16-07-2025, 09:44 PM
বৃষ্টি পড়ছে আজ সন্ধেয়,
তোমার চুলের ভেজা গন্ধে ছুঁয়ে গেছে মনের গহীন।
একফোঁটা জলের মতো তুমি,
অদৃশ্য স্পর্শে জাগাও সাড়া
ভিজে চুল সরিয়ে যখন চোখে চোখ রাখো,
সব বারণ ভেসে যায় নদীর মতো।
এই বৃষ্টি, এই সন্ধ্যা,
আর তোমার কোমল কণ্ঠ শরীরের গোপন গলিপথে ঢেউ তোলে নরম শিহরণ।
একটু কাছে এসো, ঠোঁটের কোণ ছুঁয়ে যাক বৃষ্টির আলতো চুমু -তোমার আঙুলে আঙুল জড়িয়ে,
সময়কে থামিয়ে রাখি, নিঃশব্দে ভিজি দু'জনে।
জানলার গ্লাসে পড়ে টুপটাপ জলের শব্দ,
আমার মনে পড়ে - তোমার গলায় গোপন কিছু শব্দ খেলা করে,
বৃষ্টি ফুরোলে রাত নামবে,
তোমার ত্বকে ভেজা মাদকতা মুছবে না,
আমার বুকের ভেতর এ বৃষ্টি থাকবে,
তোমাকে বারবার ভিজিয়ে রাখবে - চুপিচুপি, অবিরাম...