বসে পাওয়া যায় না। তার জন্য বেরতে হয়, মানুষের সাথে দুদণ্ড দাঁড়িয়ে কথা বলতে হয়। এমনি এমনি গুপ্ত খবরের বাজারে তার নাম তো আর সবার আগে আসে না। কারো কোনো খবরাখবরের দরকার হলেই সুধার খোঁজ পড়ে। আর সবাই জানে যে সুধা হাওয়ায় ভাসিয়ে খবর যোগার করে না। এক্কেবারে পাক্কা খবর পাওয়া যায় তার কাছে।
ভারি সুন্দর লেখা। যৌনতা প্রধান নয়। গল্প প্রধান। গল্পের টানে যৌনতা আসে। এমন সুন্দর লেখা পড়তে পারলে এখানে আসা সার্থক।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)