10-07-2025, 05:54 PM
(This post was last modified: 10-07-2025, 06:10 PM by lucifer93. Edited 1 time in total. Edited 1 time in total.)
লেখাটা আবার পোষ্ট করলাম কারন বিজয় কীবোর্ড দিয়ে লেখার কারনে মোবাইল থেকে দেখা যাচ্ছিলো না। তাই অভ্রতে লিখে আবার পোষ্ট করলাম। হ্যাপি রিডিং।
প্রিয় পাঠক,
আমি লেখক নই, আমিও আপনার মত একজন এই সাইটের নিয়মিত পাঠক তাই ভূল ত্রুটি মার্জনীয়।
আমাদের প্রত্যেকের জীবনে কিছু না বলা কথা বা ঘটনা থাকে যা আমরা লুকিয়ে রাখি মনের গহীন কোনো খাঁজে। আমরা সে ঘটনা গুলো প্রকাশ করা তো দূরের ব্যাপার, আমরা ঘটনাগুলোকে মনেও করি খুব সন্তপর্নে, চুপিচুপি। কখনও কখনও এই ঘটনাগুলি মনের কোন থেকে উঁকি দিয়ে ঠোটের কোনে এক চিলতে হাসি অথবা বিষাদের ছায়া রেখে যায়। তবুও আমরা সে ঘটনাগুলোকে মনে রাখি এবং মাঝে মাঝে মনে করে আমরা সেই দিনে ফিরে যাই আর এমনভাবে উপলব্ধি করি যেন অতীতে নয় বর্তমান মানে এখনি যেন সেগুলো ঘটছে। ঠিক সেভাবেই শিহরিত হই যেভাবে অতীতে হয়েছিলাম। এই অনুভূতিগুলো পুরাতন হয়না যতবার মনে পরে ততবারই একদম টাটকা ও সতেজ লাগে।
আমার ঘটনাও কিছুটা সে রকম। নাম ও জায়গা বদল করে দিলাম গোপনীয়তার সুবিধার্থে।
পর্ব-০১
বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে বসে আছি। চাকরি বাকরি নেই। ঢাকার মিরপুরে আপুর বাসায় থেকেই পরাশোনা শেষ করেছি আমি, এখনও আছি। হঠাৎ একদিন আপুর সাথ কথা কাটাকাটি হল আমার। রাগ করে আপুর বাসা থেকে বেরিয়ে শ্যামলীতে বন্ধুর মেসে উঠলাম একটা সিট নিয়ে। কিছুটা পুরনো বিল্ডিং এর চারতলার একটি ফ্লাট নিয়ে মেসটা। ফ্ল্যাটটায় দুটো রুম, দুটো বারান্দা, একটা করে বাথরুম আর কিচেন, কিচেনের সাথে একটুখানি ডাইনিং কাম ড্রয়িং। আমার রুমটাতে আমরা চারজন থাকি। এই মেসে আগেও বহুবার এসেছি আড্ডাদিতে তাই মানিয়ে নিতে খুব একটা কষ্ট হলনা। আর পুরো শ্যামলীতে আমার কলেজ ভার্সিটির বন্ধু দিয়ে ভরা তাই ভালই দিন যাচ্ছিলো। চাকরি বাকরি কিছু যেহেতু করি না তাই মেস ভাড়া ও খাবার খরচ নিয়ে মহা টেনশনে পরে গেলাম। কিভাবে কি জোটাবো তাই নিয়ে চিন্তা করছিলাম এমন সময় এক বন্ধু সুমন বলল টিউশানি কর আমার হাতে দুটো টিউশানি আছে এই আমাদের মেসের পাশেই, বললাম ওকে। তার দু-এক দিন পর থেকে টিউশানি শুরু করে দিলাম। আগে কখনও টিউশানি করাইনি তাই প্রথম প্রথম একটু অসুবিধা হলেও এখন বেশ ভালই লাগে। সন্ধ্যায় গেলেই প্রতিদিন কিছু না কিছু নাস্তা দেয় মেসের একঘেয়ে খাবার থেকে মুক্তিও মেলে। এভাবে চলে গেলো ৩-৪ মাস চাকরি বাকরি জোটাতে পারলাম না টিউশানি করেই দিন কাটছে। আসলে দুটো টিউশানি করে দিন কাটলেও হিমশিম খাচ্ছিলাম আমি। আমরা বন্ধুরা প্রতিদিন সবার কাজ শেষ করে বাসার পাশেই এক মামার চায়ের দোকানে আড্ডা দিতাম। এমনি এক দিনে আড্ডা দেয়ার সময় সুমন বলল আরেকটা টিউশানি আছে করবি কি না? না বলার মত অবস্থায় ছিলাম না আমি। কিছু না শুনেই বললাম করব। সুমন্ও তেমন কিছু না বলে বলল তাহলে কাল সন্ধ্যায় আমার সাথে সুচনাতে যেতে হবে বললাম ঠিক আছে। পরেরদিন যথারীতি সন্ধ্যা ৭টার দিকে সুমনের সাইকেলে চেপে সূচনার উদ্দেশ্যে রওনা হলাম। পেছনে বসে সুমনকে জিজ্ঞেস করলাম কিরে কিছুই তো বললি না, ছাত্র কিসে পরে। সুমন বলল ও আচ্ছা-
- সিক্সে পড়ে তবে ছাত্র নয় ছাত্রী।
- ও, কোথায় পড়াশোনা করে, নাম কি?
- নাম রাইসা, মোহাম্মদপুর গার্লস কলেজে পড়ে।
- বাবা কি করেন, মা কি করেন?
- বাবার কৃষি মার্কেটে কাপড়ের দোকান আছে, ছোট দুই ভাই আছে একটার বয়স ৪ বছর আরেকটার বয়স ৩ বছর আর মা গৃহিণী।
- তুই কিভাবে খোঁজ পেলি?
- আসলে আমি ওর মামাতো বোন সোমাকে পড়াই, সোমাও সিক্সে তবে মাইলস্টোন কলেজ এন্ড কলেজে আর রাইসা ওখানে।
- আছা।
- আসলে রাইসার মা আমাকেই পড়াতে বলেছিল কিন্তু আমার হাতে সময় নেই তাই ভাবলাম তোকে বলি তাছড়া তোর হাতেও তো চাকরি বাকরি নেই।
কথাটা চরম সত্যি। এই চাকরি নিয়েই আপুর সাথে ঝামেলাটা লেগেছিল। প্রচন্ড রাগ আর পাহাড়সম ইগো নিয়ে আপুর বাসা ছাড়লেও সত্যিটা হচ্ছে এতদিনপরেও একখানা চাকরি জোটাতে পারিনি আমি। এসব ভাবছিলাম আর নিজের উপর রাগ হচ্ছিলো খুব। বন্ধুর কথার উত্তরে হু হা করছিলাম হঠাৎ সুমন জোড়ে বলে উঠলো
- কি রে নামবিনা?
সম্বিৎ ফিরে পেয়ে তাকিয়ে দেখি সূচনা থেক একটু ভেতরে চৌরাস্তার মাথায় একটা ৮তলা বড় বিল্ডিং এর নিচে দারিয়ে আছি। সাইকেল থেকে নেমে আশপাশটা দেখে নিয়ে বললাম এই বাড়িটা। সুমন মাথা নেড়ে বলল হু, দোতলায়। সুমন সাইকেলটা নিয়ে গেরেজের মধ্যে ঢুকে গেল আমি ওর পেছন পেছন চললাম। সাইকেলটা গেরেজের একপাশে রেখে সিড়ি ভেঙে দো-তলায় উঠতে লাগলাম। দো-তলায় উঠে দেখলাম সিড়ির দুপাশে দুটি ফ্ল্যাট সুমন বাম পাশের ফ্ল্যাটের কলিং বেলটা চেপে দাঁড়িয়ে পরলো আমি গিয়ে ওর পাশে দাড়ালাম। ঠাস করে দরজা খুলতেই দেখলাম একটা বাচ্চা ছেলে গামছাকে লুঙ্গির মত পেঁচিয়ে বাম হাতে ধরে দাড়িয়ে আছে। আমাকে দেখে আপুর স্যার আসছে বলে চিৎকার করতে করতে ভেতরের দিকে চলে গেল। প্রায় সাথে সাথেই একজন ভদ্রমহিলা এসে বলল আসুন ভেতরে আসুন। ভেতরে ঢুকতেই হাতের ইশারায় ড্রয়িং এ পাতা খাটে বসতে বলল। আমরা খাটে বসতেই ঊনি একটি খালি চেয়ার আমাদের সামনে রেখে আরেকটি চেয়ার টেনে নিজে বসলেন। খাটে বসেই চারিদিকটায় নজর বুলিয়ে নিলাম। মেইন গেটটার বামদিকে বেশ খানিকটা খালি জায়গা, মেইন গেটটার সরাসরি একটা মাস্টার বেডরুম, ডানদিকটায় আমরা বসে আছি আমাদের সরাসরি কিচেন তার পাশে কমন বাথরুম এবং আমাদের ডানদিকে পাশাপাশি দুইটা বেডরুম।
- আপনার নামই তুহিন? ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন।
- জ্বী।
- সুমন স্যারের কাছে আপনার কথা শুনেছি, তা কি করেন আপনি?
- বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরির চেষ্টা করছি আর টিউশানি করাই।
- আছা, আমার মেয়ে রাইসা ক্লাস সিক্সে পড়ে, সব সাবজেক্ট পড়াতে হবে পারবেন তো?
- জ্বী পারব।
- বেতনের ব্যাপারে সুমন স্যার বলেছে কিছু?
- জ্বী বলেছে।
- অসুবিধা নেই তো?
- না।
- ঠিক আছে আপনার ছাত্রীকে ডাকছি। এই বলে উনি রাইসাকে ডাকতে লাগলেন।
দেখলাম মাষ্টার বেডরুমের দরজার আড়াল থেকে একটি মেয়ে হাতে একটি ট্রে নিয়ে বেড়িয়ে এলো এসে আমাদের সামনে রাখা খালি চেয়ারটাতে ট্রে টা রেখে আরেকটা চেয়ারে গিয়ে বসলো। আমি ভালো করে মেয়েটার দিকে তাকালাম।
প্রিয় পাঠক,
আমি লেখক নই, আমিও আপনার মত একজন এই সাইটের নিয়মিত পাঠক তাই ভূল ত্রুটি মার্জনীয়।
আমাদের প্রত্যেকের জীবনে কিছু না বলা কথা বা ঘটনা থাকে যা আমরা লুকিয়ে রাখি মনের গহীন কোনো খাঁজে। আমরা সে ঘটনা গুলো প্রকাশ করা তো দূরের ব্যাপার, আমরা ঘটনাগুলোকে মনেও করি খুব সন্তপর্নে, চুপিচুপি। কখনও কখনও এই ঘটনাগুলি মনের কোন থেকে উঁকি দিয়ে ঠোটের কোনে এক চিলতে হাসি অথবা বিষাদের ছায়া রেখে যায়। তবুও আমরা সে ঘটনাগুলোকে মনে রাখি এবং মাঝে মাঝে মনে করে আমরা সেই দিনে ফিরে যাই আর এমনভাবে উপলব্ধি করি যেন অতীতে নয় বর্তমান মানে এখনি যেন সেগুলো ঘটছে। ঠিক সেভাবেই শিহরিত হই যেভাবে অতীতে হয়েছিলাম। এই অনুভূতিগুলো পুরাতন হয়না যতবার মনে পরে ততবারই একদম টাটকা ও সতেজ লাগে।
আমার ঘটনাও কিছুটা সে রকম। নাম ও জায়গা বদল করে দিলাম গোপনীয়তার সুবিধার্থে।
রাই কিশোরী
পর্ব-০১
বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে বসে আছি। চাকরি বাকরি নেই। ঢাকার মিরপুরে আপুর বাসায় থেকেই পরাশোনা শেষ করেছি আমি, এখনও আছি। হঠাৎ একদিন আপুর সাথ কথা কাটাকাটি হল আমার। রাগ করে আপুর বাসা থেকে বেরিয়ে শ্যামলীতে বন্ধুর মেসে উঠলাম একটা সিট নিয়ে। কিছুটা পুরনো বিল্ডিং এর চারতলার একটি ফ্লাট নিয়ে মেসটা। ফ্ল্যাটটায় দুটো রুম, দুটো বারান্দা, একটা করে বাথরুম আর কিচেন, কিচেনের সাথে একটুখানি ডাইনিং কাম ড্রয়িং। আমার রুমটাতে আমরা চারজন থাকি। এই মেসে আগেও বহুবার এসেছি আড্ডাদিতে তাই মানিয়ে নিতে খুব একটা কষ্ট হলনা। আর পুরো শ্যামলীতে আমার কলেজ ভার্সিটির বন্ধু দিয়ে ভরা তাই ভালই দিন যাচ্ছিলো। চাকরি বাকরি কিছু যেহেতু করি না তাই মেস ভাড়া ও খাবার খরচ নিয়ে মহা টেনশনে পরে গেলাম। কিভাবে কি জোটাবো তাই নিয়ে চিন্তা করছিলাম এমন সময় এক বন্ধু সুমন বলল টিউশানি কর আমার হাতে দুটো টিউশানি আছে এই আমাদের মেসের পাশেই, বললাম ওকে। তার দু-এক দিন পর থেকে টিউশানি শুরু করে দিলাম। আগে কখনও টিউশানি করাইনি তাই প্রথম প্রথম একটু অসুবিধা হলেও এখন বেশ ভালই লাগে। সন্ধ্যায় গেলেই প্রতিদিন কিছু না কিছু নাস্তা দেয় মেসের একঘেয়ে খাবার থেকে মুক্তিও মেলে। এভাবে চলে গেলো ৩-৪ মাস চাকরি বাকরি জোটাতে পারলাম না টিউশানি করেই দিন কাটছে। আসলে দুটো টিউশানি করে দিন কাটলেও হিমশিম খাচ্ছিলাম আমি। আমরা বন্ধুরা প্রতিদিন সবার কাজ শেষ করে বাসার পাশেই এক মামার চায়ের দোকানে আড্ডা দিতাম। এমনি এক দিনে আড্ডা দেয়ার সময় সুমন বলল আরেকটা টিউশানি আছে করবি কি না? না বলার মত অবস্থায় ছিলাম না আমি। কিছু না শুনেই বললাম করব। সুমন্ও তেমন কিছু না বলে বলল তাহলে কাল সন্ধ্যায় আমার সাথে সুচনাতে যেতে হবে বললাম ঠিক আছে। পরেরদিন যথারীতি সন্ধ্যা ৭টার দিকে সুমনের সাইকেলে চেপে সূচনার উদ্দেশ্যে রওনা হলাম। পেছনে বসে সুমনকে জিজ্ঞেস করলাম কিরে কিছুই তো বললি না, ছাত্র কিসে পরে। সুমন বলল ও আচ্ছা-
- সিক্সে পড়ে তবে ছাত্র নয় ছাত্রী।
- ও, কোথায় পড়াশোনা করে, নাম কি?
- নাম রাইসা, মোহাম্মদপুর গার্লস কলেজে পড়ে।
- বাবা কি করেন, মা কি করেন?
- বাবার কৃষি মার্কেটে কাপড়ের দোকান আছে, ছোট দুই ভাই আছে একটার বয়স ৪ বছর আরেকটার বয়স ৩ বছর আর মা গৃহিণী।
- তুই কিভাবে খোঁজ পেলি?
- আসলে আমি ওর মামাতো বোন সোমাকে পড়াই, সোমাও সিক্সে তবে মাইলস্টোন কলেজ এন্ড কলেজে আর রাইসা ওখানে।
- আছা।
- আসলে রাইসার মা আমাকেই পড়াতে বলেছিল কিন্তু আমার হাতে সময় নেই তাই ভাবলাম তোকে বলি তাছড়া তোর হাতেও তো চাকরি বাকরি নেই।
কথাটা চরম সত্যি। এই চাকরি নিয়েই আপুর সাথে ঝামেলাটা লেগেছিল। প্রচন্ড রাগ আর পাহাড়সম ইগো নিয়ে আপুর বাসা ছাড়লেও সত্যিটা হচ্ছে এতদিনপরেও একখানা চাকরি জোটাতে পারিনি আমি। এসব ভাবছিলাম আর নিজের উপর রাগ হচ্ছিলো খুব। বন্ধুর কথার উত্তরে হু হা করছিলাম হঠাৎ সুমন জোড়ে বলে উঠলো
- কি রে নামবিনা?
সম্বিৎ ফিরে পেয়ে তাকিয়ে দেখি সূচনা থেক একটু ভেতরে চৌরাস্তার মাথায় একটা ৮তলা বড় বিল্ডিং এর নিচে দারিয়ে আছি। সাইকেল থেকে নেমে আশপাশটা দেখে নিয়ে বললাম এই বাড়িটা। সুমন মাথা নেড়ে বলল হু, দোতলায়। সুমন সাইকেলটা নিয়ে গেরেজের মধ্যে ঢুকে গেল আমি ওর পেছন পেছন চললাম। সাইকেলটা গেরেজের একপাশে রেখে সিড়ি ভেঙে দো-তলায় উঠতে লাগলাম। দো-তলায় উঠে দেখলাম সিড়ির দুপাশে দুটি ফ্ল্যাট সুমন বাম পাশের ফ্ল্যাটের কলিং বেলটা চেপে দাঁড়িয়ে পরলো আমি গিয়ে ওর পাশে দাড়ালাম। ঠাস করে দরজা খুলতেই দেখলাম একটা বাচ্চা ছেলে গামছাকে লুঙ্গির মত পেঁচিয়ে বাম হাতে ধরে দাড়িয়ে আছে। আমাকে দেখে আপুর স্যার আসছে বলে চিৎকার করতে করতে ভেতরের দিকে চলে গেল। প্রায় সাথে সাথেই একজন ভদ্রমহিলা এসে বলল আসুন ভেতরে আসুন। ভেতরে ঢুকতেই হাতের ইশারায় ড্রয়িং এ পাতা খাটে বসতে বলল। আমরা খাটে বসতেই ঊনি একটি খালি চেয়ার আমাদের সামনে রেখে আরেকটি চেয়ার টেনে নিজে বসলেন। খাটে বসেই চারিদিকটায় নজর বুলিয়ে নিলাম। মেইন গেটটার বামদিকে বেশ খানিকটা খালি জায়গা, মেইন গেটটার সরাসরি একটা মাস্টার বেডরুম, ডানদিকটায় আমরা বসে আছি আমাদের সরাসরি কিচেন তার পাশে কমন বাথরুম এবং আমাদের ডানদিকে পাশাপাশি দুইটা বেডরুম।
- আপনার নামই তুহিন? ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন।
- জ্বী।
- সুমন স্যারের কাছে আপনার কথা শুনেছি, তা কি করেন আপনি?
- বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরির চেষ্টা করছি আর টিউশানি করাই।
- আছা, আমার মেয়ে রাইসা ক্লাস সিক্সে পড়ে, সব সাবজেক্ট পড়াতে হবে পারবেন তো?
- জ্বী পারব।
- বেতনের ব্যাপারে সুমন স্যার বলেছে কিছু?
- জ্বী বলেছে।
- অসুবিধা নেই তো?
- না।
- ঠিক আছে আপনার ছাত্রীকে ডাকছি। এই বলে উনি রাইসাকে ডাকতে লাগলেন।
দেখলাম মাষ্টার বেডরুমের দরজার আড়াল থেকে একটি মেয়ে হাতে একটি ট্রে নিয়ে বেড়িয়ে এলো এসে আমাদের সামনে রাখা খালি চেয়ারটাতে ট্রে টা রেখে আরেকটা চেয়ারে গিয়ে বসলো। আমি ভালো করে মেয়েটার দিকে তাকালাম।