16-07-2025, 01:14 AM
(15-07-2025, 06:14 PM)sarkardibyendu Wrote: পশ্চিম আকাশে কালো মেঘের ঘটা দেখেই অনামিকা বুঝিতে পেরেছিলো কালবৈশাখী আসছে, ও দ্রুত নিচে নেমে আসে। রাজু এখনো ফেরে নি। কিজানি কোথায় গেলো ছেলেটা। শ্বসুর ওকে দেখে রাজুর কথা জিজ্ঞাসা করলো কিন্তু ও কিছু বলতে পারলো না।কাকিমা যে অনামিকা সেটা বুঝতে বেশ বেগ পেতে হয়েছে।
একটু পরেই চারিদিক তোলপাড় করে ঝড় আর সেইবসাথে বৃষ্টি নেমে এলো। অনামিকার বুক দুরুদুরু করতে লাগলো। বাইরের দিকে তাকিয়ে ও বসেছিলো। ওর স্বামী সরোজও বাইরে কিন্তু তাকে নিয়ে ওর মাথাব্যাথা হয় না যেটা রাজুকে নিয়ে হয়।
রাজু ফিরলো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে পুরো ভিজে চুপসি হয়ে। অনামিকা ওর অবস্থা দেখে জোর বকা দিলো। তাড়াতড়ি একটা শুকনো গামছা দিয়ে গা হাত পা মুছিয়ে ওকে জামাকাপড় পাল্টাতে বলল।
রাজু যে প্রথম পর্বের উত্তমপুরুষ আমি, সেটা বুঝতেও অসুবিধা হয়েছে।
এছাড়া অতীব সুন্দর লেখা। তরতরিয়ে চলেছে।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)